পরকালে মহানবী (সা.) এর সাত অনন্য মর্যাদা
আল্লাহ তাআলা আমার জন্য তাঁর দরজা খুলে দেবেন, আমাকেই সর্বপ্রথম জান্নাতে পাঠাবেন এবং আমার সঙ্গে থাকবে গরিব মুমিনরাও, এতেও গর্বের কিছু নেই। আমি আগে ও পরের সব লোকের মধ্যে বেশি মর্যাদাসম্পন্ন ও সম্মানিত, এতেও গর্বের কিছু নেই। (সুনানে তিরমিজি, হাদিস : ৩৬১৬)
জাওয়াদ মাহবুব
সম্পর্কিত খবর