আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী (সদ্য পদত্যাগকারী) ইকরামুল হক টিটু ২৩ দফা ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল রবিবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন টেবিল ঘড়ি প্রতীকের এই প্রার্থী।
শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে টিটু বলেন, তিনি গত প্রায় পাঁচ বছর মেয়র হিসেবে নগরবাসীর কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। উল্লেখযোগ্য বেশ কিছু কাজ তিনি হাতে নিয়েছেন।
এগুলো হলো—সড়ক ও মোড় প্রশস্তকরণ, তিনটি বাস টার্মিনাল ও একটি ট্রাক টার্মিনাল নির্মাণ, শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ, নগর ভবন নির্মাণ, নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ, নগরীর খালগুলো খনন ও সংস্কার প্রভৃতি। দায়িত্ব গ্রহণের ছয়-সাত মাসের মাথায় করোনা পরিস্থিতি মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে তিনি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছেন।
ঘোষণা করা ইশতেহারে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—যানজট নিরসনে সিটি করপোরেশনের আওতাভুক্ত সড়কগুলো প্রশস্ত করা; ওভারপাস বা ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহণ; নগরীর খালগুলো দখলমুক্ত করা ও জলাবদ্ধতা নিরসন; হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে নাগরিক সেবার মান বৃদ্ধি; ট্রেড লাইসেন্স ফি যুক্তিসংগত ও সহনীয় পর্যায়ে রাখা; মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্মীয়মাণ প্লান্টের কাজ দ্রুত বাস্তবায়ন; বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা; স্বাস্থ্যসেবার লক্ষ্যে চলমান চারটি নাগরিক সেবাকেন্দ্রের পরিধি বৃদ্ধি ও দুটি নির্মীয়মাণ হাসপাতাল দ্রুত সম্পন্ন করা; মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে রক্ষার উদ্যোগ গ্রহণ; সিটি করপোরেশনের সেবাসমূহ ডিজিটাইজেশন করা; নারী-তরুণদের নানাবিধ প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি এবং ময়মনসিংহ নগরীকে শিল্পনগরী ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমীন কালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব. সিরাজুল ইসলাম, আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ।
মানবিক কুমিল্লা গড়তে চান কায়সার
কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে সবার আগে নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপিপন্থী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার। নির্বাচনী ইশতেহারে কায়সার বলেছেন, তিনি গরিব-ধনী সবার জন্য আধুনিক ও মানবিক কুমিল্লা নগরী গড়তে চান।
গতকাল রবিবার বিকেলে নগরীর ধর্মসাগরপাড়ের নিজ কার্যালয়ে এই ইশতেহার ঘোষণা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কায়সার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর, জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের শতাধিক নেতা।
ইশতেহারে নগরীর যানজট ও জলাবদ্ধতা নিরসন, কুমিল্লা নগরীতে প্রবেশ-নির্গমনের জন্য পদুয়ার বাজারে ফ্লাইওভার, টমছমব্রিজে আন্ডারপাস নির্মাণ এবং গুরুত্বপূর্ণ সড়কের ইন্টারসেকশনে ফুট ওভারব্রিজ নির্মাণ, আইসিটি ক্লাব স্থাপন, সুশিক্ষার ব্যবস্থা, ২৪ ঘণ্টা অনলাইন স্বাস্থ্যসেবা, স্বল্প আয়ের মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান; পর্যটন ও বিনোদনে সুবিধা বৃদ্ধি, নগরীতে পরিচ্ছন্ন পরিবেশ, সবার জন্য আবাসন, দুর্নীতি দূরীকরণ, জন্ম-মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স এবং অন্যান্য সব ধরনের সেবা তাত্ক্ষণিক প্রদানের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু; দুর্যোগকালীন সরকারের পাশাপাশি সিটি করপোরেশন থেকে খাদ্য-ত্রাণ সহায়তা; মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমিয়ে আনা, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়নসহ নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
কায়সার বলেন, ‘উন্নয়নের নামে দুর্নীতি আর লুটপাট ও অপরিকল্পিত নগরায়ণ এবং ওয়ার্ডভিত্তিক উন্নয়নের বৈষম্য আজ দৃশ্যমান। তাই আমার প্রথম বিবেচনায় নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে সবার আগে, মানুষের অধিকার থাকবে সুরক্ষিত। কুমিল্লা বিনোদন এবং পর্যটন আকর্ষণের অন্যতম একটি স্থান। এ লক্ষ্যে নগরীর অন্তত পাঁচটি স্থানে বিনোদনপাড়া গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।
যেখানে দেশি-বিদেশিরাও আকৃষ্ট হবেন।’