দেশবাসীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে আরো বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান গতকাল গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
অপর এক বৈঠকে বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই গণভবনে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ফ্রান্সসহ উন্নয়ন অংশীদারদের সহযোগিতা কামনা করেন।
উভয় বৈঠকেই প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসাডর এট লার্জ মো. জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।