দেশের দুটি পৃথক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন যাত্রী ও দুজন পথচারী নিহত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন মারা যায়। অন্যদিকে পিরোজপুরে একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একজন মুসল্লি এবং মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় একজন পথচারী প্রাণ হারান। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একই পরিবারে তিনজনসহ পাঁচজন নিহত হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া বড়চালা এলাকায়। নিহতরা হলো বগুড়ার ধুনট উপজেলার সাংঈশ্বরঘাট এলাকার সাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী নাসরীন নাহার (৩০) এবং তাঁদের ১২ বছরের ছেলে হুরাইরা। বাকি দুজন হলেন গাজীপুরের মাওনার কেউরা এলাকার মৃত ওমর আলীর ছেলে শফিকুল ইসলাম (৫৫) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সুরুজ উজ জামান বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানিতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইসলাম হাওলাদার (৭০) নামের এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইন্দুরকানি-চণ্ডিপুর মহাসড়কের গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম হাওলাদার উপজেলার দক্ষিণ ইন্দুরকানি গ্রামের মৃত আসমাত আলী হাওলাদারের ছেলে।
তিনি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পিরোজপুর জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে রাত ১০টায় ইসলাম হাওলাদার মারা যান।
মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ মন্টু নামের এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।
গতকাল বিকেল ৩টার দিকে তেরাইল ব্রিজ সংলগ্ন অলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মন্টু তেরাইল গ্রামের কাতল আলীর ছেলে। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামুন্দির দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মন্টুকে ধাক্কা দিলে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।