বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রাজধানীর সবুজবাগে করোনাভাইরাস সচেতনতায় প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জে নতুন কমিটির পরিচিতিসভা অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় করেছেন সংগঠনের সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো খবর :
ঢাকা : সামপ্রতিক সময়ে দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভেরিয়েন্টের সংক্রমণ বাড়ায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ রাজধানীর সবুজবাগ থানা শাখা। গতকাল মাণ্ডায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বসুন্ধরা শুভসংঘ সবুজবাগ থানা শাখার সভাপতি তৌসিফ হাসান।
উপস্থিত ছিলেন শুভসংঘ ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন, সবুজবাগ থানা শাখার সহসভাপতি মুন্না, সাধারণ সম্পাদক মুন্নি আক্তার, সদস্য মো. হৃদয়, রব, পুষ্প, মারিয়া, মিম প্রমুখ।
মানিকগঞ্জ : বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখার নতুন কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা কাশিনাথ সরকার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস। এর আগে মো. হাসান শিকদারকে সভাপতি ও মীর নাঈমুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন পাঁচজন। তাঁরা হলেন—ডা. মহম্মদ নাছিমুল ইসলাম, এস এ জিন্না কবির, খোন্দকার খালেকুজ্জামান, কাশিনাথ সরকার ও হামিদুর রশিদ ফিরোজ।
অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাকক্ষে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদের সভাপতিত্বে বক্তব্য দেন নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ ওরফে মাসুদ তাজ। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা এস এম আবিদ হোসেন, সাবেক সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সহসাধারণ সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য গাজী আবুল হোসেন, বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সহসভাপতি রাজয় রাব্বি, তাওহিদ রাহুল, যুগ্ম সম্পাদক তাওহিদ হাসান ওসামা, কোষাধ্যক্ষ আকিব হোসেন গালিব, সদস্য মতিন গাজী, আব্দুল্লাহ বোখারী, সম্রাট হোসেন প্রমুখ।