দিনাজপুরের বিরলে রূপালী বাংলা জুটমিলে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে এক পান দোকানদার নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতের এ ঘটনায় তিন শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ১৮ শ্রমিক। গুলিবিদ্ধদের মধ্যে দুজনকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মিলের মালিক বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ।