kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

সাহেদ সব সময় প্রতারণার ফাঁক খুঁজত

নিজস্ব প্রতিবেদক   

১৬ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসাহেদ সব সময় প্রতারণার ফাঁক খুঁজত

করোনাভাইরাস মহামারির সংকটময় সময়ে চিকিৎসার প্রস্তাব নিয়ে নিজে থেকে সাহেদের এগিয়ে আসার আসল উদ্দেশ্য যে ছিল প্রতারণা, সেটা তখন কেউ বুঝতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘সাহেদ সব সময় প্রতারণা করার জন্য ফাঁকফোকর খুঁজত। এই প্রতারণার অংশ হিসেবেই সে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি ওঠাত। এসব দিয়েই তার প্রতারণার কাজকে আরো সহজ করত।’

গতকাল বুধবার দুপুরে নিজ বাসভবনে গণমাধ্যমের কাছে এমন  মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদকে গ্রেপ্তারের ঘটনায় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন করোনা চিকিৎসার জন্য কেউ হাসপাতাল দিতে চাচ্ছিল না, তখন সাহেদ নিজ থেকে এগিয়ে এসেছে। তার উদ্দেশ্য যে ছিল প্রতারণা, সেটা সেই মুহূর্তে বোঝা যায়নি। সেটা এখন বোঝা যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘টেলিভিশন টক শোতেও সে (সাহেদ) একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছিল, এটাও ছিল তার প্রতারণার অংশ। তবে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে অনেক দক্ষ। তার প্রতারণা দীর্ঘস্থায়ী করতে দেওয়া হয়নি, আমরা তাকে ধরে ফেলেছি।’

আসাদুজ্জামান খান বলেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের প্রতারণা বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে।

মন্তব্যসাতদিনের সেরা