আমাদের জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পাখি দোয়েল। তবে জাতীয় পোশাক বলে তেমন কিছু নেই। যদি থাকত, তাহলে হয়তো লুঙ্গির নামটাই থাকত সবার ওপরে। আরামদায়ক পোশাক হিসেবে লুঙ্গির কোনো বিকল্প নেই।
লুঙ্গি
- পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের একাদশ অধ্যায়ে তোমরা লুঙ্গির বিষয়ে পড়েছ। বাঙালির ঐতিহ্যবাহী এই পোশাক সম্পর্কে আরো যা জানতে পারো—
আল সানি

লুঙ্গির ইতিহাস বেশ প্রাচীন। মোটামুটি ৮০০ বছর আগে লুঙ্গির যাত্রা শুরু হয়েছিল ভারতের তামিলনাড়ুতে। লুঙ্গির আদিরূপ হিসেবে দেখা হয় ‘ভেশতি’ নামক এক ধরনের পোশাককে। অবশ্য এই মত নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য আছে।
ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে লুঙ্গি ভারতীয় উপমহাদেশ থেকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় যেতে শুরু করে। ডাচদের হাত ধরে লুঙ্গির রপ্তানিও শুরু হয়।
লুঙ্গি বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী পোশাক। দেশীয় লুঙ্গির বেশির ভাগই তৈরি হয় নরসিংদী, পাবনা ও সিরাজগঞ্জ জেলায়। এর সবচেয়ে বড় পাইকারি বাজার বসে নরসিংদীর বাবুরহাট, সিরাজগঞ্জের শাহজাদপুর ও টাঙ্গাইলের করটিয়ায়। এসব বাজার থেকেই সারা দেশের পাইকারি ব্যবসায়ীরা লুঙ্গি কিনে স্থানীয় বাজারে বিক্রি করেন। বেশির ভাগ সময় সুতি সুতার নরম কাপড় দিয়ে লুঙ্গি তৈরি করা হয়। এই কাপড় এতটাই আরামদায়ক যে গরমের দিনে লুঙ্গি পরা খুবই স্বস্তিদায়ক। পলিয়েস্টার ও সিল্ক দিয়েও লুঙ্গি বানানো সম্ভব। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন নৃগোষ্ঠীর নারীরা লুঙ্গির মতো দেখতে একই রকম একটি পোশাক পরিধান করেন। এটি থামি নামে পরিচিত।
একসময়ের অধিক ব্যবহৃত এই লুঙ্গির ব্যবহার এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। তরুণরা লুঙ্গি পরিধানে আগ্রহ কম দেখাচ্ছে। পাশাপাশি প্রতিনিয়ত শিল্প-কারখানার উন্নতি ও বিশ্বব্যাপী ইউরোপীয় পোশাকের প্রসারের কারণে হয়তো অদূর ভবিষ্যতে লুঙ্গি বিলুপ্ত পোশাকের তালিকায় যুক্ত হবে।
সম্পর্কিত খবর

সপ্তম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
- সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ

ষষ্ঠ অধ্যায় : বাংলাদেশের জলবায়ু
জ্ঞানমূলক প্রশ্ন
১। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের তুলনায় শিল্পোন্নত দেশগুলো কিসের জন্য দায়ী?
উত্তর : শিল্পোন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তন বা পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী।
২। বিশেষজ্ঞদের মতে একটি দেশে কত ভাগ বনভূমি থাকা দরকার?
উত্তর : ২৫ ভাগ বনভূমি থাকা দরকার।
৩। বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ কত ভাগ?
উত্তর : বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ মাত্র ১৭ ভাগ।
৪। বাংলাদেশে অধিকাংশ ঘূর্ণিঝড় কী কারণে সৃষ্টি হয়?
উত্তর : বাংলাদেশে অধিকাংশ ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সৃষ্টি হয়।
৫। ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে কত মানুষের মৃত্যু হয়?
উত্তর : ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ১০ লাখ মানুষের মৃত্যু হয়।
৬। ২০০৭ সালের কত তারিখে সিডর হয়েছিল?
উত্তর : ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডর হয়েছিল।
৭। সিডরে কত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল?
উত্তর : ৩০ লাখ মানুষ।
৮। আইলা কী?
উত্তর : আইলা ২০০৯ সালে সংঘটিত একটি ঘূর্ণিঝড়।
৯।
উত্তর : মেরু অঞ্চলের বরফ অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে।
১০। বাংলাদেশের প্রধান নদী কয়টি?
উত্তর : বাংলাদেশের প্রধান নদী তিনটি।
১১। বাংলাদেশে বন্যা হওয়ার সঙ্গে উজানের দেশগুলোর সম্পর্ক কী?
উত্তর : উজানের দেশগুলোতে অপরিকল্পিত বাঁধ ও নদীসংযোগের কারণে বাংলাদেশে বন্যা হয়।
১২। বাংলাদেশে বড় আকারের বন্যা হয়েছে কোন কোন সালে?
উত্তর : ১৯৮৮, ১৯৯৮ ও ২০০৪ সালে এ দেশে বড় আকারের বন্যা হয়েছে।
১৩। প্রতিবছর কোন মৌসুমে নদীভাঙন দেখা দেয়?
উত্তর : প্রতিবছর বর্ষা মৌসুমে নদীভাঙন দেখা দেয়।
১৪। বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রকোপ বেশি?
উত্তর : বাংলাদেশের উত্তরাঞ্চলে খরার প্রকোপ বেশি।
১৫। খরা দুর্যোগ এড়াতে কোন উৎস থেকে পানি সংরক্ষণ করতে হবে?
উত্তর : বর্ষা মৌসুমে বৃষ্টি থেকে পানি সংরক্ষণ করতে হবে।
১৬। শৈত্যপ্রবাহ কী?
উত্তর : সময়ের মধ্যে বাতাসের তাপমাত্রা দ্রুততার সঙ্গে নেমে যাওয়াই হচ্ছে শৈত্যপ্রবাহ।
১৭। বাংলাদেশের কোন অঞ্চলে শীতের তীব্রতা বেশি হয়?
উত্তর : বাংলাদেশে শীতের তীব্রতা বেশি হয় উত্তরাঞ্চলে।
১৮। কোন দুর্যোগের সময় বাসস্থানের অভাবে দরিদ্র জনগোষ্ঠী বেশি দুর্দশায় পড়ে?
উত্তর : শৈত্যপ্রবাহের সময় বাসস্থানের অভাবে দরিদ্র জনগোষ্ঠী বেশি দুর্দশায় পড়ে।
১৯। বাংলাদেশে সাধারণত টর্নেডো কোন সময়সীমার মধ্যে হয়ে থাকে?
উত্তর : সাধারণত ফাল্গুনের শেষ থেকে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি পর্যন্ত।
২০। টর্নেডো কাকে বলে?
উত্তর : প্রচণ্ড গতিসম্পন্ন ঘূর্ণিঝড়কে টর্নেডো বলে।
২১। কালবৈশাখী কোন দিক থেকে আসে?
উত্তর : কালবৈশাখী সাধারণত উত্তর-পশ্চিম দিকে থেকে আসে।
২২। আবহাওয়া কী?
উত্তর : আবহাওয়া হচ্ছে কোনো একটি অঞ্চলের এক দিন বা কয়েক দিনের কোনো বিশেষ সময়ের বাতাসের চাপ, তাপ ও আর্দ্রতাপূর্ণ অবস্থা।
২৩। জলবায়ু কাকে বলে?
উত্তর : কোনো অঞ্চলের ৩০ থেকে ৪০ বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে।
২৪। বাংলাদেশ কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর : বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত।
২৫। বাংলাদেশের জলবায়ুর নাম কী?
উত্তর : বাংলাদেশের জলবায়ুর নাম ক্রান্তীয় মৌসুমি জলবায়ু।
২৬। বাংলাদেশে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বেশি হয় কখন?
উত্তর : বাংলাদেশে এপ্রিল-মে ও অক্টোবর-নভেম্বর মাসে মৌসুমি বায়ুর প্রভাবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বেশি হয়।
২৭। গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রার গড় কত?
উত্তর : গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রার গড় ২১ ডিগ্রি সেলসিয়াস।
২৮। শীতকালে বাংলাদেশের তাপমাত্রা কত থাকে?
উত্তর : শীতকালে বাংলাদেশের তাপমাত্রা ৯.৯ ডিগ্রি থেকে ৩০.৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে।

অষ্টম শ্রেণি : বিজ্ঞান
- সৈয়দা জুয়েলী আকতার, সহকারী শিক্ষক, বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বেতাগী, বরগুনা

দ্বাদশ অধ্যায় : মহাকাশ ও উপগ্রহ
বহু নির্বাচনী প্রশ্ন
১। ইউরেনাস গ্রহের কতটি উপগ্রহ রয়েছে?
ক. ১৪টি খ. ২৭টি
গ. ৬২টি ঘ. ৬৭টি
২। প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম কী?
ক. স্পুিনক‑১ খ. ইনসট
গ. এক্সপ্লোরার‑১ ঘ. ভস্টক‑১
৩। টেলিভিশন ও টেলিফোন সিগন্যাল পরিবহনে কোন ধরনের উপগ্রহ ব্যবহৃত হয়?
ক. যোগাযোগ উপগ্রহ
খ. নৌপরিবহন উপগ্রহ
গ. আবহাওয়া উপগ্রহ
ঘ. পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ
৪।
ক. পদার্থে পূর্ণ অঞ্চল
খ. পদার্থের অনুপস্থিত অঞ্চল
গ. বায়ুমণ্ডল ঘ. গ্যাসমেঘ
৫। গ্যালাক্সি কী?
ক. খালি অঞ্চল খ. একটি গ্রহ
গ. নক্ষত্র ও গ্রহের ভিড়
ঘ. একটি উপগ্রহ
৬। আমরা কোন গ্যালাক্সিতে বাস করি?
ক. অ্যান্ড্রোমিডা খ. মিল্কিওয়ে
গ. ট্রায়াঙ্গুলাম ঘ. সাইগন গ্রুপ
৭। ভস্টক‑১ কোনটির জন্য পরিচিত?
ক. প্রথম রোবট
খ. প্রথম মানুষবাহী মহাকাশযান
গ. প্রথম যোগাযোগ উপগ্রহ
ঘ. প্রথম আবহাওয়া উপগ্রহ
৮।
ক. ভূমিকম্প সৃষ্টি করতে
খ. সূর্য নিরীক্ষণে
গ. পৃথিবীর তাপমাত্রা নির্ণয়ে
ঘ. আবহাওয়া পর্যবেক্ষণে
৯। প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?
ক. অ্যাপোলো-১১ খ. চন্দ্রযান
গ. স্পুিনক-১ ঘ. ভায়াগার
১০। উপগ্রহ কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১১। ভূ-স্থির উপগ্রহের কাজ কী?
ক. কৃষি উন্নয়ন খ. যোগাযোগ
গ. চাষাবাদ ঘ. ভূমি পরীক্ষা
১২।
ক. কেবল ধুলা খ. গ্যাস, ধুলা ও নক্ষত্র
গ. কেবল গ্রহ ঘ. কেবল আলো
১৩। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কিলোমিটার?
ক. ১৫ কোটি কিলোমিটার
খ. ৩০ কোটি কিলোমিটার
গ. ১০ কোটি কিলোমিটার
ঘ. ৩ লাখ কিলোমিটার
১৪। আলোর গতি প্রতি সেকেন্ডে কত?
ক. ৩ লাখ কিলোমিটার খ. ৩০ হাজার কিলোমিটার
গ. ৩ কিলোমিটার ঘ. ৩০০ কিলোমিটার
১৫। নক্ষত্রপুঞ্জ বলতে বোঝায়—
ক. অনেক গ্রহের দল খ. ছায়াপথ
গ. ধুলা ও গ্যাস ঘ. বহু নক্ষত্রের দল
১৬। পৃথিবী থেকে সূর্যের আলো আমাদের কাছে পৌঁছতে সময় লাগে—
ক. ২৪ ঘণ্টা খ. ১ ঘণ্টা
গ. ১৫ সেকেন্ড ঘ. ৮ মিনিট ২০ সেকেন্ড
১৭।
ক. নক্ষত্রের ঝাঁক খ. গ্রহের দল
গ. কেবল ধূলিকণা ঘ. কেবল গ্যাস
১৮। যে গ্যালাক্সিতে পৃথিবী অবস্থিত তার নাম কী?
ক. অরিয়ন খ. মিল্কিওয়ে
গ. প্লুটো ঘ. অ্যান্ড্রোমিডা
১৯। ‘বিগ ব্যাং’ (Big Bang) তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের উৎপত্তি হয়েছে—
ক. ১৩.৭৫ বছর আগে
খ. ১৩.৭৫ কোটি বছর আগে
গ. ১৩.৭৫ লাখ বছর আগে
ঘ. ১৩.৭৫ বিলিয়ন বছর আগে
২০। বিশ্বের প্রথম নারী মহাকাশচারী কে ছিলেন?
ক. স্যালি রাইড খ. ভ্যালেন্তিনা তেরেসকোভা
গ. ইউরি গ্যাগারিন ঘ. পেগি হুইটসন
উত্তর : ১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. গ
৬. খ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. খ
১২. খ ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ
১৭. ক ১৮. খ ১৯. ঘ ২০. খ।

নবম ও দশম শ্রেণি : ইংরেজি
- সুবর্ণা অধিকারী, অধ্যক্ষ, দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল, দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা

Unit-14
Lessons: 1-6
Read the text and answer the ques tions.
One day, a hare was walking in the fores t when he saw a tortoise. The hare was the fas tes t animal in the fores t. The tortoise was the slowes t animal in the fores t. The hare called out to the tortoise, “Hurry up! You are so slow! Can’t you walk fas ter? Can’t you run?” The tortoise felt angry and said to the hare, “Why don’t we have a race? Maybe I can win!” The hare laughed and laughed. “Sure! I will win!” the hare said. They agreed to s tart next to a big tree and finish at the river. Then they called their friends to watch. The hare s tood beside the tortoise and the race began. The hare ran quickly and in a few minutes the hare was out of sight. The hare said to himself, “The tortoise is very far behind. I can see the finish line. I have time for a nap!” Soon the hare was asleep under a tree next to the path. The tortoise walked s teadily, on and on. He didn’t s top. Soon, he passed the sleeping hare. The hare slept for an hour. When he finally woke up, he looked at the finish line. He couldn’t believe his eyes! Tortoise was almos t at the finish line! The hare ran as fas t as he could, but it was too late. The tortoise crossed the finish line and won the competition! The hare was furious! The tortoise looked back at the hare and smiled. Then he said, “Slow but s teady wins the race!”
1. Write the answer on the answer paper.
a. Who is the slowes t animal in the fores t?
(i) hare (ii) tortoise
(iii) rabbit (iv) deer
b. Who laughed and laughed?
(i) hare (ii) tortoise
(iii) rabbit (iv) deer
c. The animals came to watch ___.
(i) race (ii) television
(iii) fight (iv) game
d. Who had taken a nap in the race?
(i) tortiose (ii) fox
(iii) deer (iv) hare
e. Who was furious!
(i) hare (ii) tortoise
(iii) rabbit (iv) deer
f. What is the similar word of ‘nap’?
(i) A long sleep (ii) A short sleep (iii) Run slowly (iv) Run quickly
g. What is the opposite word of ‘move’?
(i) walk (ii) run (iii) s tay (iv) go
Answer
(a) (ii) tortoise (b) (i) hare
(c) (i) race (d) (iv) hare
(e) (i) hare (f) (ii) A short sleep
(g) (iii) s tay
।

এইচএসসির প্রস্তুতি : জীববিজ্ঞান দ্বিতীয় পত্র
- সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সখিপুর সরকারি কলেজ, সখিপুর, টাঙ্গাইল

মডেল প্রশ্ন
বহু নির্বাচনী প্রশ্ন
১। অরীয় প্রতিসাম্যের উদাহরণ হলো—
i. Hydra
ii. Taenia
iii. Astropecten
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অমিত সমুদ্রসৈকত থেকে স্টারফিশ ও একটি হাঙর সংগ্রহ করল। রনি তাকে বলল তার সংগৃহীত শেষোক্ত প্রাণীটি মাছ হলেও প্রথমটি কিন্তু মাছ নয়।
২।
ক. Cnidaria
খ. Arthropoda
গ. Echinodermata
ঘ. Chordata
৩। উদ্দীপকের প্রথম প্রাণীটি শেষোক্ত প্রাণী থেকে পৃথক করার ভিত্তি হলো—
i. শ্বসন কৌশল
ii. অন্তঃকঙ্কাল
iii. আবাসস্থল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। Aves শ্রেণির বৈশিষ্ট্য হলো—
i. উষ্ণ রক্তবিশিষ্ট
ii. দেহ পালকে আবৃত
iii. অস্থি বায়ুপূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
চিত্রটি লক্ষ করো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৫। উদ্দীপকের B অংশের কাজ কোনটি?
ক. খাদ্য গ্রহণ ও পরিপাক করা
খ. ক্ষণপদের মাধ্যমে চলন
গ. আত্মরক্ষা করা ঘ. জননে সহায়তা করা
৬।
i. কোষ লম্বা ও সরু
ii. পুষ্টিকোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে
iii. মুক্ত প্রান্তে সংবেদী রোম থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ও ii ও iii
৭। ঘাসফড়িংয়ের পরস্ফুিটনের সঠিক ধাপ কোনটি?
ক. ডিম → লার্ভা → পিউপা → ইমাগো
খ. ডিম → নিম্ফ → পিউপা → ইমাগো
গ. ডিম → নিম্ফ → ইমাগো
ঘ. ডিম → লার্ভা → ইমাগো
উপরোক্ত চিত্রের মাধ্যমে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৮। উদ্দীপকে উল্লিখিত অঙ্গে কোন গ্যাস পাওয়া যায়—
i. O2 ii. N2
iii. CO2
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ও ii ও iii
৯। উল্লিখিত অঙ্গটি—
i. উদস্থিতিয় অঙ্গ
ii. শব্দ উৎপন্নকারী অঙ্গ
iii. শিকার ধরার অঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ও ii ও iii
১০।
ক. পদ্মা খ. হালদা
গ. কর্ণফুলী ঘ. মেঘনা
নিচের উদ্দীপক থেকে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মানবদেহের পরিপাকতন্ত্রে পাতার মতো একটি অঙ্গ আছে।
১১। উল্লিখিত অঙ্গটির নাম কী?
ক. অগ্ন্যাশয় খ. যকৃৎ
গ. পাকস্থলী ঘ. প্লীহা
১২। উল্লিখিত অঙ্গটির কাজ—
i. গ্যাস্ট্রিক রস ক্ষরণ করা
ii. শর্করা পরিপাককারী এনজাইম ক্ষরণ করা
iii. মিশ্রগ্রন্থি হিসেবে কাজ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ও ii ও iii
উদ্দীপকটির আলোকে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১৩। A চিহ্নিত অঙ্গটি কয়টি খণ্ডাংশে বিভক্ত?
ক. ৪ খ. ৩
গ. ২ ঘ. ১
১৪।
i. বিভিন্ন রঞ্জক ii. বিভিন্ন উৎসচক
iii. বিভিন্ন প্রাণরস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ও ii ও iii
উদ্দীপকটির আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ষোলো বছর বয়সী রহিমের দেহের উচ্চতা ১.৬ মিটার হলেও তার দৈহিক ওজন ৮০ কেজি।
১৫। উদ্দীপকে রহিমের দেহের ওজন সূচক (BMI) কত kgm-2?
ক. ৩০.৭৫ খ. ৩১.২৫
গ. ৩১.৭৫ ঘ. ৩২.২৫
১৬। উদ্দীপকে রহিমের স্বাস্থ্যগত সমস্যার জন্য দায়ী—
i. জিনগত সংবেদনশীলতা
ii. পারিবারিক জীবনযাত্রা
iii. মানসিক আঘাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i ও ii ও iii
১৭। কোন রক্তকণিকা থেকে হিস্টামিন ক্ষরিত হয়?
ক. বেসোফিল খ. নিউট্রোফিল
গ. ইওসিনোফিল ঘ. মনোসাইট
১৮। হৃৎপিণ্ডের মায়োজেনিক হৃত্স্পন্দনে বিদ্যুত্প্রবাহের সঠিক গতিপথ কোনটি?
ক. SAN → AVN পার্কিনজি তন্তু → বান্ডল অব হিজ
খ. SAN → পার্কিনজি তন্তু → AVN → বান্ডল অব হিজ
গ. SAN → AVN → বান্ডল অব হিজ → পার্কিনজি তন্তু
ঘ. AVN → SAN → বান্ডল অব হিজ → পার্কিনজি তন্তু
১৯। শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড বিনিময় হয়?
ক. ট্রাকিওল
খ. ট্রাকিয়া
গ. ব্রঙ্কাস
ঘ. অ্যালভিওলাস
২০। মানবদেহে ডান ফুসফুসে কয়টি লোবিউল থাকে?
ক. ১০ খ. ৮
গ. ৬ ঘ. ৪
২১। কোন রোগে অ্যালভিওলাস ফেটে ফুসফুসে ফাঁকা জায়গার সৃষ্টি করে?
ক. ব্রঙ্কাইটিস
খ. এমফাইসেমা
গ. প্লুরোসি
ঘ. নিউমোনিয়া
নিচের চিত্রটি লক্ষ করো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও :
২২। প্রথম শ্রেণির লিভার কোনটি?
ক. A খ. B গ. C ঘ. A I B
২৩। কোনটি তৃতীয় শ্রেণির লিভার?
ক. A খ. B গ. C ঘ. A I B
২৪। টেস্ট ক্রসের জিনোটাইপিক অনুপাত কত?
ক. ৩ঃ১ খ. ১ঃ১
গ. ১ঃ২ঃ১ ঘ. ২ঃ১
২৫। Archaeoptey-কে কোন কোন শ্রেণির সংযোগকারী যোগসূত্র বলা হয়?
ক. উভচর ও পাখি খ. উভচর ও সরীসৃপ
গ. সরীসৃপ ও পাখি ঘ. পাখি ও স্তন্যপায়ী
উত্তর : ১. খ ২. গ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. ঘ
৭. গ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. ঘ
২০. ক ২১. খ ২২. ক ২৩. গ ২৪. খ ২৫. গ।