প্রাণীর মধ্যে কুকুর খুবই প্রভুভক্ত। কখনো বিশ্বাসঘাতকতা করে না। এমনকি বিপদের মুহূর্তে কখনো ছেড়ে চলে যায় না। প্রভুর জন্য এরা যেমন প্রাণ দিতে পারে, তেমনি কারো প্রাণ নিতেও পারে।
মানুষ ও কুকুরের অনন্য বন্ধন
রফিকুল আলম, ধুনট (বগুড়া)

ভালোবাসা ছাড়া কুকুর ও প্রভুর মধ্যে দেওয়া-নেওয়ার আর কোনো সম্পর্ক নেই। যাঁকে প্রভু হিসেবে দেখা যায় তিনি নিজে এক ভবঘুরে।
ভবঘুরে এই বন্ধুটি হলেন পিয়াস। এ ছাড়া যুবকটির আর কোনো পরিচয় জানা যায় না।
শেরপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. রায়হান আলী কালের কণ্ঠকে বলেন, প্রায় ১৫ দিন আগে তাঁর কার্যালয় এলাকায় পিয়াস নামের এই যুবকের আবির্ভাব ঘটে। পিয়াস নাম ছাড়া কোনো কিছুই বলতে পারেন না তিনি। তাঁর সঙ্গে রয়েছে বেওয়ারিশ ৩০টি কুকুর। কুকুরগুলোর চলাফেরায় মনে হয় পিয়াস ওদের প্রভু। এসব কুকুরকে সাধ্যমতো সেবাযত্ন করেন পিয়াস।
ডা. রায়হান বলছিলেন, মানবিক দিক বিবেচনা করে তাঁর দপ্তরের একটি পরিত্যক্ত কক্ষে পিয়াস ও কুকুরগুলোর থাকার ব্যবস্থা করে দেন তিনি। শীত নিবারণের জন্য গরম কাপড়ের ব্যবস্থাও করে দিয়েছেন। এ ছাড়া প্রতিদিন পিয়াস ও কুকুরের খাবারের জন্য সামান্য পরিমাণ টাকাও দেন তিনি। পিয়াসও সারা দিন বাইরে ঘুরে, চেয়ে-চিন্তে টাকা আনেন। সেই টাকায় খাবার কিনে ঘরে ফিরে নিজে খান এবং কুকুরগুলোকেও খাওয়ান।
এ বিষয়ে কলামিস্ট রেজাউল হক মিন্টু কালের কণ্ঠকে বলেন, ‘পোষা প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা নতুন নয়। আদিম যুগ থেকে মানুষ যখন বন্য পশুকে পোষ মানিয়েছে, তখন থেকেই এ সম্পর্কের সূচনা। তবে মানুষের মতো কৌশলী নয় বলেই ভালোবাসার প্রতিদানে পোষা প্রাণীর
নিবেদন বা আত্মত্যাগের কাহিনিগুলো হৃদয় ছুঁয়ে যায়।’
সম্পর্কিত খবর

ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩৯১
নিজস্ব প্রতিবেদক

এক দিনে আরো ৩৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে রোগটিতে একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ হাজার ৪৬০ জন ও মৃত্যু হয়েছে ৫৫ জনের।
গত এক দিনে হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৮৩ জন, ঢাকার বাইরে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২৮ জন, এরপর রাজশাহীতে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগে (মহানগরীর বাইরে) ৩৯ জন, খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন ও রংপুর বিভাগে দুজন। সিলেট বিভাগে কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি।
মাসওয়ারি হিসাবে জানুয়ারিতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় এক হাজার ১৬১ ও মারা যায় ১০ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ ও মৃত্যু তিন, মার্চে আক্রান্ত ৩৩৬ জন, এই মাসে কোনো মৃত্যু নেই। এপ্রিলে আক্রান্ত ৭০১ ও মৃত্যু সাত, মে মাসে আক্রান্ত এক হাজার ৭৭৩ ও মৃত্যু তিনজনের। জুন মাসে আক্রান্ত পাঁচ হাজার ৯৫১ ও মৃত্যু ১৯ জনের। চলতি মাসে এ পর্যন্ত আক্রান্ত চার হাজার ১৬৪ ও মৃত্যু ১৩ জনের।

সীমান্তে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা আটক
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন। গতকাল শনিবার সকাল সোয়া ৮টার দিকে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে বিজিবির তামাবিল বিওপির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি সদস্যরা মুখলেছুর রহমান সুমনকে সিলেটের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেন। জানা গেছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা মোখলেছুর রহমান সুমনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

ছাত্রদল থেকে ৯ নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) সংলগ্ন এলাকায় সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। নৃশংস এ ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিচার দাবিতে দেশজুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফলে গত শুক্র ও শনিবার দুই দিনে সংগঠনের প্রতি ক্ষোভ ও হতাশা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শাখা কমিটির ৯ জন নেতাকর্মীর পদত্যাগের খবর পাওয়া গেছে।
পদত্যাগকারী নেতাকর্মীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সায়ীদ, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত, একই শাখার আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান রানা, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহসভাপতি রাসেল মিয়া।
এ ছাড়া ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া, গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. জাহিমুর রহমান জিসান ও সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান এবং সিলেটের চুনারুঘাট ছাত্রদল ৯ নম্বর রানীগাঁও শাখার পূর্ণাঙ্গ কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম ইমরুল পদত্যাগের ঘোষণা দেন।

সংক্ষিপ্ত
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি বলেন, রাত ৯টা ৫৮ মিনিটের দিকে দুষ্কৃতকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।