এ বিষয়ে বিএনপির যগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী গতকাল দাবি করেন, বিএনপির মহাসমাবেশ ও শান্তিপূর্ণ হরতালকে কেন্দ্র করে মোট ৯৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গতকাল বিএনপির তিন শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়।
মির্জা ফখরুল কারাগারে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গতকাল সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশান-২-এর বাসা থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। রমনা থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। দিনভর তাঁকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। হত্যা ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাত ৮টায় তাঁকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর জামিনের আবেদন করা হলে তা নাকচ করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসব তথ্য জানিয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন বলেন, গত শনিবারের সহিংসতার ঘটনায় মামলা হলে এতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।
মির্জা ফখরুলকে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁর স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের জানান, সকালে ডিবির সদস্যরা বাসায় আসেন। মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর সিসি ক্যামেরার ফুটেজ ও হার্ডডিস্ক বাসা থেকে নিয়ে চলে যান। এর ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে ফখরুলকে নিয়ে যান।
রাহাত আরা বেগম বলেন, মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তাঁর চিকিৎসা চলছিল। ৭৫ বছর বয়স্ক মানুষ, তাঁকে এভাবে নিয়ে যাওয়া তিনি মেনে নিতে পারছেন না। তিনি আশা করছেন, জিজ্ঞাসাবাদ করতে চাইলে তা করে যেন ছেড়ে দেওয়া হয় তাঁকে।
মির্জা আব্বাস-আমীর খসরুর বাড়িতে তল্লাশি
বিএনপির কেন্দ্রীয় নেতাদের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে পুলিশ। বিএনপি জানিয়েছে, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের বাসায় তল্লাশি ও অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
সকালে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় তিনি বাসায় ছিলেন না।
সকাল ৯টার দিকে বনানীতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর দুটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। এ সময় তিনি বাসায় ছিলেন না।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু সাংবাদিকদের বলেন, সকালে ডিবি সদস্যরা এসে তাঁর বাবাকে খুঁজতে তল্লাশি চালান। তাঁরা বাসার প্রতিটি কক্ষ খুঁজে দেখেন। ডিবি সদস্যরা আমীর খসরু মাহমুদ চৌধুরীর পাসপোর্ট এবং তাঁর স্ত্রীর মুঠোফোন নিয়ে ৪০ থেকে ৫০ মিনিট পর সেগুলো ফেরত দেন। ইসরাফিল বলেন, তাঁর বাবা কোথায় আছেন, তা ডিবি সদস্যরা জানতে চেয়েছেন। পুলিশ তাঁদের জানিয়েছে, দায়িত্ব পালনের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়।
ইশরাক হোসেনের গুলশানের বাসায় ডিবি তল্লাশি চালিয়েছে। তবে তাঁকে না পেয়ে তাঁর ছোট ভাই ইশফাক হোসেন ও গাড়িচালক রাজীবকে নিয়ে গেছেন ডিবি সদস্যরা।
এর আগে গত শনিবার রাতে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর বাসায় অভিযান চালায় পুলিশ। তাঁকেও পাওয়া যায়নি। ওই বাসা থেকে প্রগতি ইনস্যুরেন্সের চেয়ারম্যান আবু সাঈদ আলতাফ হোসাইন ও ডিস্ট্রিবিউটর কারগেল গ্রেইনকে গ্রেপ্তার করা হয়। সেখানে থেকে মিন্টুর ছেলে তাজওয়ারকে আটক করে থানায় নেওয়ার এক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়।
ইশরাকের ছোট ভাইসহ ৬ বিএনপি নেতা রিমান্ডে
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ ছয় বিএনপি নেতার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ হত্যায় গ্রেপ্তার
সংঘর্ষে পুলিশ সদস্য আমিরুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে তাঁদের ঢাকা ও গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন শামীম রেজা ও মো. সুলতান। শামীম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার ডেমরা এলাকা থেকে।
নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলামের জানাজা রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে। এর আগে সেখানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার দুজন সরাসরি হত্যায় অংশ নেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে।
বিএনপির ১৬৪ নেতা আসামি
পুলিশ হত্যা মামলায় বিএনপির ১৬৪ জনকে আসামি করা হয়েছে।। দলটির মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকেও আসামি করা হয়।
গতকাল ডিএমপির মিরপুর বিভাগের গোয়েন্দা শাখার এসআই মাসুক মিয়া বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামিদের মধ্যে বিএনপির জাতীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আব্দুস সালাম, নিপুণ রায়, আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নাম রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির (মিডিয়া) উপকমিশনার ফারুক হোসেন।
বিএনপি কার্যালয়ের সামনে থেকে ১০ আলামত জব্দ
সকাল ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন। ভোরে বিএনপির দলীয় কার্যালয় ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ট্যাপ দিয়ে ঘিরে দেওয়া হয়। কার্যালয়ের গেট তালা দিয়ে বন্ধ করা হয়।
শাহজাহানপুর থানার মামলায় আসামি ৮৪৮ জন
বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে পুলিশকে হত্যা করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৮৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নিহত শামীম যুবদলের কর্মী নন : ডিএমপি
বিএনপির মহাসমাবেশ চলাকালে নিহত যুবক শামীম মিয়া যুবদলকর্মী নন বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শামীম একজন ডাক্তারের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
গাড়িতে আগুন দেওয়া ভেস্ট পরা যুবক শনাক্ত
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকায় যানবাহনে আগুন দেওয়াসহ অন্তত সাতটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরই মধ্যে একটি বাসে আগুন দেওয়ার পর ওই বাসের চালক জানান, ভেস্ট পরা এক যুবক তাঁর বাসে আগুন দেয়। গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা জানান, তাঁরা বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন। যেখানে দেখা যাচ্ছে রবিউল ইসলাম নয়ন নামের একজনের নেতৃত্বে বাসে আগুন দেওয়া হচ্ছে। তাঁরা এরই মধ্যে নয়নকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছেন। তাঁকে গ্রেপ্তার করতে পারলে তাঁর সঙ্গে আরো যাঁরা ছিলেন তাঁদেরও পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে মালিবাগ ফ্লাইওভারের ওপর বলাকা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই বাসে আগুনের ঘটনাটি ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন একটি বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় বাসটির পাশে ঘুরছেন। বুলেট প্রুফ জ্যাকেটে ‘প্রেস’ লেখা রয়েছে। তাঁর হাতে একটি লাঠি। সঙ্গে বেশ কয়েকজন যুবক। এর মধ্যে একজন যুবক তরল জাতীয় পদার্থসহ একটি বোতল গাড়ির ভেতরে ছুড়ে মারছে।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তা জানান, বাসে আগুন দেওয়ার ঘটনাগুলোর ভিডিও ফুটেজ ও তথ্য সংগ্রহের পর বিশ্লেষণ করেছেন তাঁরা। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, রবিউল ইসলাম নয়ন ও তাঁর সহযোগীরা মোটরসাইকেলে করে ‘প্রেস’ লেখা জ্যাকেট পরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বাসে আগুন দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিউল ইসলাম নয়নের গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুরের পানিঘাটা এলাকায়। স্কুলজীবন শেষে ঢাকায় এসে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া নয়ন একসময় ঢাকা মহানগর উত্তরের ৪৭ নম্বর ওয়ার্ডের ও পরে মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হন। সর্বশেষ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং পরে মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব পদ পান তিনি।
এর আগে শনিবার রাতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, ‘যারা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পোশাক পরে আগুন লাগিয়েছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সংঘর্ষের সময় যারা পুলিশ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় আগুন লাগিয়েছে, ওই চক্রটিই ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য ভেস্ট পরা অবস্থায় বাসে আগুন দিতে পারে।’