মডেল প্রশ্ন
বহু নির্বাচনী প্রশ্ন
১। ইনানি বিচ কোথায়?
ক. খাগড়াছড়ি খ. বান্দরবান
গ. চট্টগ্রাম ঘ. কক্সবাজার
২। পতেঙ্গা সমুদ্রসৈকত কোথায়?
ক. কক্সবাজার খ. বান্দরবান
গ. চট্টগ্রাম ঘ. খাগড়াছড়ি
৩। বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে কোনটি অন্যতম?
ক. ইক্ষু খ. পাট
গ. চা ঘ. গম
৪।
পাট চাষ ভালো হয় কোন মাটিতে?
ক. দো-আঁশ মাটিতে খ. এঁটেল মাটিতে
গ. পলিযুক্ত দো-আঁশ মাটিতে
ঘ. বেলে মাটিতে
৫। যমুনা সার কারখানা কোথায় অবস্থিত?
ক. সাভার খ. ফেঞ্চুগঞ্জ
গ. আশুগঞ্জ ঘ. কেরানীগঞ্জ
৬। বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত?
ক. ১০,০০০ বর্গকিলোমিটার
খ. ৯,৭৮৯ বর্গকিলোমিটার
গ. ৯,৪০৫ বর্গকিলোমিটার
ঘ. ১১,৯০৮ বর্গকিলোমিটার
৭। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কী?
ক. বাংলাদেশ খ. ভারত
গ. শ্রীলঙ্কা ঘ. মালয়েশিয়া
৮।
বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্য অবস্থিত?
ক. মিজোরাম খ. ত্রিপুরা
গ. আসাম ঘ. পশ্চিমবঙ্গ
৯। বাংলাদেশের সর্বমোট সীমারেখা কত কিলোমিটার?
ক. ৩,৭১৫ খ. ৪,৭১১
গ. ৪,৫৩২ ঘ. ৩,৯৮৭
১০। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত?
ক. ৭১৬ কিলোমিটার খ. ২৮০ কিলোমিটার
গ. ৭৭৫ কিলোমিটার ঘ. ৭১১ কিলোমিটার
১৫। ‘স্পারসো’ কী ধরনের সংস্থা?
ক. সরকারি খ. বেসরকারি
গ. ব্যক্তিগত ঘ. আন্তর্জাতিক
১৬।
দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে কী বলে?
ক. পুনরুদ্ধার খ. সাড়াদান
গ. পূর্বপ্রস্তুতি ঘ. প্রশমন
১৭। দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান হলো—
i. পূর্বপ্রস্তুতি ii. প্রশমন
iii. প্রতিরোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১৮। নদীর গতিপথ পরিবর্তনের ফলে কোনটি ঘটে?
ক. খরা দেখা দেয় খ. বন্যা দেখা দেয়
গ. ঘূর্ণিঝড় তৈরি হয় ঘ. নদীভাঙন দেখা দেয়
১৯। দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক উদ্দেশ্য কয়টি?
ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২
নিচের উদ্দীপক পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আব্দুল হক পরিবার নিয়ে পদ্মা নদীর পারে বসবাস করতেন। গত বর্ষায় নদীভাঙনের ফলে তাঁরা অন্যত্র আশ্রয় নেন।
২০। উক্ত ঘটনায় কোন বায়ু সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে?
ক. অয়ন খ. মৌসুমি
গ. অনিয়ত ঘ. নিয়ত
২১। উক্ত ঘটনাকে বলা হয়—
i. নিয়মিত সমস্যা ii. চলমান প্রক্রিয়া
iii. মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
২২। চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলরাশিকে কী বলা হয়?
ক. উপসাগর খ. হ্রদ
গ. মহাসাগর ঘ. সাগর
২৩। বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ৯১৬ খ. ৭৯০
গ. ৭১৬ ঘ. ৭০০
২৪। চাঁদ কোন বলের প্রভাবে পৃথিবীর চারপাশে ঘুরতে সক্ষম হয়?
ক. ঘুরন্ত বল খ. অভিকর্ষ বল
গ. মহাকর্ষ বল ঘ. সৌরশক্তির বল
২৫। সৌরজগতের কেন্দ্রে অবস্থান করে কোনটি?
ক. বুধ খ. সূর্য
গ. শনি ঘ. পৃথিবী
উত্তর : ১. ঘ ২. গ ৩. খ ৪. গ ৫. খ ৬. গ
৭. ক ৮. ঘ ৯. ঘ ১০. ঘ ১৫. ক ১৬. গ
১৭. ঘ ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. ঘ
২২. খ ২৩. গ ২৪. গ ২৫. খ।