ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭
সিলেটের পর্যটন

বছরের শেষে সুদিন ফেরার ইঙ্গিত

  • ♦ বিজয় দিবস ও বড়দিনকেন্দ্রিক ছুটিতে শতকোটি টাকার ব্যবসা ♦ গত শুক্রবার রাতারগুলে ৩০০ ও সাদাপাথরে ৮০০ পর্যটকবাহী নৌকা ঢোকে
ইয়াহইয়া ফজল, সিলেট
ইয়াহইয়া ফজল, সিলেট
শেয়ার
বছরের শেষে সুদিন ফেরার ইঙ্গিত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে পর্যটকদের ভিড়। গত শুক্রবার তোলা। ছবি : কালের কণ্ঠ

করোনাভাইরাস পরিস্থিতিতে খাদে পড়া সিলেটের পর্যটন খাতে বছরের শেষ সময়ে এসে সুদিনের ইঙ্গিত মিলছে। প্রায় সাড়ে চার বছর পর চলতি ডিসেম্বরে ভালো ব্যবসা হয়েছে। বিজয় দিবস ও বড়দিনকেন্দ্রিক বড় দুই ছুটিতে ব্যবসা হয়েছে শতকোটি টাকার, যা গত সাড়ে চার বছরের মধ্যে সবচেয়ে বেশি।

সিলেটের পর্যটন খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

তাঁরা বলছেন, করোনা পরিস্থিতি প্রথম বড় ধাক্কা দেয় সিলেটের পর্যটনে। প্রায় দুই বছর পর করোনা গত হলেও পর্যটনে বিপর্যয় থামছিল না। ২০২২ সালের বড় বন্যার পর ২০২৩ সালের বন্যা আর রাজনৈতিক পরিস্থিতি মিলিয়ে ঘুরে দাঁড়াতে পারছিল না পর্যটন। চলতি বছরও ভালো যায়নি।
সিলেটে পর্যটনের মূল মৌসুম মার্চ থেকে আগস্ট পর্যন্ত। কিন্তু চলতি বছর টানা তিন দফা বন্যা, এরপর আন্দোলনে বড় সময়জুড়ে খারাপ গেছে এই খাতে। সে হিসেবে ডিসেম্বরে পর্যটকদের উপস্থিত সুদিনে ফেরার ইঙ্গিত দিচ্ছে।

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিসেম্বরের বেশির ভাগ সময়ই পর্যটকদের ঢল ছিল সিলেটে।

ছুটির দিনগুলো ছাড়াও বিজয় দিবস ও বড়দিনকে (ক্রিসমাস) কেন্দ্র করে লম্বা সময় নিয়ে ঘুরতে এসেছেন পর্যটকরা। এই সময়ে বিভাগের হোটল-মোটেল, রেস্টহাউস, রিসোর্টগুলো পুরো বুকড ছিল। স্থানীয়দের (২০ থেকে ২৫ শতাংশ) চেয়ে বিদেশি ও দেশের বিভিন্ন স্থান থেকে (৭৫ শতাংশ) আসা পর্যটকের উপস্থিতি ছিল বেশি। পর্যটনকেন্দ্রগুলোতে নৌকার চাহিদা বেড়েছে ২০ থেকে ২৫ গুণ। গত শুক্রবার শুধু রাতারগুলে তিন শতাধিক ও সাদাপাথরে ৮০০ পর্যটকবাহী নৌকা ঢুকেছে।

সিলেট নগরের জিন্দাবাজারের গোল্ডেন সিটি হোটেলের মহাব্যবস্থাপক মৃদুল কান্তি দত্ত মিষ্টু বলেন, ‘এবার ডিসেম্বরটা আমাদের ভালো গেছে। প্রায় সাড়ে চার বছর পর এবার ব্যবসা ভালো হয়েছে। যদিও দীর্ঘ লসের তুলনায় এটি খুবই কম। তবু এটি আমাদের আশাবাদী করেছে।’

দেশের একমাত্র জলাবন খ্যাত রাতারগুল পর্যটনকেন্দ্রে ছিল পর্যটকদের ভিড়। সেখানকার রিসোর্ট ‘সোহেল স্কয়ারে’র স্বত্বাধিকারী সোহেল আহমদ বলেন, ‘এবার বছরের শেষ সময়ে এসে ব্যবসা সবচেয়ে ভালো হয়েছে। হোটেলগুলো শতভাগ পূর্ণ ছিল।’ তিনি বলেন, ‘সাধারণত শুক্রবারের মতো ছুটির দিনে যেখানে রাতারগুলে ২০ থেকে ৩০টি নৌকা পর্যটক নিয়ে ঢোকে, সেখানে গত শুক্রবার তিন ঘাট থেকে তিন শতাধিক পর্যটকবাহী নৌকা রাতারগুলে ঢুকেছে।’

সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র এলাকার ‘সাদাপাথর হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপক জুয়েল মিয়া বলেন, ‘২০২০ সাল থেকে পর্যটনে মন্দা শুরু। প্রথমে করোনাভাইরাসের ধাক্কা, তারপর প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা। পদে পদে হোঁচট। সর্বশেষ গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রাতে আমাদের রিসোর্টটি লুটপাট, ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা। নতুন করে শুরু করলেও অনিশ্চয়তা কাটছিল না। তবে ডিসেম্বরে সব রুম বুকিং ছিল। মাসটা খুব ভালো গেছে।’

সাদাপাথর নৌকাঘাটের মাঝি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘আমাদের নৌকাঘাটে প্রায় ১২০টি নৌকা রয়েছে। এমনও সময় গেছে, অনেক নৌকার মাঝি সারা দিন কাটিয়ে ৫০০ টাকাও ইনকাম করতে পারেনি। কয়েক সপ্তাহ ধরে পর্যটকদের আসা বাড়ায় প্রতিদিন একেকটি নৌকা আটটি পর্যন্ত ট্রিপ দিয়েছে। প্রতিদিন ৫০০ থেকে ৭০০ ট্রিপ দিয়েছে।’

সিলেট হোটেল-মোটেল রেস্টহাউস মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি সুমিত নূরী জুয়েল, ‘পর্যটন খাতসংশ্লিষ্ট সবার ব্যবসা এবার ভালো হয়েছে। বিশেষ করে ১০ ডিসেম্বরের পর এ কয়দিন খুব ভালো গেছে। যদিও তিন দফা বন্যা, আন্দোলন মিলিয়ে ছয় মাস পুরো লস।’

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পর্যটন সাব কমিটির চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন বলেন, ‘গত সাড়ে চার বছরের মধ্যে চলতি মাস সিলেটের পর্যটনে সুদিনের ইঙ্গিত দিয়েছে। ডিসেম্বরে পর্যটনে শতকোটি টাকার ব্যবসা হয়েছে।’ তিনি বলেন, ‘বন্যা ও আন্দোলনের কারণে বর্ষার সময় থেকে আগস্ট পর্যন্ত কেউ আসতে পারেননি। সে কারণে ডিসেম্বরের ছুটিকে তাঁরা হয়তো বেছে নিয়েছেন।’

 

মন্তব্য

সম্পর্কিত খবর

শিল্পী মমতাজ গ্রেপ্তার আরো দুই মামলায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শিল্পী মমতাজ গ্রেপ্তার আরো দুই মামলায়

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আরো দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা ও ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলা রয়েছে। গতকাল ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখান। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন মমতাজকে আদালতে হাজির করা হয়। এরপর হত্যা মামলায় আশুলিয়া থানার উপপরিদর্শক মো. মজিবুর রহমান ভূইয়া এবং হত্যাচেষ্টা মামলায় উপপরিদর্শক মদন চন্দ্র সাহা তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

 

মন্তব্য

আবহাওয়া পূর্বাভাস

শেয়ার
আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৩.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.৬ডিগ্রি সে.। রাজশাহী ৩১.৫ডিগ্রি সে.। রংপুর ৩৬.৩ডিগ্রি সে.।

খুলনা ৩৪.০ডিগ্রি সে.। বরিশাল ৩৩.৭ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৪.৮ডিগ্রি সে.। সিলেট ৩৫.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৪.৫ডিগ্রি সে.।

চট্টগ্রাম ২৭.০ডিগ্রি সে.। রাজশাহী ২৬.২ডিগ্রি সে.। রংপুর ২৯.৫ডিগ্রি সে.। খুলনা ২৬.৫ডিগ্রি সে.।
বরিশাল ২৫.৭ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.০ডিগ্রি সে.। সিলেট ২৫.৫ডিগ্রি সে.

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকৈ মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

মন্তব্য

শোক

শেয়ার
শোক

সেলিনা বেগম

মধুমতি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীরের মা সেলিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গত বুধবার বাদ আসর গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) জানাজা শেষে মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

প্রাসঙ্গিক
মন্তব্য
২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার

সাবেক মন্ত্রী জাবেদ দম্পতিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
সাবেক মন্ত্রী জাবেদ দম্পতিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদক জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এই মামলাটি করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান। দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিদের মধ্যে অন্যতম হলেন ব্যাংকটির সাবেক পরিচালক জাবেদের ভাই আসিফুজ্জামান চৌধুরী, সাবেক পরিচালক বশির আহমেদ, আফরোজা জামান, রোকসানা জামান চৌধুরী, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলত, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, ইউনুছ আহমদ, সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, জাবেদের আরামিট গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী ও কাজী মোহাম্মদ দিলদার আলম।

এজাহারে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন আরামিট লিমিটেডের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী সাজিয়ে ভিশন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রাম বন্দর শাখায় একটি হিসাব খোলা হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ