ঢাকা, বুধবার ২৭ আগস্ট ২০২৫
১২ ভাদ্র ১৪৩২, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকা, বুধবার ২৭ আগস্ট ২০২৫
১২ ভাদ্র ১৪৩২, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

সড়কে একই পরিবারের তিনজনসহ নিহত ৭

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সড়কে একই পরিবারের তিনজনসহ নিহত ৭

দেশের দুটি পৃথক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন যাত্রী ও দুজন পথচারী নিহত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন মারা যায়। অন্যদিকে পিরোজপুরে একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একজন মুসল্লি এবং মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় একজন পথচারী প্রাণ হারান। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একই পরিবারে তিনজনসহ পাঁচজন নিহত হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া বড়চালা এলাকায়। নিহতরা হলো বগুড়ার ধুনট উপজেলার সাংঈশ্বরঘাট এলাকার সাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী নাসরীন নাহার (৩০) এবং তাঁদের ১২ বছরের ছেলে হুরাইরা। বাকি দুজন হলেন গাজীপুরের মাওনার কেউরা এলাকার মৃত ওমর আলীর ছেলে শফিকুল ইসলাম (৫৫) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সুরুজ উজ জামান বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানিতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইসলাম হাওলাদার (৭০) নামের এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইন্দুরকানি-চণ্ডিপুর মহাসড়কের গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম হাওলাদার উপজেলার দক্ষিণ ইন্দুরকানি গ্রামের মৃত আসমাত আলী হাওলাদারের ছেলে।

তিনি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পিরোজপুর জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে রাত ১০টায় ইসলাম হাওলাদার মারা যান।

মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ মন্টু নামের এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।

গতকাল বিকেল ৩টার দিকে তেরাইল ব্রিজ সংলগ্ন অলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মন্টু তেরাইল গ্রামের কাতল আলীর ছেলে। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামুন্দির দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মন্টুকে ধাক্কা দিলে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ভিকারুননিসার সেই শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ভিকারুননিসার সেই শিক্ষক বরখাস্ত

হিজাব পরায় ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গতকাল প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির একটি শ্রেণিকক্ষ থেকে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বসুন্ধরা প্রভাতি শাখার সহকারী শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন তাঁকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

 

মন্তব্য
সংক্ষিপ্ত

মৃত্যু নেই, হাসপাতালে আরো ৪৭০ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মৃত্যু নেই, হাসপাতালে আরো ৪৭০ ডেঙ্গু রোগী

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৪৭০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে রোগটিতে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য বলছে, গত এক দিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরের ১৪৮ জন, বরিশাল বিভাগে ৯৪ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন ও রংপুর বিভাগে ছয়জন।

রাজশাহী ও সিলেট বিভাগে কোনো রোগী পাওয়া যায়নি।  স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে এ পর্যন্ত ২৯ হাজার ৫১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১১৮ জন। সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে বরিশাল বিভাগে।
এই বিভাগে রোগী ৯ হাজার ৭২৩ জন, মৃত্যু ১৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এক হাজার ৪১৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪৭৮ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছে ৯৩৮ জন।

 

 

মন্তব্য
ডা. মোস্তাক আহমেদের সাক্ষ্য

চিকিৎসায় বাধা দিয়েছিলেন স্বাচিপের চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চিকিৎসায় বাধা দিয়েছিলেন স্বাচিপের চিকিৎসকরা

জুলাই অভ্যুত্থানের সময় নির্বিচারে গুলি চালিয়ে আন্দোলনকারীদের হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশনের আরো পাঁচ সাক্ষী। তাঁরা হলেন—মিটফোর্ড হাসপাতালের সহকারী পরিচালক মফিজুর রহমান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার মনিরুল ইসলাম, একই হাসপাতালের একই বিভাগের চিকিৎসক মোস্তাক আহমেদ, ফেনীর ব্যবসায়ী গুলিবিদ্ধ নাসিরউদ্দিন ও শহীদ শাহরিয়ার খান আনাসের নানা সাইদুর রহমান খান।

গতকাল মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁরা সাক্ষ্য দেন। সাক্ষীরা হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ জড়িতদের বিচার দাবি করেন ট্রাইব্যুনালের কাছে।

পরে তাঁদের জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমীর হোসেন।

 

মন্তব্য
শামা ওবায়েদ

আ. লীগ আমলে দল-মত-নির্বিশেষে জনগণ নির্যাতিত হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
আ. লীগ আমলে দল-মত-নির্বিশেষে জনগণ নির্যাতিত হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আওয়ামী লীগ শাসনামলে গত ১৫ বছরে দল-মত-নির্বিশেষে দেশের জনগণ নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছে। তবে সেই পরিস্থিতির মধ্যেই জনগণের মধ্যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছিল। গতকাল ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ