পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত হয়েছেন ছয়জন। গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর, পঞ্চগড়, টাঙ্গাইল, গাইবান্ধা ও পটুয়াখালীতে এ দুর্ঘটনাগুলো ঘটে।
দুটি মোটরসাইকেল সংঘর্ষে লক্ষ্মীপুরের চরপোড়াগাছা ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. আলাউদ্দিন (২৫) চরপোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে এবং আলী আকবর (২৭) চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগাছ বিজিবি ক্যাম্পের সামনে বাংলাবান্ধা-তেঁতুলিয়া মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় ফজলুর রহমান (৬৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের দগরাবাড়ি এলাকার আলাউদ্দীনের ছেলে। পুলিশ ও তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন ফজলুর রহমান।
এদিকে টাঙ্গাইলের ঘাটাইলের বীরঘাটাইল এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক পার হতে গিয়ে প্রাইভেট কারচাপায় মৃত্যু হয় হামিদা বেগম (৮০) নামের এক বৃদ্ধার।
তিনি উপজেলার বীরঘাটাইল গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে মো. হালিম জানান, তাঁর মায়ের বান্ধবীর মৃত্যুর খবর শুনে শেষ দেখা দেখতে গিয়ে হামিদা বেগমের মৃত্যু হয়।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মহেশপুর ইক্ষু ক্রয়কেন্দ্র নামক স্থানে গতকাল মঙ্গলবার ট্রাকের চাপায় আফছার আলী (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পশ্চিম বেতগ্রাম এলাকার আব্দুর রহিমের ছেলে।
রংপুর যাওয়ার পথে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই আফছারের মৃত্যু হয়।
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে জাহিদ গাজী (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
বন্ধুর বাইকে ভাগ্নেকে বাড়ি পৌঁছাতে যান ওই ইউনিয়নের পশ্চিম গাব্বুনিয়া নয়াকান্দা গ্রামের জসিম গাজীর ছেলে। জানা গেছে, তিনি গত বছর বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার পর মাঝে-মধ্যে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালাতেন।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন কালের কণ্ঠ’র জেলা ও উপজেলা প্রতিনিধিরা)