দ্বিতীয় অধ্যায়
সমাজকর্মের শাখা
বহু নির্বাচনী প্রশ্ন
১। শিল্প সমাজকর্ম কাদের অধিকার ও সুবিধা নিয়ে কাজ করে?
ক) কর্মীর খ) মালিকের
গ) উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের
ঘ) মালিক-কর্মী উভয়ের
২। স্কুল সমাজকর্মী কাদের উন্নয়নে কাজ করেন?
ক) শিক্ষার্থীর খ) অভিভাবকের
গ) শিক্ষকের ঘ) এসএমসির
৩। বিদ্যালয় সমাজকর্ম ভূমিকা রাখে—
i. পড়াশোনার মান উন্নয়নে
ii. শিশুশ্রম হ্রাসকরণে
iii. অভিভাবকদের উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪।
দলীয় প্রক্রিয়ায় বিদ্যালয় সমাজকর্মীর সহায়ক কী?
ক) অভিজ্ঞতা খ) জ্ঞান
গ) পরিবেশ ঘ) সম্পদ
৫। শিল্প সমাজকর্মী একজন—
i. উপদেষ্টা ii. প্রশাসক
iii. পরামর্শক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। জাতিসংঘের মতে, প্রবীণদের বয়স—
ক) ৫০ বছরের ঊর্ধ্বে
খ) ৫৫ বছরের ঊর্ধ্বে
গ) ৬০ বছরের ঊর্ধ্বে
ঘ) ৬৫ বছরের ঊর্ধ্বে
৭। বার্ধক্যের আঘাত কিরূপ?
ক) গ্রামে বেশি খ) শহরে বেশি
গ) সর্বজনীন ঘ) উন্নত দেশে বেশি
৮।
পারিবারিকভাবে প্রবীণদের নিরাপত্তা প্রদান কোন ধরনের ঐতিহ্য?
ক) রাজনৈতিক খ) সামাজিক
গ) ধর্মীয় ঘ) অর্থনৈতিক
৯। অনেক সময় প্রবীণরা কোন কারণে সমস্যার সৃষ্টি করে?
ক) কম জ্ঞানের কারণে
খ) বেশি জানার কারণে
গ) মূল্যবোধের কারণে
ঘ) বয়সের সমস্যার কারণে
১০। বিদ্যালয় সমাজকর্ম শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর বাধা দূর করার জন্য কাজ করে—
i. স্কুলসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে
ii. স্কুল কর্মকর্তার সঙ্গে
iii. শিক্ষার্থীর বন্ধুর সঙ্গে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকের আলোকে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রাকিব মেধাবী শিক্ষার্থী। অনেক কষ্ট করে সে লেখাপড়া চালিয়ে যেতে থাকে।
পরিবারে অভাব-অনটন লেগেই থাকে। একটা সময় সে পারিপার্শ্বিক নানা সমস্যার কারণে মনোযোগ হারিয়ে ফেলে। যোগ্যতা থাকা সত্ত্বেও সে ভালো ফলাফল করতে পারে না।
১১। রাকিবের ক্ষেত্রে বিদ্যালয়ের কোন শাখা সহায়তা করতে পারে?
ক) হাসপাতাল সমাজকর্ম
খ) বিদ্যালয় সমাজকর্ম
গ) শিল্প সমাজকর্ম ঘ) সাহিত্য সমাজকর্ম
১২।
উদ্দীপকের ঘটনায় রাকিবের পড়ালেখায় উৎসাহ বাড়াতে বিদ্যালয় সমাজকর্মী—
i. শিক্ষার উপকরণ দিয়ে সহায়তা করতে পারেন
ii. কাউন্সেলিং করতে পারেন
iii. বিদেশে পাঠিয়ে সহায়তা করতে পারেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। স্কুল সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—
i. শিক্ষার্থীদের চিত্তবিনোদনের ব্যবস্থা করে
ii. শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নের কাজ করে
iii. শিক্ষার্থীদের স্বাস্থ্যের উন্নয়ন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪। মানবিক সমস্যার সাথে আধুনিক সমাজকর্মের সম্পর্ক কিরূপ?
ক) বিপরীত খ) প্রতিযোগিতামূলক
গ) অত্যন্ত নিবিড় ঘ) বিরূপ
১৫। বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় কবে?
ক) ১৯৪৫ সালে খ) ১৯৫৪ সালে
গ) ১৯৭০ সালে ঘ) ১৯৭৮ সালে
১৬। ‘Reading to Social Problems’—গ্রন্থের লেখক কে?
ক) ম্যাকাইভার খ) আইরা সিলভার
গ) এরিস্টটল ঘ) জন ডিকেন্স
১৭। সমষ্টি সমাজকর্মের পৃথক রূপ সমাজকর্মের কোন শাখা?
ক) মিলিটারি সমাজকর্ম
খ) পেশাগত সমাজকর্ম
গ) প্রশাসন সমাজকর্ম
ঘ) পল্লী সমাজকর্ম
১৮। সমাজকর্মের কোন শাখা সম্পূর্ণভাবে মানসিক সেবা প্রদান করে?
ক) ক্লিনিক্যাল সমাজকর্ম
খ) প্রশাসন সমাজকর্ম
গ) চিকিৎসা সমাজকর্ম
ঘ) শহরে সমাজকর্ম
১৯। সাইকিয়াট্রিক সমাজকর্মে রোগী কত ধরনের?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
২০। বাংলাদেশে কত সালে স্কুল সমাজকর্ম চালু করা হয়?
ক) ১৯৬৫ খ) ১৯৬৯
গ) ১৯৭২ ঘ) ১৯৭৩
২১। ক্লিনিক্যাল সমাজকর্ম কিভাবে কাজ করে?
ক) ছোট পরিসরে
খ) বৃহৎ পরিকল্পনা গ্রহণ করে
গ) ধারাবাহিক বর্ণনার মাধ্যমে
ঘ) কেস স্টাডি করে
২৩। চিকিৎসা সমাজকর্মের নতুর নামকরণ হয় কত সালে?
ক) ১৯৮২ খ) ১৯৮৪
গ) ১৯৮৫ ঘ) ১৯৯৬
২৪। ক্লিনিক্যাল সমাজকর্ম কাজ করে—
i. ব্যক্তির আচরণের ত্রুটি নির্ণয়ে
ii. অর্থনৈতিক উন্নয়নে
iii. মানসিক সেবা প্রদানে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৫। সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র বিস্তৃত হওয়ার যৌক্তিক কারণ কী?
ক) অনুশীলনভিত্তিক বিজ্ঞান হওয়ায় খ) পরিধি বিস্তৃত হওয়ায়
গ) সামাজিক বিজ্ঞানের কাজ করায় ঘ) পদ্ধতি ব্যবহার করায়
২৬। রোগীদের রোগ-শোক সম্পর্কে সচেতন করে কোনটি?
ক) প্রশাসন সমাজকর্ম
খ) চিকিৎসা সমাজকর্ম
গ) শিল্প সমাজকর্ম ঘ) ক্লিনিক্যাল সমাজকর্ম
উত্তর : ১. ঘ ২. ক ৩. ক ৪. গ ৫. খ ৬. গ ৭. গ ৮. খ ৯. গ ১০. ক ১১. খ ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. ক ১৯. ক ২০. খ ২১. গ ২২. খ ২৩. খ ২৪. খ ২৫. খ ২৬. খ।