ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

পঞ্চম শ্রেণি : ইংরেজি : সিন কমপ্রিহেনশন

  • সুবর্ণা অধিকারী, অধ্যক্ষ, দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল, দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা
শেয়ার
পঞ্চম শ্রেণি : ইংরেজি : সিন কমপ্রিহেনশন

Unit-21

Lessons-1-2

Read the passage and answer ques tions 1, 2, 3 and 4.

     Las t January I went to a cub camporee. It was my firs t visit to a cub camporee and it was my firs t time away from home! A camporee is a gathering of cubs from different parts of Bangladesh. Cubs all over the world have their own camporee.

     The cub camporee took place in Sreemangal. To get there, we firs t travelled from Dhaka to Sylhet. From Sylhet, we took a train to Sreemangal. We arrived in the morning, so the weather was nice. We walked to our camp from the train s tation. There were 10 of us and two leaders. We were a big group, so we didn’t take any rickshaws. We walked together in our group. It wasn’t very far. At the camp, we cleaned up the area, set up our tents and prepared our breakfas t. After breakfas t, we played games with cubs from other parts of Bangladesh. Then we had lunch. We cooked rice and chicken. In the afternoon and evening, we sang songs and recited poems. It was fun. At night, we slept in our tents.

 

1. Match the words in Column A with their meanings in Column B. Two extra meanings are given in Column B.

Column A

Column B

(a) Visit

(i) not the same

(b) Tent

(ii) to say a piece of writing aloud

(c) Take place

(iii) the time when someone goes to a place

(d) Weather

(iv) to go from one place to another

(e) Recite

(v) pavilion

 

(vi) to occur somewhere

 

(vii) the condition of the atmosphere

 

Answer

     (a + iv) Visit + to go from one place
to another

     (b+v) Tent + pavilion

     (c+vi) Take place + to occur somewhere

     (d+vii) Weather + the condition of the
atmosphere

     (e+ii) Recite + to say a piece of writing aloud

 

2. Read the following s tatements. Write ‘True’ for correct s tatement or ‘False’ for incorrect s tatement.

(a)                      The cubs were travelling from Sylhet to
Sreemangal in the evening.

(b)                      The camporee team went to Sreemangal by train.

(c)                      The group consis ted of 10 members.

(d)                      At firs t, the cubs cleaned up the area after reaching the camp.

(e)                      Young people participate in a cub camporee.

(f)                       The passage is about a journey by train.

 

Answer

 (a)                     False. The cubs were travelling from Sylhet to Sreemangal at night.

(b)                      True.

(c)                      False. The group consis ted of 12 members.

(d)                      True.

(e)                      False. Both young and senior people participate in a cub camporee.

(f)                       False. The passage is about cub camporee.

3. Answer the following ques tions in a sentence or sentences.

(a)                      What is a camporee?

(b)                      When and where did the cub camporee take place?

(c)                      How did they reach the camp from the train s tation?

(d)                      Why didn’t they take rickshaw?

(e)                      How did they enjoy?

(f)                       Describe their activities in the camp.

 

Answer

(a)                      A camporee is a gathering of cubs from different parts of Bangladesh.

(b)                      The cub camporee took place in the las t January. It was held in Sreemangal.

(c)                      They walked to the camp from the train s tation.

(d)                      They were  a big group of 12 members. So they did not take any rickshaw.

(e)                      They enjoyed by playing games, singing songs and reciting poems.

(f)                       After reaching the camp, they cleaned up the area, set up tents and ate breakfas t. Then they played, had lunch, and in the evening, they sang and recited poems.

 

4. Write a short composition about ‘A Cub Camporee in Sreemangal’ at leas t in five sentences. (Remember to use capital letter, full-s top and correct spelling.)

 

Answer

A Cub Camporee in Sreemangal

 

     A cub camporee took place in Sreemangal. Cubs from different parts of the country participated in it. The cubs set up tents in the camp. They played different games together. They also enjoyed by singing songs and reciting poems. They slept in the tents at night.

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ভর্তির খোঁজখবর : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শেয়ার
ভর্তির খোঁজখবর : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

এমবিএ ইন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রোগ্রাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে স্প্রিং সেমিস্টার-২০২৫ শিক্ষাবর্ষে এমবিএ ইন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রোগ্রামে এরই মধ্যে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
এটা ৪৮ ক্রেডিট ঘণ্টার এমবিএ প্রোগ্রাম। ক্লাস হবে শুক্র ও শনিবার। মেয়াদ এক বছর চার মাস।


ফি ১২০০ টাকা।

 

যোগ্যতা

আবেদনকারীকে যেকোনো বিষয়ে অবশ্যই চার বছরের ব্যাচেলর ডিগ্রি বা তিন বছরের অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। সিজিপিএ ব্যাচেলর ডিগ্রিতে ৪.০০ এর মধ্যে ন্যূনতম ২.৫০ পয়েন্ট বা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

 

আবেদন ও পরীক্ষা

আবেদনের শেষ তারিখ ৭ আগস্ট।

লিখিত ও মৌখিক পরীক্ষা হবে ৮ আগস্ট। সময় বিকেল ৩টা থেকে ৪টা ১০ মিনিট। মৌখিক পরীক্ষা হবে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

 

যোগাযোগ

রুম নং-১১
মার্কেটিং বিভাগ

বিজনেস স্টাডিজ অনুষদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সাভার, ঢাকা-১৩৪২

 

ওয়েবসাইট : . www.mktju.edu.bd

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

    সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক সখীপুর সরকারি কলেজ, সখীপুর, টাঙ্গাইল
শেয়ার
নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

একাদশ অধ্যায় : জীবের প্রজনন

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

  উদ্দীপকের আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর
দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

১৫।       B কী?

  ক. পরাগনালিকা   

  খ. পরাগধানী
গ. গর্ভমুণ্ড   

  ঘ. পরাগদণ্ড

১৬।  AC এর কাজ-

  i. ফুলের পরাগায়ণে সাহায্য করে

  ii. ফুলকে রোদ ও বৃষ্টি থেকে রক্ষা করে

  iii. ফুলের পরাগরেণু উৎপাদনে সাহায্য করে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i, iiiii

১৩।       কোন পরাগীফুল ছোট হলে পুষ্পমুঞ্জরিতে সাজানো থাকে?

  ক. বায়ুপরাগী

  খ. পতঙ্গপরাগী
গ. প্রাণিপরাগী

  ঘ. পানিপরাগী

১৪।

       পাখির মাধ্যমে কোনটির পরাগায়ণ হয়?

  ক. কুমড়া খ. সরিষা
গ. শিমুল ঘ. ধান

১৭।       পরাগরেণুর জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে কতটি পুংজনন কোষ সৃষ্টি করে?

  ক. ২    খ. ৪
গ. ৬    ঘ. ৮

  নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৮  থেকে ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

১৮।  ‘A’ কী?

  i. প্রকৃত কোষী     ii. স্ত্রীজনন কোষ
iii. সস্যটিস্যু উৎপন্ন করে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii    খ. iiii
গ. iiiii   ঘ. i, iiiii

১৯।       নিষেকের পর কী ভূমিকা রাখে?

  ক. নতুন স্পোরোফাইট গঠনে সাহায্য করে
খ. তিন প্রস্থ ক্রোমোজোমবিশিষ্ট টিস্যু তৈরি করে
গ. ভ্রূণথলি গঠনে সাহায্য করে
ঘ. ভিত্তিকোষ থেকে ভ্রূণধারক সৃষ্টি করে

 

  উত্তর : ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. খ।

 

 

 

 

মন্তব্য

স্পোকেন ইংলিশ

শেয়ার
স্পোকেন ইংলিশ

    Use of ‘let alone’ (for emphasis and exclusion)

যেখানে ছোট্ট একটি কাজ করা অসম্ভব, সেখানে তার চেয়ে বড় কোনো কাজ করা তো অভাবনীয়এমন বাক্য তৈরিতে আলোচ্য কাঠামোটি ব্যবহার করা হয়।

  
Example

১.        I can’t afford a car, let alone a house.
আমি একটি গাড়িই কিনতে পারি না, বাড়ি তো দূরের কথা।

২.        He can’t even boil an egg, let alone cook a full meal.
ডিমও সিদ্ধ করতে পারেন না তিনি, পুরো রান্না করা তো দূরের কথা।

৩.        She doesn’t even talk to me, let alone go on a date.
তিনি আমার সঙ্গে কথাও বলেন না, ডেটে যাওয়া তো দূরের কথা।

 

    Structure
(Negative statement/Impossibility) + let alone + (more extreme/difficult thing).

Translate the following sentences into Bangla.

1. I don’t have enough money for rent, let alone groceries.

2. He can’t run a mile, let alone a marathon.

3. She can’t speak English well, let alone French.

4. We barely have time to sleep, let alone go on vacation.

5. My old phone can’t run simple apps, let alone complex games.

6. He doesn’t even know the basics, let alone the advanced concepts.

7. I can’t manage my own finances, let alone someone else’s.

8. She won’t answer my calls, let alone reply to my messages.

9. They can’t pay their current bills, let alone save money.

10.                  He doesn’t read books, let        alone write one.

    Answer

১.        আমার ভাড়া দেওয়ারই যথেষ্ট টাকা নাই, মুদি জিনিসপত্র কেনা তো দূরের কথা।

২.        এক মাইলই দৌড়াতে পারেন না তিনি, ম্যারাথন তো দূরের কথা।

৩.        তিনি ভালো করে ইংরেজিই বলতে পারেন না, ফরাসি তো দূরের কথা।

৪.        আমাদের ঘুমানোরই সময় নেই, ছুটিতে যাওয়া তো দূরের কথা।

৫.        আমার পুরনো ফোনটি সাধারণ অ্যাপসও চালাতে পারে না, জটিল গেম তো দূরের কথা।

৬.        তিনি মৌলিক বিষয়গুলোই জানেন না, উন্নত ধারণা তো দূরের কথা।

৭.        আমি নিজেই আর্থিকভাবে স্বাবলম্বি নই, অন্যের চিন্তা করা তো দূরের কথা।

৮.        আমার কলই ধরবেন না তিনি, মেসেজের উত্তর দেওয়া তো দূরের কথা।

৯.        তারা তাদের বর্তমান বিলই পরিশোধ করতে পাচ্ছে না, টাকা জমানো তো দূরের কথা।

১০.        বই-ই পড়েন না তিনি, লেখা তো দূরের কথা।

Translate the following sentences into English.

১.        সাইকেলই তিনি চালাতে পারেন না, গাড়ি চালানো তো দূরের কথা।

২.        গান গাইতেই আমি পারি না, নাচ তো দূরের কথা।

৩.        এখন টিভি দেখারই সময় নেই আমার, সিনেমা দেখা তো দূরের কথা।

৪.        তিনি সাধারণ রান্নাই করতে পারেন না, কেক তৈরি করা তো দূরের কথা।

৫.        তার নামটাই আমি মনে করতে পাচ্ছি না, ফোন নম্বর তো দূরের কথা।

৬.        তাকে আমরা বিশ্বাসই করি না, তার সঙ্গে কাজ করা তো দূরের কথা।

৭.        শারীরিক দূর্বলতায় আমি দাঁড়াতেই পাচ্ছি না, গভীর রাত অবধি পড়াশোনা করা তো দূরের ব্যাপার।

৮.        তিনি সাঁতারই জানেন না, প্রতিযোগিতায় অংশ নেওয়া তো দূরের কথা।

৯.        আমার কাছে নতুন ফোন কেনার টাকা নেই, ল্যাপটপ তো দূরের কথা।

১০.        আমি সাধারণ গণিতই পারি না, উচ্চতর গণিত তো দূরের কথা।

 

Answer

1. He can’t ride a bicycle, let alone drive a car.

2. I can’t sing, let alone dance.

3. I don’t have time to watch TV now, let alone a movie.

4. She can’t cook, let alone bake a cake.

5. I can’t even remember his name, let alone his phone number.

6. We don’t trust him, let alone work with him.

7. I can’t stand up for weakness, let alone study late at night.

8. He can’t swim, let alone participate in a competition.

9. I don’t have money to buy a new phone, let alone a laptop.

10.                  I can’t do general math, let alone higher math.

 সুমন ভূইয়া

 

মন্তব্য

এইচএসসির প্রস্তুতি : অর্থনীতি প্রথম পত্র

    জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুল, মুন্সীগঞ্জ
শেয়ার
এইচএসসির প্রস্তুতি : অর্থনীতি প্রথম পত্র
অঙ্কন : শেখ মানিক

মডেল প্রশ্ন

বহু নির্বাচনী প্রশ্ন

১।        মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ

  ক. কমতে থাকবে   খ.শূন্য হবে

  গ. বাড়তে থাকবে   ঘ. স্থির থাকবে

২।        মোট উপযোগ হলো কোনো দ্রব্যের

  i. অতিরিক্ত একক হতে প্রাপ্ত অতিরিক্ত উপযোগ

  ii. সকল একক হতে প্রাপ্ত উপযোগের সমষ্টি

  iii. প্রতি একক হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগের সমষ্টি

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii   
গ.
iiiii   ঘ. i, iiiii

৩।        ব্যয় কোনটির ওপর নির্ভরশীল?

  ক. আয়   খ. উৎপাদন

  গ. উপকরণ   ঘ. বিনিয়োগ

৪।

কোন ধরনের বাজারে ফার্ম ও শিল্প একই বলে বিবেচিত?

  ক. পূর্ণ প্রতিযোগিতা  খ. অলিগোপলি

  গ. একচেটিয়া  ঘ. ডুয়োপলি

  নিচের চিত্রটি লক্ষ করো এবং ৫ ও ৬ নম্বর  প্রশ্নের উত্তর দাও :

৫।        উদ্দীপকের গজ কোন বাজারের?

এইচএসসির প্রস্তুতি : অর্থনীতি প্রথম পত্র

  ক. পূর্ণ প্রতিযোগিতা  খ. মনোপলি

  গ. ডুয়োপলি  ঘ. অলিগোপলি

৬।        ভারসাম্য অর্জনের জন্য কোন রেখাটি প্রয়োজন?

  i. AC         ii. MC

     iii. MR

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii   
গ.
iiiii   ঘ. i, iiiii

৭।        কোন উপকরণটি উৎপাদন কার্যক্রম তদারকি করে?

  ক. ভূমি   খ. শ্রম

  গ. সংগঠন ঘ. মূলধন

৮।

       নিচের ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়?

  ক. TVC  খ. TFC

  গ. TC   ঘ. AFC

  উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  একটি কারখানায় ১টি মেশিনের সাহায্যে ৬ জন শ্রমিক ১০টি দ্রব্য উৎপাদন করতে পারে। নতুন ১ জন শ্রমিক নিয়োগ দিলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়ে ১৩টি হয়। তবে ৮ম শ্রমিক নিয়োগ দিয়ে কারখানায় উৎপাদন আর বৃদ্ধি পায় না।

৯।

       ৭ম শ্রমিকের প্রান্তিক উৎপাদন কত?

  ক. ৬ একক   খ. ৭ একক

  গ. ৩ একক   ঘ. ১৩ একক

১০।       উক্ত কারখানার ক্ষেত্রে উৎপাদন

  i. শ্রম ও মূলধনের ওপর নির্ভরশীল অর্থাৎ Q = (L, K)

  ii. উৎপাদন অপেক্ষক দীর্ঘকালীন

  iii. ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii   
গ.
iiiii   ঘ. i, iiiii

১১।       স্বল্পকালে পরিবর্তন করা সম্ভব

  i. যন্ত্রপাতি ii. শ্রমিক

  iii. কাঁচামাল

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii   
গ.
iiiii   ঘ. i, iiiii

১২।       উৎপাদন বলতে নিচের কোনটি বোঝায়?

  ক. তৈরি করা খ. সৃষ্টি করা

  গ. বৃদ্ধি করা  ঘ. উপযোগ সৃষ্টি করা

১৩।       কোন বাজারে একজনমাত্র ক্রেতা থাকে?

  ক. মনোপলি  খ. ডুয়োপলি

  গ. মনোপসনি ঘ. অলিগোপলি

১৪।

      বাণিজ্যিক ব্যাংক কোন আমানতের ওপর সুদ দেয় না?

  ক. চলতি আমানত   খ. স্থায়ী আমানত

  গ. সঞ্চয়ী আমানত  ঘ. মেয়াদি আমানত

১৫।       নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত?

  ক. নোট ইস্যু 
খ. আমানত গ্রহণ

  গ. ঋণ নিয়ন্ত্রণ
ঘ. নিকাশ ঘর পরিচালনা

১৬।       কোন বাজারে কোনো পরিবর্তক দ্রব্য থাকে না?

  ক. একচেটিয়া  খ. ডুয়োপলি

  গ. পূর্ণ প্রতিযোগিতা  ঘ. অলিগোপলি

১৭।       যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা বিদ্যমান সেই বাজাকে কী বলে?

  ক. ডুয়োপলি 
খ. মনোপলি

  গ. দ্বিপক্ষীয় একচেটিয়া বাজার

  ঘ. অলিগোপলি

১৮।       পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের ভারসাম্য বিন্দুতে

  i. MR = MC   

  ii. AR = MR

  iii. MC রেখার ঢাল > গজ রেখার ঢাল

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii   
গ.
iiiii   ঘ. i, iiiii

১৯।       অর্থনীতিতে বাজার ধারণাটির সম্পর্ক হলো

  i. চাহিদার সঙ্গে   
ii. সময়ের সঙ্গে

  iii. জোগানের সঙ্গে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii   
গ.
iiiii   ঘ. i, iiiii

২০।       অর্থের মূল্য বলতে বোঝায়

  ক. দাম নির্ধারণের ক্ষমতা

  খ. ভোগ করার ক্ষমতা

  গ. ক্রয় করার ক্ষমতা

  ঘ. আয় করার ক্ষমতা

২১।       ফিশারের মতে, অর্থের জোগান দ্বিগুণ হলে

  i. অর্থের মূল্য অর্ধেক হবে

  ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে

  iii. অর্থের গতি বাড়বে

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii   
গ.
iiiii   ঘ. i, iiiii

২২।       ফিশারের বিনিময় সমীকরণে গঠ দ্বারা কী বোঝানো হয়েছে?

  ক. মূল্যস্তর খ. অর্থের জোগান

  গ. অর্থের চাহিদা   ঘ. বিহিত মুদ্রার পরিমাণ

২৩।       ঐচ্ছিক মুদ্রা হলো

  i. চেক  
ii. ব্যাংক ড্রাফট

  iii. সঞ্চয়পত্র

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii   
গ.
iiiii   ঘ. i, iiiii

  উদ্দীপকটি পড়ো এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :

  একজন ব্যক্তি প্রতি মাসে ৫,০০০ টাকা ব্যাংকে জমা রাখেন। বছর শেষে মোট জমাকৃত টাকার সাথে ব্যাংক অতিরিক্ত টাকা তার হিসাবে জমা করে।

২৪।       উদ্দীপকের ব্যাংকটি কোন ধরনের?

  ক. বাণিজ্যিক ব্যাংক  খ. কেন্দ্রীয় ব্যাংক

  গ. বিশ্বব্যাংক  ঘ. বিশেষায়িত ব্যাংক

২৫।       উদ্দীপকের ব্যাংকটির কাজ হলো

  i. ঋণদান করা
ii. আমানত গ্রহণ করা

  iii. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা

  নিচের কোনটি সঠিক?

  ক. iii খ. iiii   
গ.
iiiii   ঘ. i, iiiii

২৬।       গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশির মান অজানা থাকে তাকে কী বলে?

  ক. চলক  খ. ধ্রুবক

  গ. পরিমিত ঘ. স্বাধীন চলক

২৭।       শূন্য স্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কি রূপ?

  ক. ভূমি অক্ষের সমান্তরাল

  খ. ডান দিকে ঊর্ধ্বগামী

  গ. লম্ব অক্ষের সমান্তরাল

  ঘ. ডান দিকে নিম্নগামী

  উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  জোগান সমীকরণ:  S = - 3 + 3P   (যেখানে = S জোগান, P = দাম)

২৮।       উদ্দীপকের আলোকে দ্রব্যটির কত দামে জোগান ঋণাত্মক হবে?

  ক. ০    খ. ১

  গ. ১/২  ঘ. ২

২৯।       উদ্দীপকের আলোকে দ্রব্যটির দাম বেড়ে ৩ টাকা থেকে টাকা ৬ হলে জোগান স্থিতিস্থাপকতা (ঊঝ) হবে

  ক. Es < 1  খ. Es = 0

  গ. Es = 1  ঘ. Es > 1

৩০।       সীমাবদ্ধ সম্পদের জোগান রেখার ঢাল কেমন হবে?

  ক. ধণাত্মক খ. ঋণাত্মক

  গ. শূন্য   ঘ. অসীম


উত্তর : ১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. ক ৬. খ
৭. গ ৮. ক ৯. গ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ
২০. গ ২১. ক ২২. খ ২৩. ঘ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. গ ২৮. ক ২৯. ঘ ৩০. ঘ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ