kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

স্যানিটাইজার উৎপাদন ও বিতরণ করছে গ্রিন ভয়েস

নিজস্ব প্রতিবেদক   

২৪ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের বিস্তার রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রিন ভয়েস’। সংগঠনের কর্মীরা নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করছেন। একই সঙ্গে খাদ্য সংকটে থাকা রাজধানীর শ্রমজীবী মানুষদের মধ্যে বিনা মূল্যে খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র মতে, অসাধু ব্যবসায়ীদের রুখে দিতে এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়াতেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে গ্রিন ভয়েসের কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছাশ্রমে স্যানিটাইজার উৎপাদন ও বিতরণ করছেন।

গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়কারী আলমগীর কবীর বলেন, ‘করোনাভাইরাসের ঝুঁকিতে থাকলেও আমাদের প্রস্তুতির ঘাটতি রয়েছে। এ ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে থাকা পেশাজীবী ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। সেই বিবেচনা থেকে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা