মূলধন বাজেটিং-এর প্রথম ধাপ কী?
উত্তর : মূলধন বাজেটিং-এর প্রথম ধাপ হলো নগদ প্রবাহ প্রাক্কলন।
১২। মূলধন বাজেটিং-এর সর্বশেষ ধাপ কোনটি?
উত্তর : মূলধন বাজেটিং-এর সর্বশেষ ধাপ হলো মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ ও নির্বাচন।
১৩। গড় মুনাফার হার কী?
উত্তর : সাধারণত গড় বিনিয়োগের অর্থের ওপর
গড় আয়ের শতকরা হারকে গড় মুনাফার হার
বলে।
১৪। মূলধন বাজেটিং-এর সহজ পদ্ধতি কোনটি?
উত্তর : মূলধন বাজেটিং-এর সহজ পদ্ধতি হলো গড় মুনাফার হার পদ্ধতি।
১৫। নগদ প্রবাহ কী?
উত্তর : নগদ প্রবাহ বলতে নগদ অর্থের আগমন ও নির্গমনকে বোঝায়।
১৬। বাট্টার হার কী?
উত্তর : ভবিষ্যতে আগত নগদ প্রবাহগুলোর বর্তমান মূল্য নির্ণয়ে যে হার ব্যবহার করা হয় তাকে বাট্টার হার বলে।
১৭। বিক্রয় থেকে প্রতিষ্ঠানে কোন প্রবাহ ঘটে?
উত্তর : বিক্রয় থেকে প্রতিষ্ঠানে নগদ আন্তঃপ্রবাহ ঘটে।
১৮। মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টার হার
হিসেবে কী ব্যবহার করা হয়?
উত্তর : মূলধন বাজেটিং প্রক্রিয়ায় বাট্টার হার হিসেবে মূলধন খরচকে ব্যবহার করা হয়।
১৯। অবচয় কী?
উত্তর : কোন স্থায়ী সম্পদের মোট ব্যয়কে আয়ুষ্কালের মধ্যে বণ্টন করাকে অবচয় বলে।
২০। মূলধন বাজেটিং-এর সবচেয়ে সরল ও জনপ্রিয়
পদ্ধতি কোনটি?
উত্তর : মূলধন বাজেটিং-এর সবচেয়ে সরল ও জনপ্রিয় পদ্ধতি হলো পে-ব্যাক সময় পদ্ধতি।
২১। পে-ব্যাক সময় কী?
উত্তর : ব্যবসায়ে বা প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ যে সময়ের মধ্যে ফেরত আসবে তাকে পে-ব্যাক সময় বলে।
২২। বিনিয়োগ মূল্যায়নের সনাতন পদ্ধতি কোনটি?
উত্তর : বিনিয়োগ মূল্যায়নের সনাতন পদ্ধতি
হলো পে-ব্যাক সময় পদ্ধতি এবং গড় মুনাফার
হার পদ্ধতি।
২৩। পণ্য বৈচিত্রায়ন কাকে বলে?
উত্তর : কারবারে বিভিন্ন পণ্যের সমাহরকে পণ্য
বৈচিত্রায়ন বলে।
২৪। মূলধন বাজেটিং-এর কোন পদ্ধতিতে নগদ
প্রবাহকে বিবেচনা করা হয় না?
উত্তর : মূলধন বাজেটিং-এর গড় মুনাফার হার পদ্ধতিতে নগদ প্রবাহকে বিবেচনা করা হয় না।
২৫। ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন কিসের ওপর
নির্ভর করে?
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন পণ্যের বাজার চাহিদার ওপর অথবা মূলধন বাজেটিং সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
২৬। ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও অস্তিত্ব কিসের ওপর নির্ভর করে?
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও অস্তিত্ব
নির্ভর করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের
ওপর।
২৭। নগদ আন্তঃপ্রবাহের সঠিক প্রাক্কলন কিসের
ওপর নির্ভর করে?
উত্তর : নগদ আন্তঃপ্রবাহের সঠিক প্রাক্কলন
নির্ভর করে পণ্যের ভবিষ্যৎ বছরগুলোতে বিক্রয়মূল্য এবং কতগুলো পণ্য বিক্রয়
হবে তার ওপর।
২৮। মোট মুনাফা থেকে কর বাদ দিলে কী পাওয়া যায়?
উত্তর : মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়।
২৯। মূলধন বাজেটিং-এর অনুমান কিসের ওপর
নির্ভরশীল?
উত্তর : মূলধন বাজেটিং-এর অনুমান ভবিষ্যতের ওপর নির্ভরশীল।
৩০। মূলধন বাজেটিং কিরূপ সিদ্ধান্ত?
উত্তর : মূলধন বাজেটিং ঝুঁকিযুক্ত দীর্ঘমেয়াদি
বিনিয়োগ সিদ্ধান্ত।