kalerkantho

শুক্রবার । ২০ ফাল্গুন ১৪২৭। ৫ মার্চ ২০২১। ২০ রজব ১৪৪২

১০ কোটি ইউনিট উৎপাদন হিরো মোটোকর্পের

নিজস্ব প্রতিবেদক   

২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহিরো মোটোকর্প ১০ কোটি ইউনিট উৎপাদনের মাইলফলক স্পর্শ করেছে। ১০ কোটিতম বাইক হিসেবে ‘দ্য এক্সট্রিম ১৬০ আর’ বাইকটি ভারতের প্রদেশ উত্তরাখণ্ডের হার্ডিওয়ারে উৎপাদন করা হচ্ছে। হিরো মোটোকর্প টানা ২০ বছর পরও বিশ্বের বৃহত্তম দুই চাকার প্রস্তুতকারকের খেতাব ধরে রেখেছে। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী পাঁচ বছরে ১০টিরও বেশি পণ্য চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার ১০ কোটির মাইলফলক স্পর্শ উপলক্ষে দিল্লির গুরুগ্রামে অবস্থিত কম্পানির নিজস্ব কারখানায় গাড়ির ছয়টি বিশেষ সংস্করণের মডেল উন্মোচন করেন হিরো মোটোকর্পের চেয়ারম্যান এবং সিইও ড. পাওয়ান মুঞ্জাল। এই ছয়টি বিশেষ সংস্করণের মধ্যে রয়েছে—স্প্রেন্ডার+, এক্সট্রিম ১৬০আর, প্যাশন প্রো, গ্লামার (মোরসাইকেল), ডেসটিনি ১২৫ এবং মায়েস্ত্রো এজ ১১০ (স্কুটার)। আগামী ফেব্রুয়ারি মাসেই বিশেষ সংস্করণের এসব মডেলের গাড়ি বাজারে পাওয়া যাবে।

মন্তব্যসাতদিনের সেরা