৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস কেন্দ্র করে দেশজুড়ে বিরাজ করছে অজানা এক আতঙ্ক। তবে পুলিশ ও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নিরাপত্তা নিয়ে বড় কোনো হুমকি নেই। তার পরও রাজধানীসহ সারা দেশে নজরদারি ও চিরুনি অভিযান চলছে।
পুলিশ ও গোয়েন্দা সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হয়ে নতুন করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন—এমন আশঙ্কায় নজরদারি জোরদার করা হয়েছে।
রাজধানীর ভাটারা এলাকায় একটি গোপন বৈঠক থেকে ২২ জনকে গ্রেপ্তারের পর এই শঙ্কা আরো বেড়েছে।
রাজধানীতে সহিংস কর্মকাণ্ডের আশঙ্কায় গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ২৬১ জনকে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম জালাল (৫১), দক্ষিণ ৩৩ নম্বর ওয়ার্ড ২ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিবলু (৪৮), কুমিল্লা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আফজালুন নেছা হাসান বাসেত (৪৫), কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে লিটন (৫০), ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধঘোষিত জসীম উদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান (২৫), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন, আওয়ামী লীগের সাবেক ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামসুদ্দিন ভূঁইয়া এবং গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. মিজানুর রহমান (৫২)।
চিরুনি অভিযান ও চেকপোস্ট : ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ডিএমপি কোনো গণগ্রেপ্তার করছে না।’ তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানায় ৪৮৯টি টহল টিম এবং ৬৬টি চেকপোস্ট বসানো হয়েছে। এ সময়ে ২৫৪ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ২০টি মোবাইল ফোন, ছয়টি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার এবং বিভিন্ন প্রকার মাদক।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিন রাতভর তল্লাশি চলছে।
ষড়যন্ত্রমূলক বৈঠক ও সেনা কর্মকর্তা
ভাটারা থানা এলাকায় ৮ জুলাই একটি কনভেনশন সেন্টারে ‘ষড়যন্ত্রমূলক বৈঠক’ করার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপির ডিসি তালেবুর রহমান বলেন, ওই কনভেনশন সেন্টার ভাড়া নিয়েছিলেন শামীমা নাসরিন শম্পা নামের এক ব্যক্তি, যিনি বিদেশে লোক পাঠানোর একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছিলেন। কিন্তু সেখানে গোপনে রাজনীতিসংশ্লিষ্ট লোকজন জড়ো হন।
তিনি বলেন, ‘এই বৈঠকে নাশকতা ছড়ানোর পরিকল্পনা ছিল বলে তথ্য পেয়েছি। ওই ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করা হয়েছে। এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এই বৈঠকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক কর্মকর্তা সাদেকুল হক সাদেকেরও সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আলাদা তদন্ত চলছে।
গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সাদেকের বিরুদ্ধে সেনা আইনে ব্যবস্থা নিতে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী।
পুলিশ ও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা রয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা শাহাদত হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে মিরপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে যাত্রাবাড়ী ফেরার পথে অন্তত তিনটি চেকপোস্টে তল্লাশির মুখে পড়েন তিনি। তাঁর ভাষায়, ‘এর আগে এত কঠোর তল্লাশি দেখিনি। মনে হচ্ছে বড় কিছু ঘটতে যাচ্ছে।’
৫ নয়, ১৫ আগস্ট নিয়ে শঙ্কা
পুলিশের একটি সূত্র জানায়, ৫ আগস্ট নিয়ে পুলিশ খুব বেশি উদ্বিগ্ন নয়। তবে ১৫ আগস্ট ঘিরে শঙ্কা রয়েছে। বিশেষ করে গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় উত্তেজনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে গোয়েন্দা সংস্থাগুলোকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল শুক্রবার রাতে আইজিপি বাহারুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘আতঙ্কিত হওয়ার মতো আমরা কিছু দেখছি না। পুলিশ যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নিরাপত্তা শঙ্কা নাকচ করেছেন। তিনি বলেন, ‘৫ আগস্ট বা জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই।’
এর আগে গত বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন বা আগামী ৫ আগস্ট দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই। সবকিছু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।