বিনিময় যুগে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে হিসাব রাখত কিভাবে?
উত্তর : পোড়ামাটি, মোম, তাম্রপাত্র ও কাঠ খোদাই করে।
৩৮। প্রস্তর যুগে কিভাবে হিসাব রাখত?
উত্তর : গাছের গায়ে, পর্বতের গুহায়, পাথরে চিহ্ন দিয়ে ইত্যাদি।
৩৯। প্রাচীন যুগে মিসর, ইতালি, রোম, গ্রিস, ব্যাবিলন, ইউরোপ ও এশিয়ার লোকেরা হিসাব রাখত কিভাবে?
উত্তর : প্যাপিরাস নামক গাছের পাতা দিয়ে।
৪০। প্রাচীন যুগে চীন দেশের লোকেরা হিসাব রাখত কিভাবে?
উত্তর : অ্যাবাকাস নামক যন্ত্র দ্বারা।
৪১। বিনিময় যুগে মিসরীয়রা হিসাব রাখত কিভাবে?
উত্তর : আবলুস কাঠে, আইভরি প্লেটে ও স্লেট পাথরে।
৪২। মুদ্রা যুগে ইংরেজ ব্যবসায়ীরা হিসাব রাখত কিভাবে?
উত্তর : টালি নামক খাঁজ কাটা চ্যাপ্টা কাঁঠের লাঠির মাধ্যমে।
৪৩। কত সালে দুতরফা দাখিলার ধারণা প্রকাশিত হয়?
উত্তর : দুতরফা দাখিলার ধারণা প্রকাশিত হয় ১৪৯৪ সালে।
৪৪। হিসাব তথ্যের বৈশিষ্ট্য কী?
উত্তর : প্রাসঙ্গিক, সময়োপযোগী, তুলনাযোগ্য, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য।
৪৫। প্রাইভেট অ্যাকাউন্ট্যান্ট কে?
উত্তর : একজন হিসাববিজ্ঞানী যিনি বেতনের বিনিময়ে কোন প্রতিষ্ঠানে হিসাবসংক্রান্ত কাজে নিয়োজিত থাকেন তিনিই প্রাইভেট অ্যাকাউন্ট্যান্ট।
৪৬। পাবলিক অ্যাকাউন্ট্যান্ট কে?
উত্তর : একজন হিসাববিজ্ঞানী যিনি ফি-এর বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবসংশ্লিষ্ট বিষয়ে সেবা দিয়ে থাকেন তিনিই পাবলিক অ্যাকাউন্ট্যান্ট।
৪৭। হিসাববিজ্ঞানে নৈতিকতা কী?
উত্তর : নৈতিকতা হলো একটি মান, যা হিসাববিজ্ঞানের কর্মকাণ্ড ঠিক অথবা বেঠিক, সততা অথবা অসততা, স্বচ্ছতা অথবা অস্বচ্ছতা, বৈধ অথবা অবৈধ বিচার করে তাকে হিসাববিজ্ঞানে নৈতিকতা বলে।
৪৮। আর্থিক হিসাববিজ্ঞান কী?
উত্তর : হিসাববিজ্ঞানের যে শাখায় অর্থনৈতিক এবং আর্থিক তথ্যগুলো বিনিয়োগকারী, পাওনাদার ও অন্যান্য বাহ্যিক পক্ষগুলোকে সরবরাহ করা হয় তাকে আর্থিক হিসাববিজ্ঞান বলে।
৪৯। ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান কী?
উত্তর : হিসাববিজ্ঞানের যে শাখায় আর্থিক তথ্যগুলোর পরিকল্পনা প্রণয়ন, নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য কারবারের অভ্যন্তরীণ পক্ষগুলোর প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার ব্যবস্থাকে ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান বলে।
৫০। হিসাববিজ্ঞানের মৌলিক কার্যাবলি কী?
উত্তর : হিসাববিজ্ঞানের মৌলিক কার্যাবলি হলো—
ক. চিহ্নিতকরণ খ. লিপিবদ্ধকরণ ও
গ. অবহিতকরণ
৫১। হিসাববিজ্ঞানের উদ্দেশ্য কী?
উত্তর : হিসাববিজ্ঞানের উদ্দেশ্য হলো—
ক. আগ্রহী পক্ষগুলোকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ
খ. রেকর্ড সংরক্ষণ
গ. মূল্যবোধ ও জবাবদিহি সৃষ্টি
৫২। সম্পদ কী?
উত্তর : সম্পত্তিগুলো, যা কারবারের অধিকারে থাকে। যা ব্যবহার করে দায় পরিশোধ করা যায় এবং যা বিনিয়োগ করে মুনাফা অর্জনের মাধ্যমে ব্যবসায়ের আর্থিক প্রেক্ষাপট সুদৃঢ় হয় তাকে সম্পদ বলে।
৫৩। ব্যয় কী?
উত্তর : আয় অর্জনের উদ্দেশ্যে সম্পদ হ্রাস বা সেবার ব্যবহারকে ব্যয় বলে।
৫৪। দায় কী?
উত্তর : কারবারের মোট সম্পদের ওপর বাইরের পক্ষের দাবিকে দায় বলে। অথবা সুবিধা গ্রহণের বিনিময়ে ভবিষ্যতে অর্থ পরিশোধের অঙ্গীকারকে দায় বলে।
৫৫। রাজস্ব কী?
উত্তর : আয় অর্জনের উদ্দেশ্যে ও ব্যাবসায়িক কার্যক্রমের মাধ্যমে মালিকানাস্বত্বের মোট পরিবর্তনকে রাজস্ব বলে।
৫৬। সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন কী?
উত্তর : সিকিউরিটিঁজ অ্যান্ড একচেঞ্জ কমিশন সরকারের এমন একটি প্রতিষ্ঠান, যা কম্পানিগুলো সাধারণভাবে স্বীকৃত নীতিগুলো যথাযথভাবে মেনে চলছে কি না তা নিশ্চিত করে।
৫৭। লেনদেন কী?
উত্তর : একটি প্রতিষ্ঠানের আর্থিক ঘটনা, যা হিসাবরক্ষক কর্তৃক লিপিবদ্ধ করা হয়ে থাকে এবং যা ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও মালিকানাস্বত্বের পরিবর্তন ঘটায়।
৫৮। হিসাব পদ্ধতি কী?
উত্তর : ব্যবসায়ের লেনদেন লিপিবদ্ধ করে তা হতে তথ্য সংগ্রহ করার জন্য যে আর্থিক পদ্ধতি, প্রতিবেদন, ছক ইত্যাদি নিয়মতান্ত্রিকভাবে ব্যবহৃত হয় তাকে হিসাব পদ্ধতি বলে।
৫৯। হিসাব তথ্য ব্যবস্থা কী?
উত্তর : হিসাব তথ্য ব্যবস্থা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আর্থিক মূল্যে পরিমাপযোগ্য লেনদেনগুলো সংগ্রহকরণ, প্রক্রিয়াকরণ ও ব্যবহারকারীর কাছে পৌঁছানো পর্যন্ত কার্যাবলির সমষ্টি।
৬০। আর্থিক বিবরণী কী?
উত্তর : যে বিবরণী প্রতিষ্ঠানের সার্বিক অবস্থার পরিবর্তন প্রকাশ করে সেটাকে আর্থিক বিবরণী
বলে।