kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

পাঁচ প্রতিষ্ঠানে ভ্যাট ফাঁকি চার কোটি ১৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ গত বুধবার পাঁচটি প্রতিষ্ঠানের চার কোটি ১৯ লাখ টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করেছে। এসব প্রতিষ্ঠানে অডিট করে এই অনিয়ম পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।  অডিটদলের প্রধান ছিলেন উপকমিশনার ফেরদৌসী মাহবুব। প্রতিষ্ঠানগুলো হলো ১. মিরপুর সিরামিক ওয়ার্কস, কালশী, মিরপুর, ঢাকা; ২. সিটি ফয়লেস লিমিটেড, শিমুলিয়া, আশুলিয়া, সাভার; ৩. সান্টোস সাঙ্গু ফিল্ড লিমিটেড, আগারগাঁও, ঢাকা; ৪. পদ্মা ক্যান্স অ্যান্ড ক্লোজার্স লিমিটেড, জামুরমুচিপারা, হেমায়েতপুর, সাভার; এবং ৫. খাদিম সিরামিক লিমিটেড (সেলস সেন্টার), কালশী, মিরপুর, ঢাকা।  

প্রতিষ্ঠানগুলো থেকে যথাক্রমে ২.৪৫ কোটি টাকা, ৮১ লাখ টাকা, ২৩ লাখ টাকা, ১৮ লাখ এবং ৫২ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। অডিটে তাদের ক্রয়, বিক্রয়, ব্যাংক লেনদেন, কম্পিউটারে ধারণকৃত তথ্যাদি, সিএ রিপোর্ট এবং ভ্যাট রিটার্ন যাচাই করে এই অনিয়ম উদ্ঘাটিত হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে এই অনিয়ম পাওয়ায় পাওনা ভ্যাট দাবি করে গত বুধবার নোটিশ ইস্যু করা হয়েছে। এই ভ্যাট পরিশোধের জন্য তাদের সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে ভ্যাট ফাঁকির কারণে তাদের প্রত্যেকের নামে ভ্যাট ফাঁকির মামলা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা