<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর হাতিরপুলে কাঁচাবাজার এলাকার রাজ কমপ্লেক্স নামের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে তারা আগুনের খবর জানতে পারে। ৯ মিনিটের মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে তারা। আগুন নির্বাপণে তাদের সাতটি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য জানান। তিনি বলেন, আগুন লাগা ভবনে আটকে থাকা চারজনকে ছাদ থেকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ছাড়া ঘটনাস্থলে চারপাশে কোনো জানালা না থাকার কারণে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেছেন তাঁরা। এটি একটি কার্পেটের গোডাউন ছিল বলে জানতে পেরেছে ফায়ার সার্ভিস। রাত সাড়ে ৮টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যায়।</span></span></span></span></span></span></span></p>