রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। গতকাল বুধবার চন্দ্রিমা উদ্যান এলাকায় একটি বাসার নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ফাতেমা (৪০), সাদিয়া (২০) ও ইসরাত (১১)। সম্পর্কে ইরাতের মা সাদিয়া এবং সাদিয়ার মা ফাতেমা।
গ্যাস লিকেজে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, সংস্কার, নাগরিক অধিকার, বাণিজ্য ও সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে আগামীর বাংলাদেশ নির্মাণে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাবনা ও তার যৌক্তিকতা তুলে ধরেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

সংক্ষিপ্ত
মেজর সাদিকের স্ত্রী সুমাইয়ার দায় স্বীকার
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ঢাকার ভাটারা থানার মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁর জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত। গতকাল রিমান্ড শেষে সুমাইয়াকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন।

প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতির বাসভবন এবং সুপ্রিম কোর্টের প্রধান ফটকসহ আশপাশের এলাকায় যেকোনো সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশদ্বার, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। এ ছাড়া বিভিন্ন দাবিদাওয়া আদায় এবং প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো।

এনবিআর চেয়ারম্যান
সচেতন করতে শূন্য রিটার্নে দণ্ডের বিধান
নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘শূন্য রিটার্ন দিলে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান ভয় দেখানোর জন্য নয়, এটা সচেতন করতে করা হয়েছে। আর এই আইন নতুন নয়, শুধু বিদ্যমান আইন সম্পর্কে সাধারণ মানুষকে স্মরণ করিয়ে দেওয়া।’
গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
শূন্য রিটার্ন দিলে পাঁচ বছরের দণ্ড, তাহলে কি আপনারা ভয় দেখিয়ে ট্যাক্স আদায় করবেন—এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা কোনোভাবেই সম্মানিত করদাতাদের ভয় দেখাতে চাই না। আমরা নতুন কোনো আইনও করিনি। আমরা একটা জিনিস দেখলাম বিভিন্ন জায়গায় বসে, দোকানে ও সোশ্যাল মিডিয়ায় শেখানো হচ্ছে কিভাবে শূন্য রিটার্ন দেওয়া যায়। এটা কিন্তু বিপজ্জনক।
তিনি আরো বলেন, ‘অসত্য তথ্য যদি দেওয়া হয়, সেটা শাস্তিযোগ্য অপরাধ।