যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাকে কী হিসেবে মনোনীত করা হলো?
উত্তর : প্রথম শ্রেণিনেতা।
১০। সবাই হাসিমুখে শ্রেণিনেতাদের বরণ করে নিল কেন?
উত্তর : সবার মতামত নিয়ে শ্রেণিনেতা নির্বাচিত হয়েছে বলে।
১১। বিদ্যালয়ে গণতান্ত্রিক আচরণের একটি উদাহরণ লেখ।
উত্তর : বিদ্যালয়ে গণতান্ত্রিক আচরণের একটি উদাহরণ হলো, অধিকাংশের মতামতের ভিত্তিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের তারিখ নির্ধারণ।
১২। স্কুলের প্রধান শিক্ষক যেকোনো কাজে অধিকাংশের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন। শিক্ষকের আচরণে কোনটি প্রকাশ পায়?
উত্তর : শিক্ষকের আচরণে গণতান্ত্রিক মনোভাব প্রকাশ পায়।
১৩। বাদল পঞ্চম শ্রেণির ছাত্র। তার ক্লাসে কিভাবে শ্রেণিনেতা নির্বাচিত হবে?
উত্তর : তার ক্লাসে সবার ঐকমত্যের ভিত্তিতে শ্রেণিনেতা নির্বাচিত হবে।
১৪। ‘ক’ দেশে জনগণের শাসন বিদ্যমান। ‘ক’ দেশে কোন ধরনের শাসনব্যবস্থা বিদ্যমান?
উত্তর : ‘ক’ দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিদ্যমান।
১৫। শ্রেণিশিক্ষক সকলের ভোটে শ্রেণিনেতা নির্বাচন করেন। এতে কোনটি প্রকাশ পায়?
উত্তর : এতে গণতান্ত্রিক মনোভাব প্রকাশ পায়।
১৬। শিক্ষক আহাদ শ্রেণিনেতাকে শ্রেণিকক্ষ সাজানোর ব্যাপারে নির্দেশ দেন। শ্রেণিনেতা কাজটি কিভাবে করবে?
উত্তর : শ্রেণিনেতা সকলের মতের ভিত্তিতে কাজটি করবে।
১৭। সিফাতদের বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ ক্ষেত্রে সিফাতরা কিভাবে কাজ করবে?
উত্তর : সিফাতরা সকলের মতের ভিত্তিতে কাজ করবে।
১৮। মিসেস হাবিবা বাড়ির সকল সিদ্ধান্ত নিজেই গ্রহণ করেন। তাঁর আচরণে কিসের অভাব রয়েছে?
উত্তর : তাঁর আচরণে গণতান্ত্রিক মনেভাবের অভাব রয়েছে।
১৯। ঝুমার মা প্রতিদিন সবার পছন্দের খাবার তৈরি করে দেন। এখানে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?
উত্তর : এখানে গণতান্ত্রিক মনোভাব বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
২০। শফিকুল ইসলাম তাঁর প্রতিষ্ঠানের সেবার মান উন্নত করতে চান। এ ক্ষেত্রে তার কী করা উচিত?
উত্তর : এ ক্ষেত্রে তার অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে কাজ করা উচিত।
২১। রিয়াজ সাহেব তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন। ফলে কর্মীদের মধ্যে কোনটি ঘটবে?
উত্তর : কর্মীরা নিজেদের মত প্রকাশে উৎসাহী হবেন।
২২। আমাদের দেশের শাসনব্যবস্থায় জনগণের শাসন বিদ্যমান। আমাদের দেশে কোন শাসনব্যবস্থা বিদ্যমান?
উত্তর : আমাদের দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিদ্যমান।
২৩। তোমাদের শ্রেণিতে দলনেতা নির্বাচন করতে চাও। এ ক্ষেত্রে কার মতামতকে বেশি গুরুত্ব দেবে?
উত্তর : এ ক্ষেত্রে সকলের মতামতকে গুরুত্ব দেব।
২৪। তোমার একজন বন্ধু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় তোমার চেয়ে বেশি নম্বর পেয়েছে। তুমি কী করবে?
উত্তর : আমি তাকে অভিনন্দন জানাব।
২৫। গণতন্ত্রের অর্থ কী?
উত্তর : গণতন্ত্রের অর্থ জনগণের শাসন।
২৬। আমরা প্রতিদিন কেমন ধরনের কাজ করি?
উত্তর : বিভিন্ন রকম।