আট বছর পর আলোর মুখ দেখছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প। ২০১৬ সালে প্রতিষ্ঠা হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি দেশের ৪০তম পাবলিক বিশ্ববিদ্যালয়টি। স্থায়ী ক্যাম্পাসের জন্য ২০১৮ সালে প্রকল্প প্রস্তাব করা হলেও বারবার সংশোধন আর পুনর্গঠনের গোলকধাঁধায় আটকে ছিল সেই প্রস্তাব। অবশেষে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের প্রকল্প প্রস্তাবটি অনুমোদন পেতে যাচ্ছে একনেক সভায়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প
৮ বছর পর একনেকে উঠছে আজ
- ৯ হাজার কোটি টাকার প্রকল্প হচ্ছে ৫১৯ কোটিতে
- ব্যয় কমাতে ৮ বার সংশোধনের জন্য ফেরত
- উচ্ছ্বসিত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
এম আর মাসফি

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি অর্থবছরের দশম সভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। ওই সভায় অনুমোদনের জন্য প্রকল্প প্রস্তাবটি উত্থাপন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে নেওয়া ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা।
জানা গেছে, ২০১৮ সালে নিজস্ব ক্যাম্পাস স্থাপনের উদ্দেশ্যে আলোচ্য প্রকল্পটি প্রস্তাব করা হয়। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও সেই প্রকল্প প্রস্তাবের অনুমোদন মেলেনি। বিশাল বাজেটের প্রকল্প প্রস্তাব অনুমোদন না দিয়ে ব্যয় কমানোর জন্য সংশোধনের সুপারিশসহ আটবার ফেরত পাঠানো হয়। এতে বারবার পুনর্গঠন আর সংশোধনের গোলকধাঁধায় আটকে থাকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পটি। অবশেষে গত ফেব্রুয়ারিতে ৯ হাজার ২৩৪ কোটি টাকা থেকে কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকা খরচে প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেখান থেকেও ৮০ কোটি টাকা কমিয়ে অনুমোদনের সুপারিশ করে পরিকল্পনা কমিশন।
এদিকে প্রতিষ্ঠার আট বছরেও স্থায়ী ক্যাম্পাসের জন্য কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ২১ জানুয়ারি থেকে টানা আন্দোলন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিজস্ব ক্যাম্পাসের দাবিতে তাঁরা মানববন্ধন, বিক্ষোভ মিছিলের পাশাপাশি ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেন। তাঁদের সঙ্গে একাত্মতা পোষণ করে আন্দোলন করেন স্থানীয় ছাত্র-জনতাও। শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার পাশাপাশি দাবি মানতে আলটিমেটামও দেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষার পর শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পটি অনুমোদনের জন্য একনেক সভায় উঠছে। এটা আমাদের জন্য অনেক আনন্দের। কারণ প্রতিষ্ঠার আট বছরেও বিশ্ববিদ্যালয়টির উন্নয়নে কোনো কাজ করা সম্ভব হয়নি। এখন প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন পেলে স্থায়ী ক্যাম্পাস স্থাপনের কাজ শুরু করা যাবে, এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে।’ এদিকে চলতি বছরের দশম একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ আরো সাতটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ ধরা হয়েছে প্রায় এক হাজার ৭৪৬ কোটি টাকা। একনেক অনুমোদনের জন্য অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ, নারী ও শিশুদের প্রতি সহিংসতা ও ক্ষতিকর আচরণ প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থা, নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ, গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহেন্সমেন্ট প্রজেক্ট, বি স্ট্রং এবং খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প।
সম্পর্কিত খবর

সচিবালয়ের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলা করেন।

‘জুলাই সনদ’ ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে চলতি মাসের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করা না হলে আগামী ৩ আগস্ট সচিবালয় ঘেরাও এবং ‘কফিন মার্চ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি বলেন, ‘সরকার বারবার সময় নিয়েও জুলাই সনদ ঘোষণা করেনি, যা গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। ৩১ জুলাইয়ের মধ্যে সনদ ঘোষণা না হলে ৩ আগস্ট সচিবালয় ঘেরাও এবং কফিন মার্চের মাধ্যমে চূড়ান্ত মুক্তির ডাক দেওয়া হবে।

সাবেক ডিআইজি বাতেনের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তাঁর স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আব্দুল বাতেন ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে গতকাল আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি। আব্দুল বাতেনের আবেদনে বলা হয়, আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চলছে।

সংক্ষিপ্ত
আবুল বারকাত ২ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক

অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা, গতকাল সকালে কারাগার থেকে তাঁকে আদালতে এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়। এ সময় তাঁর আইনজীবী শাহিনুর ইসলাম জামিন চেয়ে আবেদন করেন।