মডেল প্রশ্ন
বহু নির্বাচনী প্রশ্ন
১। কোনটি নবায়নযোগ্য সম্পদ?
ক) প্রাকৃতিক গ্যাস
খ) কয়লা
গ) খনিজ তেল ঘ) সৌরশক্তি
২। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কী?
ক) মিথেন খ) হাইড্রোজেন
গ) বায়োগ্যাস ঘ) ইথেন
৩। সিমেন্ট তৈরির উপাদান কোনটি?
ক) সিলিকা খ) সার
গ) চুনাপাথর ঘ) সিরামিক
৪।
সেন্ট মার্টিন দ্বীপ গঠনের সঙ্গে কোনটির সম্পর্ক রয়েছে?
ক) চুনাপাথর খ) কয়লা
গ) সিরামিক ঘ) সিলিকা বালু
৫। চুনাপাথর পাওয়া যায়—
i. কক্সবাজার
ii. খুলনা
iii. জয়পুরহাট
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) iও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। বাংলাদেশে কোন ধরনের কয়লা বেশি পাওয়া যায়?
ক) বিটুমিনাস খ) পিট
গ) এনথ্রসাইট ঘ) লিগনাইট
৭। বিদ্যুৎ শক্তির উৎস—
i. খরস্রোতা নদী
ii. প্রাকৃতিক গ্যাস
iii. খনিজ তেল
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮।
ধান কোন অঞ্চলের ফসল?
ক) নিরক্ষীয় খ) ভূমধ্যসাগরীয় গ) ক্রান্তীয় ঘ) মৌসুমি
৯। নিচের কোনটি কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক?
ক) মূলধন খ) পরিবহন
গ) বিজ্ঞান ও প্রযুক্তি
ঘ) জনসংখ্যা
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জামিলা উচ্চ শিক্ষার জন্য জাপান গমন করে। সেখানে সে জাপানি কাপড় দেখে বিস্মিত হয়।
১০।
দেশটির কোন অঞ্চলকে ম্যানচেস্টার বলা হয়?
ক) ইয়োকোহামা খ) টোকিও
গ) ওসাকা ঘ) ম্যানইউ
১১। দেশটির এই অঞ্চলকে ম্যানচেস্টারের সাথে তুলনা করার কারণ—
i. সুলভ পরিবহন ব্যবস্থা
ii. এখানে বড় বড় কাপড়ের কল রয়েছে
iii. কাঁচামালের অপ্রতুলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। বাংলাদেশ ও ভারত কী ধরনের দেশ?
ক) উন্নয়নশীল খ) উন্নত গ) শিল্পোন্নত ঘ) অনুন্নত
১৩। সার তৈরির অন্যতম কাঁচামাল কোনটি?
ক) প্রাকৃতিক গ্যাস
খ) চুনাপাথর
গ) জিপসাম
ঘ) প্রাকৃতিক গ্যাস
১৪। আর্থিক অবস্থার উন্নতি বলতে বোঝায় একটি দেশের—
i. মাথাপিছু আয়
ii. জাতীয় আয়
iii. উৎপাদনক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫।
এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
ক) ভারত খ) চীন
গ) পাকিস্তান ঘ) মালয়েশিয়া
১৬। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
ক) আফ্রিকা খ) উত্তর আমেরিকা
গ) ইউরোপ ঘ) এশিয়া
১৭। কোনটি বরফাবৃত মহাদেশ?
ক) দক্ষিণ আমেরিকা
খ) এন্টার্কটিকা
গ) ইউরোপ
ঘ) উত্তর আমেরিকা
১৮। জনসংখ্যার অব্যাহত বৃদ্ধির হার কিসের ওপর প্রভাব ফেলে?
ক) পানি খ) কৃষি
গ) পরিবেশ ঘ) ভূমি
১৯। বাংলাদেশের বেশির ভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠী
কোথায় বাস করে?
ক) খুলনায় খ) সিলেটে
গ) কুমিল্লায় ঘ) পার্বত্য চট্টগ্রামে
২০। নিম্নের কোন জেলায় সবচেয়ে কম ঘনবসতি দেখা যায়?
ক) বরিশাল খ) যশোর
গ) খাগড়াছড়ি ঘ) নারায়ণগঞ্জ
২১। বর্তমান বিশ্বে যেসব কারণে অধিক অভিগমন হচ্ছে—
i. উচ্চ মজুরি
ii. উন্নত জীবনযাপন
iii. উচ্চ শিক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। GIS-এর বহুল ব্যবহৃত সফটওয়্যার কোনটি?
ক) ARC-GIS
খ) ARC-PRO
গ) DISSW
ঘ) INSS
২৩। নিরক্ষীয় অঞ্চলের মানচিত্র কোন অভিক্ষেপ দ্বারা অঙ্কন সঠিক হয়?
ক) সরল বেলন খ) মেরুদেশীয়
গ) শাঙ্কব অভিক্ষেপ ঘ) বেলনাকার অভিক্ষেপ
২৪। মানচিত্র অভিক্ষেপের জন্য অত্যাবশ্যকীয়
উপাদান কোনটি?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
২৫। সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল—
i. জিপসাম
ii. চীনামাটি
iii. চুনাপাথর
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১. ঘ ২. ক ৩. গ ৪. ক ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮.ঘ ১৯. ঘ ২০. গ ২১. ঘ ২২. ঘ ২৩. ক ২৪. খ ২৫. ক।