kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর আর নেই

নিজস্ব প্রতিবেদক   

২৪ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর আর নেই

বরেণ্য শিক্ষাবিদ, শিল্প-সাহিত্য সমালোচক, কবি ও কথাসাহিত্যিক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর গতকাল সোমবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁরা বয়স হয়েছিল ৮৪ বছর।

পারিবারিক সূত্র জানায়, বোরহানউদ্দিন খান বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সাত মাস শয্যাশায়ী থাকার পর তাঁর মৃত্যু হয়। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

বোরহানউদ্দিন খানের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায়। তিনি ১৯৩৬ সালের ৯ জানুয়ারি কচুয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে একই বিভাগের অধ্যাপক হন। এ ছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৬৯ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০০৯ সালে একুশে পদক পান।

মন্তব্যসাতদিনের সেরা