kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

ইউএসএআইডি প্রশাসক আগামী মাসে আসছেন

কূটনৈতিক প্রতিবেদক   

৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইউএসএআইডি প্রশাসক আগামী মাসে আসছেন

সামান্থা পাওয়ার

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রশাসক সামান্থা পাওয়ার আগামী মাসে ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল সোমবার সাংবাদিকদের এ কথা জানান।

ইউএসএআইডি যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র ফেডারেল সংস্থা। এটি বিদেশে বেসামরিক ও উন্নয়ন সহায়তা দেয়।

বিজ্ঞাপন

বিভিন্ন দেশে গণতন্ত্র শক্তিশালী করতেও এ সংস্থা কাজ করে।

ইউএসএআইডি প্রশাসক সামান্থা পাওয়ার গত রবিবার ঢাকায় জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি উদযাপনের অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকারের ক্ষেত্রেও বাংলাদেশের অঙ্গীকার প্রয়োজন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, এ বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন হতে যাচ্ছে। এর আগেরটা যুক্তরাষ্ট্রে হয়েছে। এবার তারা নিজেই আগ্রহ দেখিয়েছে। এটি ভালো খবর।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিনিয়োগ চাই। এ বিনিয়োগ সম্মেলনকে সামনে রেখে সামান্থা পাওয়ার বাংলাদেশে আসতে চেয়েছেন। আমরা তাঁকে স্বাগত জানাই। ’সাতদিনের সেরা