মডেল প্রশ্ন
বহু নির্বাচনী প্রশ্ন
১। সেনাবাহিনী কোন ধরনের মানচিত্র ব্যবহার করে?
ক. স্থানীয় খ. প্রাকৃতিক
গ. মৌজা ঘ. দেয়াল
২। প্রতিভূ অনুপাত স্কেলে থাকে—
i. হর অংশ
ii. লব অংশ
iii. পূর্ণ অংশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। কোন ধরনের মাপনীর সাহায্যে দুটি স্থানের দূরত্ব সহজেই মাপা যায়?
ক. তুলনামূলক খ. কর্ণীয়
গ. সরল ঘ. উলম্ব
৪।
মানচিত্র ছোট বা বড় করা যায় কোনটির সাহায্যে?
ক. ওপিসোমিটার খ. স্পিডোমিটার
গ. ন্যানোমিটার ঘ. পেন্টোগ্রাফ
৫। মানচিত্র সংকোচন ও প্রসারণ করতে কয়টি পদ্ধতি ব্যবহৃত হয়?
ক. ৪ খ. ৩
গ. ২ ঘ. ১
৬। নিরক্ষীয় অঞ্চলে সূর্য কিভাবে কিরণ দেয়?
ক. তীর্যকভাবে খ. সমান্তরালভাবে
গ. সোজাসুজি ঘ. লম্বভাবে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আবহাওয়ার বিভিন্ন উপাদানের ওপর সমুদ্রস্রোতের প্রভাব রয়েছে। আর্দ্রতা ও বৃষ্টিপাতের প্রভাবের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়।
৭। উদ্দীপকে উল্লিখিত বৃষ্টির জন্য কোন স্রোত দায়ী?
ক. উপসাগরীয় খ. উষ্ণ উপসাগরীয়
গ. দক্ষিণ নিরক্ষীয় ঘ. উত্তর নিরক্ষীয়
৮। উক্ত স্রোতের প্রবাহের কারণে—
i. যাত্রী ও পণ্য পরিবহন সুবিধা হয়
ii. সার্বিক বাণিজ্যের জন্য সহায়ক
iii. হ্রদের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। মৌসুমি স্রোত কোন মহাসাগরে দেখা যায়?
ক. আটলান্টিক খ. উত্তর
গ. প্রশান্ত ঘ. ভারত
১০।
সমুদ্রস্রোত সৃষ্টির কারণ—
i. বায়ুপ্রবাহ
ii. উষ্ণতার তারতম্য
iii. পৃথিবীর আবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
ক. ডিসেম্বর খ. জানুয়ারি
গ. ফেব্রুয়ারি ঘ. মার্চ
১২। বাংলাদেশের উষ্ণতম ঋতু কোনটি?
ক. শীতকাল খ. শরৎকাল
গ. গ্রীষ্মকাল ঘ. বসন্তকাল
১৩। বাংলাদেশের জলবায়ু—
i. অপরিবর্তনশীল ii. উষ্ণ ও আর্দ্র
iii. সমভাবাপন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। শীতকালে সূর্যরশ্মি কিভাবে পতিত হয়?
ক. তির্যকভাবে খ. লম্বভাবে
গ. সমান্তরালভাবে ঘ. সোজাসুজি
১৫।
বাংলাদেশের ওপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
ক. মকরক্রান্তি খ. মেরু
গ. নিরক্ষরেখা ঘ. কর্কটক্রান্তি
১৬। জলবায়ুর ভিন্নতার কারণ—
i. উচ্চতার কারণ ii. অক্ষাংশগত অবস্থান
iii. জনসংখ্যাগত অবস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। সমুদ্র সমতল থেকে ওপরের দিকে বায়ুর ঘনত্ব কেমন হয়?
ক. স্থির থাকে খ. বৃদ্ধি পায়
গ. হ্রাস পায় ঘ. গতি বৃদ্ধি পায়
১৮। স্থানীয় বায়ু হলো—
i. বোরা ii. চিনুক
iii. বিরুলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। পশ্চিমা বায়ু কোন ধরনের বায়ু?
ক. নিয়ত বায়ু খ. বাণিজ্যিক বায়ু
গ. স্থানীয় ঘ. সাময়িক বায়ু
২০। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে কী বায়ু বলে?
ক. মৌসুমি বায়ু খ. অয়ন বায়ু
গ. স্থানীয় ঘ. সাময়িক বায়ু
২১। বায়ুমণ্ডলের স্তর কয়টি?
ক. ৪ খ. ৫
গ. ৬ ঘ. ৭
২২। স্বাভাবিক অবস্থায় কত মিটার উচ্চতায় ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়?
ক. ১৫৬ খ. ১৬৬
গ. ১৭০ ঘ. ১৮৮
২৩। বায়ুমণ্ডলের গ্যাসগুলোর মধ্যে সর্বাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস কোনটি?
ক. কার্বন ডাই-অক্সাইড
খ. অক্সিজেন গ. নাইট্রোজেন ঘ. আর্গন
২৪। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রবিদ্যুৎ দেখা যায়?
ক. ট্রপোস্ফিয়ার খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. মেসোস্ফিয়ার ঘ. এক্সোস্ফিয়ার
২৫। বায়ুদূষণের সচল উৎস কোনটি?
ক. পরিবেশ খ. খনিজ
গ. মানুষ ঘ. যানবাহন
২৬। জৈবিক বিচূর্ণীভবন কত ধরনের?
ক. ৫ খ. ৪
গ. ৩ ঘ. ২
২৭। নিচের কোনটি নদীর প্রাথমিক অবস্থা?
ক. মধ্যগতি খ. নিম্নগতি
গ. ঊর্ধ্বগতি ঘ. অতি নিম্নগতি
উদ্দীপকের আলোকে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
গিরিজনি আলোড়নের ফলে এই পর্বতের সৃষ্টি হয়েছে। ভূত্বক ভূ-অভ্যন্তরের সঙ্গে সমানতালে সংকুচিত হতে না পারায় পৃথিবীর বিভিন্ন অংশের শিলাগুলোর মধ্যে চাপের পার্থক্য হয় এবং ভূত্বকের কোনো কোনো স্থান সংকুচিত হয়।
২৮। উদ্দীপকের পর্বতটি কোন ধরনের?
ক. আগ্নেয় খ. ল্যাকোলিথ
গ. ক্ষয়জাত ঘ. ভঙ্গিল
২৯। উদ্দীপকে উল্লিখিত পর্বতটির বৈশিষ্ট্য—
i. ভূ-অভ্যন্তরে গলিত লাভা
ii. ভূভাগের স্থান পরিবর্তন
iii. ভূত্বকে ভাঁজের সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার?
ক. ২৭ খ. ১৭
গ. ৭ ঘ. ৭৭
উত্তর : ১. খ ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ঘ
৭. খ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. খ ২২. খ ২৩. খ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. গ ২৮. ঘ ২৯. গ ৩০. খ।