ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭
ছোট কর্মচারীর বড় দুর্নীতি

জেলা আদালতের নাজিরের ৭ কোটি টাকার সম্পদ!

  • ৯ বছরে দেশে বিদেশে ২৮ কোটি টাকার লেনদেন
এম বদি-উজ-জামান
এম বদি-উজ-জামান
শেয়ার
জেলা আদালতের নাজিরের ৭ কোটি টাকার সম্পদ!

স্টেনোগ্রাফার পদে যোগদান করেছিলেন। পদোন্নতি পেয়ে এখন হয়েছেন নাজির। নতুন বেতন স্কেল অনুযায়ী বর্তমানে সাকল্যে বেতন সর্বোচ্চ ৩৫ হাজার টাকার কাছাকাছি। চাকরিতে যোগদানকালে বেতন ছিল একেবারেই কম।

১৯৯৭ সালে চাকরিতে যোগদানের সময় সহায়-সম্পদ বলতে পৈতৃক ভিটা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু এই ২১ বছরে তাঁর সম্পদ ফুলে-ফেঁপে উঠেছে।

তৃতীয় শ্রেণির এই কর্মচারীর প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে বৈধ আয় মাত্র ৪৬ লাখ টাকা।

শুধু এই সম্পদের তথ্য নয়, ওই কর্মচারী ব্যবসার নামে গত ৯ বছরে চারটি ব্যাংকের মাধ্যমে দেশ-বিদেশে প্রায় ২৮ কোটি টাকার লেনদেন করেছেন বলে জানা গেছে। তাঁর স্ত্রীর নামেও প্রায় অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ থাকার তথ্য মিলেছে।

করিতকর্মা এই সরকারি কর্মচারীর নাম মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের নাজির পদে কর্মরত।

অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে এরই মধ্যে দুদক তাঁর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে। ধারণা করা হচ্ছে, তাঁর যে সম্পদের তথ্য জানা গেছে, বাস্তবে আছে এর চেয়েও বেশি। দুদক তাঁর সম্পদের খোঁজে তদন্তে নেমেছে।

সম্পদশালী এই কর্মচারীর আদালতে প্রভাবও কম নয়। দুদকের মামলায় গ্রেপ্তার হলেও কারাগারে যেতে হয়নি।

গ্রেপ্তারের সাত ঘণ্টার মধ্যে জামিন পেয়েছেন। এখনো তিনি চাকরিতে বহাল তবিয়তে। যদিও দুদক তাঁর জামিন বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছে। আর হাইকোর্ট তাঁর জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) যে মামলা করেছে তা অসৎ উদ্দেশ্যে করা। আমি, আমার স্ত্রী, বোন এবং বন্ধুদেরও নোটিশ দেওয়া হয় দুদক অফিসে হাজির হওয়ার জন্য। এ অবস্থায় আমি হাজির হই। কিন্তু আমার স্ত্রী ও বোনসহ আত্মীয়-স্বজনদের নামে দেওয়া নোটিশে যে ভাষা ব্যবহার করা হয় তা খুবই আপত্তিকর। এ কারণে আপত্তিকর শব্দ প্রত্যাহার চেয়ে দুদককে লিগ্যাল নোটিশ দিয়েছি গত ৩১ জুলাই। এই নোটিশ পেয়ে দুদক ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে।’

আলমগীর বলেন, ‘২৩ বছর ধরে চাকরি করি। আমার যা সম্পদ তা বৈধভাবেই করা। অন্যদের সম্পদ আমার নামে দেখিয়ে দুদক ভিত্তিহীন মামলা করেছে। সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করতে হলে আদালতের বা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। কিন্তু দুদক কোনো অনুমতি না নিয়েই আমাকে গ্রেপ্তার করে। এরপর আমার বিরুদ্ধে মামলা করে।’ তিনি বলেন, ‘ব্যাংক থেকে আমি ৪৪ লাখ টাকা ঋণ নিয়েছি। এ ছাড়া পারিবারিকভাবে পোল্ট্রি ব্যবসা আছে। আমি আইনগতভাবে দুদকের মামলা মোকাবেলা করব।’

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান কালের কণ্ঠকে বলেন, একজন ছোট পদের কর্মচারী যদি এত বড় দুর্নীতি করেন তাহলে তাঁকে অবশ্যই আইনের আওতায় আনা প্রয়োজন। সে কাজটিই করেছে দুদক। আপাতত মামলা করা হয়েছে। তদন্ত চলছে।

জানা যায়, ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন ১৯৯৭ সালে স্টেনোগ্রাফার পদে যোগদান করেন। এরপর তাঁকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ডকিপার করা হয়। পরে পদোন্নতি পেয়ে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের নাজির হয়েছেন। তদবির করে ও প্রভাব খাটিয়ে নিজের স্ত্রী ও ভাইকে আদালতে চাকরি দিয়েছেন। অভিযোগ রয়েছে, লাখ টাকার বিনিময়ে আরো অনেককে আদালতে চাকরি দিয়েছেন তিনি।

দুদক আপাতত আলমগীর হোসেনের নামে নোয়াখালীতে ছয় কোটি ৩৯ লাখ টাকা মূল্যমানের ১৩২.৩৩ শতাংশ জমির সন্ধান পেয়েছে। এর মধ্যে কোনো জমিই সরাসরি নিজ নামে কেনেননি।

এসব তথ্য পাওয়ার পর গত ৫ আগস্ট দুদক তাঁর বিরুদ্ধে দুটি মামলা করেছে। মামলায় আলমগীর হোসেনকে অবৈধভাবে সম্পদ অর্জনে সহযোগিতার জন্য তাঁর স্ত্রী নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার নাজমুন নাহার, আলমগীরের বোন আফরোজা আক্তার এবং বন্ধু বিজন ভৌমিককে আসামি করা হয়েছে।

এদিকে নোয়াখালীর বিশেষ জজ আদালত গত ৪ সেপ্টেম্বর এক আদেশে নাজির আলমগীর হোসেনের আলোচিত সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত যেসব জমি নিয়ে অভিযোগ সেই জমি বিক্রি বা হস্তান্তর এবং ব্যাংক হিসাবে লেনদেনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ইউনিসেফের শোক

শিশুদের গোপনীয়তা রক্ষা ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শিশুদের গোপনীয়তা রক্ষা ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের অনুরোধ

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ও গণমাধ্যমকর্মীদের প্রতি বেঁচে যাওয়া শিশুদের পরিচয় ও গোপনীয়তা রক্ষা এবং দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।  গতকাল মঙ্গলবার শোক প্রকাশ করে ইউনিসেফ বাংলাদেশে তাদের ফেসবুক পেজে একটি বিবৃতি পোস্ট করে। বিবৃতিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের পতাকা অর্ধনমিত রেখে জাতির সঙ্গে শোক দিবস পালন করছে ইউনিসেফ।

আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক প্রাণহানি হয়েছে, যার মধ্যে বেশির ভাগই শিশু। আহত হয়েছেন আরো অনেকে। আমরা আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি সেই সব পরিবারের সদস্যদের প্রতি, যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে।

এরই পরিপ্রেক্ষিতে ইউনিসেফ সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং প্রশিক্ষিত সমাজকর্মীরা মাঠে কাজ করছেন, যেন ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশুদের এই কঠিন সময়ে মানসিক সহায়তা দেওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, ইউনিসেফ এ ঘটনায় বেঁচে যাওয়া শিশুদের পরিচয়, গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করার অনুরোধ জানায়, যেন তাদের ওপর কোনো বাড়তি মানসিক চাপ না পড়ে এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্প্রদায়ের প্রতি আরো সহানুভূতিশীল আচরণ নিশ্চিত হয়।

মন্তব্য

‘বোনের কাছে আমার লাশটা পৌঁছে দিয়ো’

বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া
বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া
শেয়ার
‘বোনের কাছে আমার লাশটা পৌঁছে দিয়ো’

মা সমিরন বেগম মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। একমাত্র ভাই থাকেন প্রবাসে। বাবা অসুস্থ। একমাত্র বোনের বিয়ে হয়ে গেছে।

তবে নিজে বিয়ে করেননি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাসুকা বেগমের সংসার বলতে ছিল শিক্ষার্থীরাই।

শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছেন মাসুকা (৪০)। বিমান দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন।

গত সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। সোহাগপুরে মাসুকার বড় বোন পাপিয়ার স্বামীর বাড়ি। মৃত্যুর আগে মাসুকা জানিয়েছিলেন, লাশটা যেন তাঁর বোনের কাছে পৌঁছে দেওয়া হয়।
বোনের ইচ্ছা অনুযায়ী লাশ দাফনের কথাও তিনি বলে যান। মাসুকাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকূট গ্রামে। তবে বেড়ে উঠেছেন পৌর এলাকার মেড্ডায়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে ইংরেজিতে অনার্স করা মাসুকা চাকরির সুবাদে চলে যান ঢাকা। প্রথমে মিরপুরের একটি স্কুলে শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু করেন।
এরপর যোগ দেন মাইলস্টোন স্কুলে।

মন্তব্য

মাইলস্টোনে অনভিপ্রেত ঘটনা নিয়ে যা বলল আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মাইলস্টোনে অনভিপ্রেত ঘটনা নিয়ে যা বলল আইএসপিআর

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর উত্সুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধারকাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। একদল উত্সুক জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল-বোঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয় বলে জানিয়েছে আইএসপিআর। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, গত সোমবার দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিরীহ নাগরিক হতাহত হন। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে তৎপরতা চালানো হয়।

উদ্ধার কার্যক্রম চলাকালে দুর্ঘটনাস্থলে উত্সুক জনতার ব্যাপক ভিড় দেখা দেয়, যা ইভাকুয়েশন ও রেসকিউ কার্যক্রমকে বারবার ব্যাহত করে।

সেনাবাহিনীর সদস্য এবং মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবকরা বারবার অনুরোধ করলেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঘটনাস্থল ত্যাগ না করায় সময়মতো আহতদের সরিয়ে নেওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। এতে প্রাণহানির ঝুঁকিও বৃদ্ধি পায়। সেনা সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এই উদ্ধার কার্যক্রমে নিয়োজিত ১৪ জন সেনা সদস্য শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

আইএসপিআর আরো জানায়, উদ্ধার কার্যক্রম চলাকালে বিকেলের দিকে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু উত্সুক জনতা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধারকাজে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

ফলে একদল উত্সুক জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে ভুল-বোঝাবুঝি ও বাদানুবাদের সৃষ্টি হয়, যা এক পর্যায়ে একটি অনভিপ্রেত ঘটনার অবতারণা করে।

বাংলাদেশ সেনাবাহিনী ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তে দোষী প্রমাণিত সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থেকে পেশাদারি ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য

শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন, ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন, ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজধানীর শেওড়াপাড়ার একটি চারতলা আবাসিক ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে আধাঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে দক্ষিণ শেওড়াপাড়ার ৫৩২ নম্বর ভবনের আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

৭টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয়। মিরপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. আফজাল হোসেন কালের কণ্ঠকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চার হাজার ৫০০ বর্গফুটের ওই ফ্ল্যাটে আগুন লাগে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ