<p>মাদারীপুরের শিবচরে বিনা মূল্যে ৪৫০ রোগী পেলেন চোখ ও ডায়াবেটিসের চিকিৎসা। শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রত্যন্ত এলাকার রোগীদের ব্যবস্থাপত্র প্রদান শেষে বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। এ ছাড়া ৩০ দরিদ্র রোগীর বিনা মূল্যে ফেকো অপারেশনের ব্যবস্থা করা হয়েছে সমিতির পক্ষ থেকে। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার দক্ষিণ বহেরাতলার টেকেরহাট উচ্চ বিদ্যালয়ে চোখ ও ডায়াবেটিস রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত শিবচর ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ১০টি ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার রোগীকে বিনা মূল্যে ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে। এ ছাড়া ৪২ দরিদ্র রোগীকে ঢাকায় নিয়ে বিনা মূল্যে চোখে ফেকো অপারেশনের ব্যবস্থা করা হয়েছে সমিতির অর্থায়নে।</p>