শরীরের নানা সমস্যা চোখে প্রতিফলিত হয়। চিকিৎসকরা এ কারণে চোখ দেখেই বহু রোগের লক্ষণ নির্ণয় করতে পারেন। এ লেখায় দেওয়া হলো চোখের তেমন ৯টি লক্ষণ। আপনার চোখে যদি এর কোনো একটি লক্ষণও দেখা যায়, তাহলে দেরি করবেন না।
চোখের যে ৯ লক্ষণ হেলাফেলা করবেন না

১. চোখে ছোট লাল দাগ : চোখের সাদা অংশে যদি বিন্দু বিন্দু রক্ত জমে লাল দাগ তৈরি হয় তাহলে তা অবহেলা করবেন না। এটি হতে পারে ডায়াবেটিসের লক্ষণ। এটি হতে পারে সিডিসির একটি লক্ষণ, যা প্রচুর মানুষের হয়ে থাকে।
২. রক্ত জমাট বাঁধা : চোখে বিভিন্ন সমস্যার কারণে কিছুটা বড় আকারে রক্ত জমাট বাঁধার মতো চিহ্ন দেখা যায়। এটি হতে পারে মারাত্মক কাশি থেকে শুরু করে ফাঙ্গাস সংক্রমণের কারণেও।
৩. চোখে চুলকানি : অ্যালার্জি থাকলে প্রায়ই তা চোখে চুলকানির সৃষ্টি করে।
৪. শুষ্ক চোখ : নানা ওষুধের প্রতিক্রিয়ায় চোখের শুষ্কতা আসতে পারে।
৫. কাছের জিনিস দেখতে সমস্যা : অনেক মানুষই বয়স হলে এ সমস্যায় আক্রান্ত হয়। তবে তা ঠিকঠাক ব্যবস্থা নিলে একটা নির্দিষ্ট পর্যায়ে দীর্ঘদিন আটকে রাখা যায়। কিছু ওষুধের প্রতিক্রিয়ায়ও এ সমস্যা হতে পারে।
৬. ঝাপসা দৃষ্টি : চোখের নানা সমস্যার কারণে দৃষ্টি ঝাপসা হতে পারে। তবে যাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে, তাদের এ সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
৭. হঠাৎ আলোর ঝলকানি দেখা : রেটিনার মারাত্মক সমস্যার একটি লক্ষণ হতে পারে এটি। যদি এ সমস্যার সঙ্গে চোখে ছায়া দেখা যায় তাহলে তা রেটিনা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার লক্ষণ। এ ধরনের সমস্যায় অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৮. চোখে ব্যথা : চোখের সামান্যতম ব্যথার মতো সমস্যায়ও চিকিৎসক দেখিয়ে নেওয়া ভালো। কারণ চোখের ডাক্তাররা বিভিন্ন লক্ষণ দেখে আগেভাগেই কয়েক ধরনের ক্যান্সার নির্ণয় করতে পারেন। এর মধ্যে রয়েছে ব্রেন টিউমার। আপনি আয়নায় দেখে কোনোভাবেই এ লক্ষণগুলো বুঝতে পারবেন না।
৯. সাদা বৃত্ত : চোখের চারপাশে যদি সাদা বা হলদেটে বৃত্ত দেখা যায় তাহলে তা কোলেসটেরলের একটি লক্ষণ। এমনটা দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
বিজনেস ইনসাইডার অবলম্বনে ওমর শরীফ পল্লব
সম্পর্কিত খবর

সংক্ষিপ্ত
লন্ডন মেট্রোপলিটন ভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি করবে না
কালের কণ্ঠ ডেস্ক

যুক্তরাজ্যের অভিবাসননীতিতে কড়াকড়ি আরোপের ফলে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো তাদের আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগ কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। এর ফলে বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীরা উল্লেখযোগ্য নতুন বাধার সম্মুখীন হচ্ছেন। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি এ বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়ে ঘোষণা করেছে বাংলাদেশ থেকে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি করবে না। যুক্তরাজ্যের বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট (বিসিএ) থ্রেশহোল্ডে (যা একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা করার ক্ষমতা নির্ধারণ করে) প্রত্যাশিত পরিবর্তনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিক্ষাঙ্গন

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদ আহমদ সোবহানী। প্রধান অতিথি ছিলেন রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা।

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফজলে রাব্বি সুমন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে রায়েরবাজারের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন ভোলার বশির উদ্দিনের ছেলে।
বশির উদ্দিন কালের কণ্ঠকে জানান, সকালে স্ত্রীকে নিয়ে বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে বোন তানিয়ার বাসায় বেড়াতে যান সুমন। হঠাৎ একটি ফোন কল পেয়ে কারো সঙ্গে দেখা করতে বাইরে যান।
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। ছিনতাই, নাকি পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হতে পারে। মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আতঙ্কে বাংলাদেশি গ্রামবাসী
- মায়ানমার সীমান্তে গোলাগুলি
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মায়ানমার সীমান্তের ৪৪, ৪৫, ৪৬, ৪৮ ও ৪৯ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের বিপরীতে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাকঢালা সীমান্ত পয়েন্টগুলোতে গোলাগুলির ঘটনা ঘটে।
সীমান্তবর্তী এলাকায় মায়ানমারের সরকারি বাহিনীর দৃশ্যমান উপস্থিতি না থাকলেও অভ্যন্তরীণ সশস্ত্র সংঘর্ষের কারণে গোলাগুলির ভয়াবহ শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছে সীমান্তের কাছাকাছি বসবাসরত একাধিক স্থানীয় বাসিন্দা।
স্থানীয় লোকজন জানায়, মায়ানমারে বর্তমানে সক্রিয় বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির বিরুদ্ধে আরো কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপ একজোট হয়েছে। এই গ্রুপগুলোকে মায়ানমারের জান্তা বাহিনী নানাভাবে সহযোগিতা করছে বলেও দাবি করছে অনেকে। ফলে সংঘাতের মাত্রা বেড়ে যাচ্ছে।
সীমান্তের ঘুমধুম, দোছড়ি ও চাকঢালার আশপাশের জনপদের মানুষ এই অস্থিরতার মাঝে দিন যাপন করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘কক্সবাজার ৩৪ বিজিবির অধীন চাকঢালা সীমান্ত পিলার এলাকায় ওপারে মায়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছি। শনিবার সকাল ১১টার দিকে একটি গুলির খোসা বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। এতে ওই এলাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ইউএনও জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয়দের প্রতি ধৈর্য ও সচেতনতা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।