বইমেলার তৃতীয় দিনটি ছিল কবিতার, দেশ-বিদেশের কবিদের। বইমেলা আন্তর্জাতিক না হলেও, বিদেশের স্টল না থাকলেও গতকাল বুধবার যেন রূপ নিয়েছিল আন্তর্জাতিক বইমেলায়। অমর একুশে এবং বাংলা একাডেমির হীরক জয়ন্তী উদ্যাপন উপলক্ষে এদিন বাংলা একাডেমিতে স্লোভাকিয়া, মরক্কো, সুইডেন, তাইওয়ান, যুক্তরাজ্য, ভারত ও বাংলাদেশের কবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দিনব্যাপী আন্তর্জাতিক কবিতা উৎসব। এ উৎসবে অংশ নিতেই ছুটে এসেছিলেন ভিনদেশের বরেণ্য কবিরা।
কবিতা-রঙিন দিন
নওশাদ জামিল

একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সকাল ১০টায় উৎসবের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বাংলা কবিতার অতীত ও সাম্প্রতিক ধারা বিষয়ে প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশের কবি মুহম্মদ নূরুল হুদা। জীবনানন্দ দাশের কবিতা অনুবাদের অভিজ্ঞতা বর্ণনা করেন ব্রিটিশ কবি ও জীবনানন্দ গবেষক জো উইন্টার। এ অধিবেশনে সভাপতিত্ব করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
মুহম্মদ নূরুল হুদা তাঁর প্রবন্ধে বলেন, ‘বাংলাদেশের কবিতা চল্লিশের দশক থেকে সাম্প্রতিক শূন্য দশক পথ পেরিয়ে বিশ্বকবিতার ধারায় ক্রমেই সাবলীলভাবে যুক্ত হয়েছে।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এ দেশের কবিতার এক বড় প্রভাবক। নানা ধরনের নিরীক্ষাকে আলিঙ্গন করে আমাদের কবিতা মানুষের মুক্তির অঙ্গীকার ধারণপূর্বক নতুন দিকে ধাবিত হচ্ছে।
জো উইন্টার তাঁর বক্তৃতায় বলেন, বাঙালি কবি জীবনানন্দ দাশ মানুষের মনের ধূসর অঞ্চলে তাঁর কবিতার আলো ফেলেছেন, যা বাংলার সীমানা পেরিয়ে বিশ্বপাঠককে আকৃষ্ট করেছে।
এ অধিবেশনে কবিতা পাঠে অংশ নেন সুইডেনের কবি বেনৎ বার্গ, স্লোভাকিয়ার কবি মিলান রিচার, মরক্কোর কবি বেনাইসা বোমালা, নরওয়ের কবি এরলিং কিতেনসেন, তাইওয়ানের কবি লি কুই-শিন, লিন ফো-অর, লি রিও-ইয়াং, ড. ফাং ইয়া-চিন, তাই চিন-চো, চিন জিউ-জেন, নেপালের কবি বিধান আচার্য, চেট নাথ ক্যানেল প্রমুখ।
সৈয়দ শামসুল হক সভাপতির বক্তব্যে বলেন, ‘ভাষা আমাদের বিভক্ত করে আর কবিতা আমাদের একতাবদ্ধ করে। কবিতার শুদ্ধ শব্দে আমরা জীবন চলার আলো সঞ্চয় করি। চেক থেকে বাংলাদেশ— সব জায়গাতেই গণহত্যার মতো ভয়াবহ অভিজ্ঞতার ভেতর দিয়ে কবিদের যেতে হয়েছে।
বিকেল ৪টায় মেলার মূলমঞ্চে কবিতা উৎসবের দ্বিতীয় অধিবেশনে কবিতা পাঠে অংশ নেন সুইডেনের কবি লার্স হেগার, লত্তে সেদেরহোলম, ভারতের কবি রাসবিহারী দত্ত ও আনসার উল হক, বাংলাদেশের কবি রুবী রহমান, কবি আলতাফ হোসেন, হাবীবুল্লাহ সিরাজী, মুহাম্মদ সামাদ, আনোয়ারা সৈয়দ হক, অসীম সাহা, জাহিদুল হক, শিহাব সরকার প্রমুখ। এই অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কবি সৈয়দ শামসুল হক। সভাপতিত্ব করেন কবি হাবীবুল্লাহ সিরাজী। অধিবেশন সঞ্চালনা করেন কবি মুহাম্মদ সামাদ।
সভাপতির বক্তব্যে কবি হাবীবুল্লাহ সিরাজী বলেন, অমর একুশে এবং বাংলা একাডেমির হীরক জয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত দিনব্যাপী আন্তর্জাতিক কবিতা উৎসব আয়োজন করে বাংলা একাডেমি বিভিন্ন মহাদেশের কবিদের মেলবন্ধনের সুযোগ করে দিয়েছে।
কবিতা উৎসব শেষে সন্ধ্যার দিকে জাগৃতি প্রকাশনীর স্টলের সামনে যেতেই দেখা গেল বেশ ভিড়। সেখানে এসেছেন কিছুদিন আগে মৌলবাদীদের হামলায় নিহত প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তাঁকে দেখামাত্র গণমাধ্যমকর্মীরা ঘিরে ধরেন। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, ‘বাংলা একাডেমি বিদেশ থেকে এত লোক নিয়ে আসে, মূল মঞ্চে কত বুদ্ধিজীবী কত বক্তব্য দেন, অথচ তাঁদের কেউই দীপন-অভিজিৎ বা খুন হওয়া ছেলেদের সম্পর্কে কিছু বলেন না। মিথ্যার পতাকা হাতে নিয়ে সবাই। আমি সত্য বলতে এসেছি। সত্য প্রকাশের যন্ত্রণা আছে।’ দুঃখ করে তিনি বলেন, ‘আমার ছেলে মারা গেছে, এ নিয়ে আমার যন্ত্রণা আছে। আসলে সত্য প্রকাশের যন্ত্রণা আছে। বুদ্ধিজীবীরা যদি মারা যাওয়া এই সোনার ছেলেদের নাম উচ্চারণ না করেন তাহলে তাঁরা কিভাবে প্রগতিশীল হন?’
বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে জানা যায়, গতকাল মেলায় নতুন বই এসেছে মোট ৬৩টি। এর মধ্যে উল্লেখ্যযোগ্য চারটি বইয়ের তথ্য-পরিচিতি তুলে ধরা হলো।
সেরা দশ গল্প : বইটির লেখক জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তিনি আমাদের কথাসাহিত্যের উজ্জ্বলতম নাম। তাঁর অসংখ্য গল্পের মধ্য থেকে ১০টি গল্প বাছাই করে এ বই। প্রকাশ করেছে অন্যপ্রকাশ। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
গল্পকার হুমায়ূন আহমেদ তাঁর মুনিশয়ানায় বর্ণনা করেছেন বহুমাত্রিক জীবনের আখ্যান। ভিন্ন দ্যুতিতে উদ্ভাসিত এসব গল্পের মধ্যে রয়েছে—‘সৌরভ’, ‘উনিশ শ’ একাত্তর’, ‘জলিল সাহেবের পিটিশন’, ‘শিকার’, ‘অয়োময়’, ‘মন্ত্রীর হেলিকপ্টার’, ‘অচিন বৃক্ষ’, ‘পিশাচ’, ‘চোখ’ ও ‘ছায়াসঙ্গী’। প্রতিটি গল্পই তাঁর পাঠকের চেনা, পরিচিত। একমলাটে এসব গল্প পাঠকের জন্য হতে পারে আনন্দের খোরাক। ১১০ পৃষ্ঠার এ বইটির দাম ২২৫ টাকা।
লেখাজোখার কারখানাতে : সাহিত্য বিষয়ক প্রবন্ধ বইটির লেখক সৈয়দ মনজুরুল ইসলাম। কথাসাহিত্য তাঁর ধ্যানজ্ঞান হলেও বিচিত্র বিষয় নিয়ে লিখেছেন দেদার। বিদেশি লেখক ও বিদেশের সাহিত্য নিয়েও লিখেছেন প্রচুর। বইটিতে পত্রস্থ হয়েছে বিদেশের সাহিত্য ও লেখক সম্পর্কে নানা প্রবন্ধ ও নিবন্ধ। ইউরোপ-আমেরিকা ও লাতিন সাহিত্য ছাড়াও পৃথিবীর নানা দেশের সাহিত্য নিয়ে তাঁর লেখা চিন্তায়-মননে যেমন সমৃদ্ধ, তেমনই আনন্দদায়ক। বইটি প্রকাশ করেছে বেঙ্গল পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন শিল্পী রফিকুন নবী।
সৈয়দ মনজুরুল ইসলাম বাংলাদেশের মননশীল ও সৃজনশীল সাহিত্যে যে বহুমাত্রিক ধারা সৃষ্টি করে চলেছেন, তা এ দেশের সাহিত্যকে বিশেষ বৈশিষ্ট্যে উজ্জ্বল করেছে। আশির দশকে বিশ্বসাহিত্যের নানা প্রতিবন্ধকতা নিয়ে তিনি পত্রিকায় বহু কলাম লিখেছেন। তা পাঠকের অভিজ্ঞতার দিগন্তকে প্রসার করেছে। এসব প্রবন্ধগুচ্ছ থেকে ২৬টি প্রবন্ধ নিয়ে এ বই। তাঁর পঠন-পাঠন অতলস্পর্শী। তাঁর মনন বৈদগ্ধ ও বিশ্লেষণ সাহিত্যের রুচি নির্মাণেও নবচেতনার সঞ্চার করেছে। ভিন্ন স্বাদের এ গ্রন্থের মূল্য ৩৫০ টাকা।
তেলবাজ : উপন্যাসটির লেখক কথাসাহিত্যিক মোস্তফা কামাল। পেশায় সাংবাদিক হলেও তাঁর প্রকৃত জায়গা সৃজনশীল লেখালেখির জগতে। গল্প-উপন্যাস, শিশুতোষ, রম্য রচনা, সায়েন্স ফিকশনসহ সাহিত্যের নানা শাখায় তাঁর অবাধ বিচরণ। লেখক ইতিমধ্যে রম্য উপন্যাস লিখে অর্জন করেছেন খ্যাতি এবং বিপুল পাঠকের ভালোবাসা। তাঁর এ বইটিও রম্য রচনা। প্রকাশ করেছে অনন্যা। বইটির প্রচ্ছদ আকর্ষণীয়, এঁকেছেন ধ্রুব এষ। মোস্তফা কামালের বর্ণনা অত্যন্ত সাবলীল ও আকর্ষণীয়। ঝরঝরে ও তরতাজা ভাষায় তিনি এ উপন্যাসে তুলে ধরেছেন রোমাঞ্চকর কাহিনী। তাতে দেখা যায়, দমফাটা হাসির মধ্যেও রয়েছে জীবনযাপনের নানা টানাপড়েন ও অন্য রকম এক আখ্যান। বইটির মূল চরিত্র তেলায়েত তরফদার। তার নামের সঙ্গে তেলের একটা সম্পর্ক জড়িয়ে। মানুষ হিসেবেও সে তেমন। ফলে মানুষ তাকে ডাকে তেলবাজ নামে। একজন মেধাহীন, অযোগ্য মানুষ কী করে উন্নতির শিখরে পৌঁছল তার অনুপম আখ্যান এ উপন্যাস। বইটির দাম ২২৫ টাকা।
প্রজেক্ট মাস্টোডন : সায়েন্স ফিকশন সংকলনটির অনুবাদক মুনির রানা। সাংবাদিকতার পাশাপাশি অনুবাদ, গবেষণা, প্রবন্ধ-নিবন্ধসহ শিল্প-সাহিত্যের নানা বিষয় নিয়ে তিনি কাজ করছেন দীর্ঘদিন ধরে। বইটি অনুবাদের। পৃথিবীর বিখ্যাত আটটি সায়েন্স ফিকশন নিয়ে চমৎকার এ বইটি প্রকাশ করেছে জনান্তিক। প্রচ্ছদ করেছেন শিবু কুমার শীল। বইটির মূল্য ১৮০ টাকা।
অন্যান্য নতুন বই : গতকাল মেলায় গল্প ১৩, উপন্যাস ১২, প্রবন্ধ ৪, কবিতা ১০, গবেষণা ২, ছড়া ২, শিশুসাহিত্য ৬, জীবনী ১, রচনাবলি ১, মুক্তিযুদ্ধ ২, ভ্রমণকাহিনী ১, ইতিহাস ১ ও অন্যান্য বিষয়ের ৮টি বই প্রকাশিত হয়েছে।
মেলায় আসা নতুন বইয়ের মধ্যে রয়েছে—অবসর থেকে প্রকাশিত হরিশংকর জলদাসের ‘চিত্তরঞ্জন অথবা যযাতির বৃত্তান্ত’, তাম্রলিপি থেকে গুলতেকিন খানের কবিতার বই ‘আজো, কেউ হাঁটে অবিরাম’, ঐতিহ্য থেকে দেওয়ান বারীন্দ্রনাথের ‘প্রাইভেট লাইফ অব ইয়াহিয়া খান’, আফসার ব্রাদার্স থেকে মুহম্মদ জাফর ইকবালের ‘যখনি জাগিবে তুমি’, চৈতন্য থেকে আসমা বীথির কবিতার বই ‘টুকরো হয়ে ছড়িয়ে পড়ি’, চারুলিপি থেকে ড. আশরাফ সিদ্দিকীর ‘বাংলাদেশের লোককাহিনী’, একই প্রকাশনা থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘যখন সাংবাদিক ছিলাম’, অনুপম প্রকাশনী থেকে যতীন সরকারের ‘রচনাসমগ্র-৫’, দ্বিজেন শর্মার ‘সাহিত্যসমগ্র’, মুহম্মদ জাফর ইকবালের ভৌতিক কাহিনী ‘অন্য জীবন’, অনন্যা থেকে ইমদাদুল হক মিলনের ‘ছোট সবুজ মানুষ’, মুহম্মদ জাফর ইকবালের ‘কলামসমগ্র-৩’, মাওলা ব্রাদার্স থেকে মহাদেব সাহার ‘মধুর মুহূর্তগুলি চলে যায়’, বেঙ্গল পাবলিকেশন্স থেকে শাহনাজ মুন্নীর ‘থেমেছে শহর’ ইত্যাদি।
আজকের আয়োজন : আজ বিকেল ৪টায় শুরু হবে মূল মঞ্চের আয়োজন। এ সময় ‘বাংলা একাডেমির হীরক জয়ন্তী : গবেষণা কার্যক্রম, অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক মনসুর মুসা, ড. ভূঁইয়া ইকবাল ও ড. আমিনুর রহমান সুলতান। সভাপতিত্ব করবেন ড. মনিরুজ্জামান। এ ছাড়া সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্পর্কিত খবর

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করেছে।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, আবুল বারকাতের বিরুদ্ধে দুদকের মামলা থাকায় ধানমণ্ডির ৩ নম্বর সড়কের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের অবৈতনিক প্রধান উপদেষ্টা।
অ্যাননটেক্স গ্রুপের নামে ২৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মামলার অন্য আসামিরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, সাবেক সহকারী পরিচালক ইসমত আরা বেগম, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম আজাদ, সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ, মো. ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দিপু, আর এম দেবনাথ, মো. আবু নাসের, সঙ্গীতা আহমেদ, নিতাই চন্দ্র নাথ এবং অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনূস বাদল।
মামলার এজাহারে বলা হয়, আতিউর রহমান, আবুল বারকাত এবং তাঁর সহযোগীরা বিভিন্ন অনৈতিক উপায়ে ওই অর্থ আত্মসাৎ করেছেন। তবে ২০২২ সালে ঋণ অনিয়ম নিয়ে দুদকের তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তখন মামলার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর জনতা ব্যাংকের চেয়ারম্যান করা হয় আবুল বারকাতকে। ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনি পাঁচ বছর এই পদে দায়িত্ব পালন করেন।

বাঁশ শিল্পের প্রদর্শনী


যানজট


চট্টগ্রামে নারীকে ১১ টুকরা করে হত্যা স্বামী পলাতক
- দেশজুড়ে অপঘাতে মৃত্যু ৮
কালের কণ্ঠ ডেস্ক

চট্টগ্রামে এক নারীকে ১১ টুকরো করে স্বামী পালিয়ে গেছে। এছাড়া দেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের অপঘাতে ৮ ব্যক্তি মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার পাহাড়িকা হাউজিং সোসাইটির এক বাসায় ফাতেমা বেগম (৩২) নামের এক নারীকে ১১ টুকরা করে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর থেকে তাঁর স্বামী মো. সুমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোহাম্মদ মাহফুজ হাসান সিদ্দিকী কালের কণ্ঠকে বলেন, ১০ বছর আগে ফাতেমার সঙ্গে সুমনের বিয়ে হয়েছিল।
রাউজান : চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সেলিম উদ্দিনকে গুলি করে হত্যার পাঁচ দিনের মাথায় এবার তাঁর ঘনিষ্ঠ সহযোগী যুবদলকর্মী দিদারুল আলম নুংকুর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটির কাউখালী উপজেলার পশ্চিম বেতবুনিয়ার লুঙ্গিপাড়া এলাকার পাহাড়ি চরা থেকে তাঁর মরদেহ পাওয়া যায়। বুধবার রাত সাড়ে ৯টায় বাড়ি থেকে বের হওয়ার পর প্রায় সাড়ে ১৫ ঘণ্টার পর তার এ মরদেহ উদ্ধার হয়। নুংকুর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সমশের পাড়ায়। তিনি মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
যশোর : যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোষনগর গ্রামে স্টিলের বাক্সের ভেতর থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে নির্মমভাবে হত্যা করে নিজ ঘরের কাপড়ের বাক্সে লুকিয়ে রাখা হয় বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নিহতের স্বামী তপন দেবনাথকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে ৯ জুলাই রাত ১১টার দিকে। নিহত সুচিত্রা দেবনাথ বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তপন দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে ঢেনা মুর্মু (৫৫) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যক্তির পানিতে ভাসমান প্রায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাচোল সদর ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামের বুদ্ধাই মুর্মুর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢেনা মুর্মু গত সোমবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে একই ইউনিয়নের প্রায় ৬ কিলোমিটার দূরের ঝিকরা গ্রামে তাঁর নাতনির বিয়ের অনুষ্ঠান শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে বুধবার (৯জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঝিকড়া গ্রামসংলগ্ন একটি বিলের কচুরিপানার মধ্যে ঢেনার ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকাসক্ত ছেলে মাহাবুর ইসলাম বাবু (২৮) মারধর ও ইট দিয়ে আঘাত করে মা হেনা বেগমকে আহত করে। স্ত্রীকে রক্ষা করতে গেলে বাবা শিশ মোহাম্মদকে গলাটিপে শ্বাসরোধে হত্যাচেষ্টার পর স্বজন ও প্রতিবেশীদের প্রহারে বাবু নিহত হন। নিহত বাবুর বাড়ি রানীহাটী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রামচন্দ্রপুরহাট বগিপাড়া গ্রামে। অভিযোগ রয়েছে, বাবু মাদক সেবনের টাকার জন্য দীর্ঘদিন যাবৎ পরিবারের সদস্যদের নানাভাবে অত্যাচার করে আসছিল।
পীরগঞ্জ : রংপুরের পীরগঞ্জ উপজেলায় আখিরা নদী থেকে আক্তার প্রধান সুজন (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার আখিরা নদীতে ভাসমান অবস্থায় কাপড়বিহীন লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত আক্তার প্রধান সুজন উপজেলার থানাপাড়া গ্রামের বাসিন্দা।
ময়মনসিংহ : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের বসতঘর থেকে এক তরুণের গলা কাটা ও ক্ষতক্ষিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই সময় লাশটি ছিল খাটের ওপর মশারির নিচে। প্রতিবেশীরা জানিয়েছে রাতে বন্ধুদের নিয়ে ওই তরুণ মা-বাবাহীন ঘরে আড্ডায় মত্ত ছিল। নিহত মো. রাকিবুল ইসলাম (১৯) ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাটুলিয়া গ্রাম থেকে জুবায়ের (১৯, রাকিব মিয়া (২১) ও কাউসার (১৮) নামে তিন তরম্নণকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে শালবনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড় গোবিন্দপুর বিন্নার চালা ফুটবল খেলার মাঠের পাশে শাল বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক (৪০)। তার পরনে জিন্সের প্যান্ট ও খয়েরি রঙের টি শার্ট ছিল।
টঙ্গী : ফ্লাইওভার থেকে টঙ্গীতে নামার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত মাহফুজুর রহমান (২১) বরিশাল সরকারি হাতেম আলী কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। বুধবার (৯ জুলাই) রাত ১২ টার পর ঢাকা-ময়মনসিংহগামী মহাসড়কের আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে টঙ্গীর সেনা কল্যাণ ভবনগামী সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। লেখাপড়ার পাশাপাশি তিনি টঙ্গী পূর্ব থানাধীন ব্লু ফ্যাশনে শ্রমিক হিসেবে কাজ করতেন।