সিলেটের ওসমানীনগরে উপজেলা যুবদল নেতা আহবাব হোসেন ওরফে আহবাবুলের নেতৃত্বে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় ব্যাপক ভাঙচুর করে হামলাকারীরা। গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সিলেটের ওসমানীনগর
প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট গ্রেপ্তার ১৫
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সম্পর্কিত খবর

নুরুল হক নুর
আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে পতিত ফ্যাসিবাদ
নিজস্ব প্রতিবেদক

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের অংশীদারদের বিভাজনের ফলে পতিত ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।’ গতকাল শুক্রবার বিকেলে ঢাকার মেরুল বাড্ডায় ‘৩৬ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ’ স্মরণে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘পতিত ফ্যাসিবাদ যে মাথাচাড়া দিয়ে উঠেছে, তার আলামত গোপালগঞ্জে দেখা গেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর হামলা হয়েছে।
এ সময় রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি যেসব স্লোগান দিচ্ছে, তার সমালোচনা করে তিনি বলেন, ‘জঘন্য ও নোংরা ভাষায় সমালোচনা করলে রাজনীতিতে পরস্পরের প্রতি সহাবস্থান থাকবে না।’
গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর বিলোপ এবং শাসনতন্ত্র পরিবর্তনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন দিতে হবে। যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার দরকার নেই।

ড. মঈন খান
বাংলাদেশের কোটি মানুষের একটাই দাবি, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া
নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশের কোটি মানুষের একটাই দাবি, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। তাই অত্যাবশ্যকীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
গতকাল শুক্রবার বিকেলে নরসিংদী কারা বিদ্রোহের বার্ষিকীতে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা আন্দোলন করেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য।
এ সময় জেলার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও যুদ্ধাহতদের মধ্যে বিএনপির পক্ষ থেকে অনুদান তুলে দেন ড. মঈন খান।

বৃষ্টি কমছে, গরম কিছুটা বেশি থাকতে পারে কয়েক দিন
নিজস্ব প্রতিবেদক

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ অনেকটাই কমেছে গতকাল শুক্রবার। এতে সামগ্রিকভাবে সারা দেশে তাপমাত্রা ও গরমের অনুভূতিও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী অন্তত তিন থেকে চার দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। ফলে এ সময় তাপমাত্রা ও গরমও কিছুটা বেশি থাকতে পারে।
জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো শাহীনুল ইসলাম গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, ‘বৃষ্টি অনেকটাই কমেছে। আগামী কয়েক দিনও বৃষ্টিপাত কম-বেশি এমনই থাকতে পারে। বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।’
বৃষ্টি কম থাকায় আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়তির দিকে থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।
শাহীনুল ইসলাম জানান, আগামী ২৪ জুলাইয়ের দিকে সাগরে একটি লঘুচাপ হতে পারে, যা ঘণীভূত হয়ে মৌসুমি নিম্নচাপেও পরিণত হতে পারে। এর প্রভাবে তখন আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আগের দিনের তুলনায় গতকাল দেশে বৃষ্টি অনেকটাই কমেছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে মাত্র ২৩টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে বৃষ্টি কমায় সামগ্রিকভাবে তাপমাত্রা ও গরমের অনুভূতিও বেড়েছে গতকাল। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পূ র্বা ভা স

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৩.৩ডিগ্রি সে.।
গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৫.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.১ডিগ্রি সে.।
সূত্র : আবহাওয়া অধিদপ্তর