<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লার আদালতে একটি মামলার অভিযোগ গঠনের শুনানিতে হাজির হলেন খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক ও সংগঠনের আরেক নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। গতকাল সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্যের একটি মামলার অভিযোগ গঠন করেন। ওই মামলার অভিযোগ গঠনের শুনানিতে দুজন উপস্থিত হন। এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার আসামিপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী। তিনি জানান, ২০২০ সালের ১৫ ডিসেম্বর চান্দিনা উপজেলার জোয়াগ পশ্চিমপাড়ায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের নামে ১৭ ডিসেম্বর পুলিশ চান্দিনা থানায় মামলা করে। মামলায় ছয়জনকে আসামি করা হয়, যাঁদের মধ্যে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীও রয়েছেন।</span></span></span></span></p>