ঢাকা, শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মহররম ১৪৪৭

দলিত সম্প্রদায় এখনো অচ্ছুত!

  • আশ্বাসেই ঠেকে আছে ‘বৈষম্য বিলোপ আইন’
শাখাওয়াত হোসাইন
শাখাওয়াত হোসাইন
শেয়ার
দলিত সম্প্রদায় এখনো অচ্ছুত!

নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামের বাসিন্দা দীপক রবিদাস। বাবা কালা রবিদাস পেশায় মুচি। দাদাও করতেন জুতা সেলাইয়ের কাজ। পশুর চামড়া সংগ্রহ করে লবণজাত করার কাজও করেন দীপক।

প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়ই সহপাঠী ও প্রতিবেশীদের আচরণে বুঝতে পারেন তিনি সমাজের মূলধারা থেকে কত বিচ্ছিন্ন! মোটামুটি অবস্থাপন্ন মুসলমান বা উচ্চবর্ণের হিন্দু ঘরের কোনো শিশুই মিশতে চাইত না তাঁর সঙ্গে। মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত পড়ালেখা করলেও মুচির কাজ ছাড়া তেমন কিছু মাথায় আসেনি দীপকের। শুধু দীপক নন, তাঁর গ্রামের বাসিন্দাসহ সারা দেশের দলিতদের মনস্তাত্ত্বিক গঠন অনেকটা এমনই। শুধু কি তাই! দেশের অনেক অঞ্চলের দলিত সম্প্রদায়ের মানুষদের চায়ের দোকান, রেস্তোরাঁ, বিয়ে বাড়িতেও প্রবেশ করতে দেওয়া হয় না।
জলবায়ুর করাল গ্রাসে বিপর্যস্ত দেশের দক্ষিণাঞ্চলের দলিতরাও নানাভাবে নিষ্পেষিত। দীর্ঘদিন ধরে সামাজিক বঞ্চনা, অস্পৃশ্যতা, প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে বৃত্তের বাইরে গিয়ে চিন্তা করতেই ভুলে গেছে ‘নিচু বর্ণের হিন্দু’ তথা ‘দলিত’ সম্প্রদায়।

সারা দেশের প্রায় ৬৫টি জনগোষ্ঠী দলিত হিসেবে চিহ্নিত। অস্পৃশ্যতা, সামাজিক বৈষম্য, চাকরিতে সুযোগ কম পাওয়া, শিক্ষা ও দরিদ্রতা দিন দিন আরো পশ্চাৎপদ করছে দলিত জনগোষ্ঠীকে।

দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ দলিত সম্প্রদায়কে এগিয়ে নেওয়ার জন্য বেশ কিছু অনুসরণীয় পদক্ষেপ নিলেও বৈষম্য কমাতে বৈষম্য বিলোপ আইনটিও পাস করতে পারেনি সরকার। সাংবিধানিকভাবে সব নাগরিকের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা বলা হলেও নানা প্রতিশ্রুতি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে আইনটি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ৬৫ লাখ দলিত জনসংখ্যা আমলে নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন অধিকারকর্মীরা।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের (বিডিইআরএম) সাংগঠনিক সম্পাদক ভিমপাল্লী ডেভিড রাজু কালের কণ্ঠকে বলেন, ‘সব এলাকার দলিতরাই নিষ্পেষিত। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান কোনো দিক থেকেই স্বস্তিতে নেই দলিত সম্প্রদায়।

১৪টি বিশ্ববিদ্যালয়ে কোটা থাকলেও প্রাথমিক বিদ্যালয়েই অধিকাংশ শিশু ঝরে যায়। উত্তরাঞ্চলের দলিতরা চরম অস্পৃশ্যতার শিকার। দলিতদের বাদ দিয়ে সরকারের এসডিজির লক্ষ্য অর্জন ব্যাহত হতে পারে।’

জানা গেছ, সারা বিশ্বে দলিত জনগোষ্ঠীর সংখ্যা ২৬ কোটি। এর মধ্যে ২১ কোটি বাস করে দক্ষিণ এশিয়ায়। আর এই দক্ষিণ এশিয়াতেই দলিতরা সবচেয়ে বেশি নিষ্পেষিত এবং নিগৃহীত বলে জানা গেছে। বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর সঠিক সংখ্যা নিয়ে রয়েছে ধোঁয়াশা। দলিত অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বাংলাদেশে ৬৫ লাখ দলিতের কথা বলে আসছে। কিন্তু জনমিতিতে দলিত জনগোষ্ঠী সম্পর্কে কোনো তথ্য না থাকায় তাদের সঠিক সংখ্যা নেই সরকারের কাছে। সংখ্যা যাই হোক, দলিত জনগোষ্ঠী সম্পর্কে দেশে প্রথমবারের মতো ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে তাদের কথা উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর ২০১০ সালে দলিতদের জীবনমান উন্নয়নে আলাদা অর্থও বরাদ্দ দেওয়া হয়।

পরবর্তী সময়ে ২০১০-১১ অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির মাধ্যমে দলিত, হরিজন এবং বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ শুরু করে সরকার। ওই সময় দলিতদের নিয়ে আলাদাভাবে কর্মসূচি নিলেও অদৃশ্য কারণে বর্তমানে দলিত শব্দটি ব্যবহার করা থেকে বিরত রয়েছে সরকার। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে দলিতদের জন্য আলাদা বরাদ্দ না দিয়ে ‘অনগ্রসর জনগোষ্ঠী’ নামে বরাদ্দ দেওয়ার রেওয়াজ শুরু হয়। ফলে দলিতদের প্রতি বৈষম্য আরো বেড়েছে বলে মনে করছেন দলিত অধিকারকর্মীরা।

এদিকে বাংলাদেশের সংবিধানের ১৪, ২৭, ২৮ নম্বর অনুচ্ছেদে সুস্পষ্টভাবে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ বা জন্মস্থানের কারণে কোনো ব্যক্তির প্রতি বৈষম্য করা যাবে না বলে উল্লেখ রয়েছে। কিন্তু সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় বৈষম্যের শিকার ব্যক্তির পক্ষে আদালতের আশ্রয় নেওয়া কঠিন। দেশের বিভিন্ন অঞ্চলে বৈষম্য ও অস্পৃশ্যতার শিকার হলেও বিচারের আশ্রয় নিতে পারে না তারা। এ ছাড়া আইন না থাকার কারণে থানায় মামলা করার হারও অনেক কম। জাতীয় মানবাধিকার কমিশন এবং আইন কমিশন দলিত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে বৈষম্য বিলোপ আইনের খসড়া তৈরি করেছে। খসড়া আইনটি বর্তমানে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে রয়েছে বলে জানা গেছে। জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সভা-সেমিনারে আইনটি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। কিন্তু এখন পর্যন্ত আইনটি আলোর মুখ দেখেনি।

বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘অর্থনৈতিক এবং সামাজিকভাবে বৈষ্যমের শিকার দলিত জনগোষ্ঠী। চুয়াডাঙ্গা, পঞ্চগড়, দিনাজপুরসহ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে অস্পৃশ্যতার বিষয়টি প্রকট। খসড়া তৈরি হলেও বৈষম্য বিলোপ আইনটি এখনো পাস হয়নি সংসদে।’

আইনমন্ত্রী আনিসুল হক কালের কণ্ঠকে বলেন, ‘বৈষম্য বিলোপ আইনটির খসড়া তৈরি হয়েছে। তবে এর বেশ কয়েকটি বিষয় এখনো আমাদের বিবেচনার মধ্যে রয়েছে। আইনটি অবশ্যই পাস করা হবে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার
আবুল বারকাত

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করেছে।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আবুল বারকাতের বিরুদ্ধে দুদকের মামলা থাকায় ধানমণ্ডির ৩ নম্বর সড়কের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ শুক্রবার তাঁকে দুদকে সোপর্দ করা হবে।

আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি  বিভাগের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের অবৈতনিক প্রধান উপদেষ্টা।

টানা দুইবার তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন। তাঁর জন্ম কুষ্টিয়া শহরে। বাবা আবুল কাশেম ছিলেন স্বনামধন্য চিকিত্সক।

অ্যাননটেক্স গ্রুপের নামে ২৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২০ ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়। তাঁদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত।

দুদকের মামলার অন্য আসামিরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, সাবেক সহকারী পরিচালক ইসমত আরা বেগম, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম আজাদ, সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ, মো. ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দিপু, আর এম দেবনাথ, মো. আবু নাসের, সঙ্গীতা আহমেদ, নিতাই চন্দ্র নাথ এবং অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনূস বাদল।

মামলার এজাহারে বলা হয়, আতিউর রহমান, আবুল বারকাত এবং তাঁর সহযোগীরা বিভিন্ন অনৈতিক উপায়ে ওই অর্থ আত্মসাৎ করেছেন। তবে ২০২২ সালে ঋণ অনিয়ম নিয়ে দুদকের তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তখন মামলার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর জনতা ব্যাংকের চেয়ারম্যান করা হয় আবুল বারকাতকে। ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি পাঁচ বছর এই পদে দায়িত্ব পালন করেন।

 

মন্তব্য

বাঁশ শিল্পের প্রদর্শনী

শেয়ার
বাঁশ শিল্পের প্রদর্শনী
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে বাঁশ শিল্পের প্রদর্শনী। প্রদর্শনীতে পছন্দের জিনিস দেখছেন দর্শনার্থীরা। গতকাল তোলা। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

যানজট

শেয়ার
যানজট
ঢাকা-সিলেট মহাসড়কে ৩৪ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত এই যানজট শুরু হয় গত বুধবার রাতে। গতকাল দুপুর পর্যন্ত যানজট অব্যাহত ছিল। ছবি : ফোকাস বাংলা
মন্তব্য

চট্টগ্রামে নারীকে ১১ টুকরা করে হত্যা স্বামী পলাতক

    দেশজুড়ে অপঘাতে মৃত্যু ৮
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
চট্টগ্রামে নারীকে ১১ টুকরা করে হত্যা স্বামী পলাতক

চট্টগ্রামে এক নারীকে ১১ টুকরো করে স্বামী পালিয়ে গেছে। এছাড়া দেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের অপঘাতে ৮ ব্যক্তি মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার পাহাড়িকা হাউজিং সোসাইটির এক বাসায় ফাতেমা বেগম (৩২) নামের এক নারীকে ১১ টুকরা করে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর থেকে তাঁর স্বামী মো. সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

পুলিশ ধারণা করছে, স্ত্রীকে খুন করে পালিয়ে গেছেন স্বামী। বুধবার রাত ১টার দিকে আর কে টাওয়ার নামের একটি ভবনের দশম তলায় এই ঘটনা ঘটে। নিহত ফাতেমার স্বামী মো. সুমন পেশায় গাড়িচালক।

বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোহাম্মদ মাহফুজ হাসান সিদ্দিকী কালের কণ্ঠকে বলেন, ১০ বছর আগে ফাতেমার সঙ্গে সুমনের বিয়ে হয়েছিল।

তাঁদের আট বছর বয়সী একটি ছেলে আছে। ঘটনার সময়ে শিশুটি আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাতে তাঁকে খুন করা হয়েছে।
তাঁর পুরো শরীর ক্ষতবিক্ষত করার পর কেটে ১১ টুকরা করা হয়। তিনি আরো বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমাকে খুনে ছুরি ও চাপাতি ব্যবহার করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশ কেটে টুকরা টুকরা করা হয়েছে। হাড় থেকে মাংস কেটে ফেলা হয়েছে। ১১টি টুকরা করে ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে গেছে খুনি।

রাউজান : চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সেলিম উদ্দিনকে গুলি করে হত্যার পাঁচ দিনের মাথায় এবার তাঁর ঘনিষ্ঠ সহযোগী যুবদলকর্মী দিদারুল আলম নুংকুর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটির কাউখালী উপজেলার পশ্চিম বেতবুনিয়ার লুঙ্গিপাড়া এলাকার পাহাড়ি চরা থেকে তাঁর মরদেহ পাওয়া যায়। বুধবার রাত সাড়ে ৯টায় বাড়ি থেকে বের হওয়ার পর প্রায় সাড়ে ১৫ ঘণ্টার পর তার এ মরদেহ উদ্ধার হয়। নুংকুর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সমশের পাড়ায়। তিনি মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

যশোর : যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোষনগর গ্রামে স্টিলের বাক্সের ভেতর থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে নির্মমভাবে হত্যা করে নিজ ঘরের কাপড়ের বাক্সে লুকিয়ে রাখা হয় বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নিহতের স্বামী তপন দেবনাথকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে ৯ জুলাই রাত ১১টার দিকে। নিহত সুচিত্রা দেবনাথ বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তপন দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে ঢেনা মুর্মু (৫৫) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তির পানিতে ভাসমান প্রায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাচোল সদর ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামের বুদ্ধাই মুর্মুর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢেনা মুর্মু গত সোমবার (৭ জুলাই)   সকাল ১১টার দিকে একই ইউনিয়নের প্রায় ৬ কিলোমিটার দূরের  ঝিকরা গ্রামে তাঁর নাতনির বিয়ের অনুষ্ঠান শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে বুধবার (৯জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঝিকড়া গ্রামসংলগ্ন একটি বিলের কচুরিপানার মধ্যে ঢেনার ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকাসক্ত  ছেলে  মাহাবুর ইসলাম বাবু (২৮) মারধর ও ইট দিয়ে আঘাত করে মা হেনা বেগমকে আহত করে। স্ত্রীকে রক্ষা করতে গেলে বাবা শিশ মোহাম্মদকে গলাটিপে শ্বাসরোধে হত্যাচেষ্টার পর স্বজন ও প্রতিবেশীদের প্রহারে বাবু নিহত হন। নিহত বাবুর বাড়ি রানীহাটী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রামচন্দ্রপুরহাট বগিপাড়া গ্রামে। অভিযোগ রয়েছে, বাবু মাদক সেবনের টাকার জন্য দীর্ঘদিন যাবৎ পরিবারের সদস্যদের নানাভাবে অত্যাচার করে আসছিল।

পীরগঞ্জ : রংপুরের পীরগঞ্জ উপজেলায় আখিরা নদী থেকে আক্তার প্রধান সুজন (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার আখিরা নদীতে ভাসমান অবস্থায় কাপড়বিহীন লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত আক্তার প্রধান সুজন উপজেলার থানাপাড়া  গ্রামের বাসিন্দা।

ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের বসতঘর থেকে এক তরুণের গলা কাটা ও ক্ষতক্ষিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই সময় লাশটি ছিল খাটের ওপর মশারির নিচে। প্রতিবেশীরা জানিয়েছে রাতে বন্ধুদের নিয়ে ওই তরুণ মা-বাবাহীন ঘরে আড্ডায় মত্ত ছিল।  নিহত মো. রাকিবুল ইসলাম (১৯) ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাটুলিয়া গ্রাম থেকে জুবায়ের (১৯, রাকিব মিয়া (২১) ও কাউসার (১৮) নামে তিন তরম্নণকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে শালবনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড় গোবিন্দপুর বিন্নার চালা ফুটবল খেলার মাঠের পাশে শাল বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক (৪০)। তার পরনে জিন্সের প্যান্ট ও খয়েরি রঙের টি শার্ট ছিল।

টঙ্গী : ফ্লাইওভার থেকে টঙ্গীতে নামার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত মাহফুজুর রহমান (২১) বরিশাল সরকারি হাতেম আলী কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। বুধবার (৯ জুলাই)  রাত ১২ টার পর  ঢাকা-ময়মনসিংহগামী মহাসড়কের আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে টঙ্গীর সেনা কল্যাণ ভবনগামী সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। লেখাপড়ার পাশাপাশি তিনি টঙ্গী পূর্ব থানাধীন ব্লু ফ্যাশনে শ্রমিক হিসেবে কাজ করতেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ