তৃতীয় অধ্যায় : সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন
বহু নির্বাচনী প্রশ্ন
১। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় একজন সমাজকর্মী কোন ভূমিকাটি পালন করতে পারে?
ক. পরিদর্শক খ. প্রশাসক
গ. সমন্বয়ক ঘ. পরিচালক
২। কোন রোগের কোনো চিকিৎসা নেই?
ক. যক্ষ্মা খ. এইডস
গ. ম্যালেরিয়া ঘ. জন্ডিস
৩। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী কয়টি উপায়ে HIV জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে?
ক. চারটি খ. তিনটি
গ. দুইটি ঘ. পাঁচটি
৪।
জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় একজন সমাজকর্মী কত ধরনের ভূমিকা পালন করে থাকেন?
ক. ৪ খ. ৩ গ. ৫ ঘ. ৬
৫। ভুল-বোঝাবুঝি ও পারিবারিক বিশ্বাসহীনতার সৃষ্টি হয় কোন রোগের কারণে?
ক. এইডস খ. য়ক্ষ্মা
গ. ম্যালেরিয়া ঘ. ক্যান্সার
৬। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ—
i. গ্রিনহাউস গ্যাসের মাত্রাতিরিক্ত উদগিরণ
ii. ক্ষতিকারক কার্বন ডাই-অক্সাইড গ্যাস
iii. স্ট্রাটোমণ্ডলের গ্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। অটিজম সচেতনতা দিবস পালন করা হয় কত তারিখে?
ক. ১২ মে খ. ১২ এপ্রিল
গ. ২ এপ্রিল ঘ. ১১ এপ্রিল
৮।
অটিজম শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. ইংরেজি খ. উর্দু
গ. গ্রিক ঘ. বাংলা
৯। অটিজম আত্রান্ত শিশুর অক্ষমতা পরিলক্ষিত হয়—
i. আচরণের ক্ষেত্রে
ii. খাবার গ্রহণের ক্ষেত্রে
iii. সামাজিকতার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। অটিজম স্পেকট্রাম ডিস-অর্ডার শিশুর জন্মের কত বছরের মধ্যে প্রকাশ পায়?
ক. এক বছর খ. তিন বছর
গ. চার বছর ঘ. দুই বছর
১১। অটিজম কী?
ক. শারীরিক সমস্যা খ. স্নায়বিক সমস্যা
গ. নিউরনজনিত প্রতিবন্ধকতা
ঘ. মানসিক প্রতিবন্ধকতা
উদ্দীপকের আলোকে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
স্নেহা শাক-সবজি ও ফলমূল খেতে পছন্দ করে না।
সে প্রতিদিন ভাত, রুটি, আলুভাজা ও ডাল খায়। ধীরে ধীরে তার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে থাকে।
১২। স্নেহা কোন ধরনের অপুষ্টির শিকার?
ক. তাপ শক্তির অপুষ্টি
খ. জৈব রাসায়নিক অপুষ্টি
গ. শর্করাজনিত অপুষ্টি
ঘ. খাদ্য উপাদানের অভাবজনিত অপুষ্টি
১৩। স্নেহাকে সুস্থ রাখতে প্রয়োজন—
i. খাদ্যাভাস পরিবর্তন
ii. সুষম খাদ্য iii. পানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪।
মাদকাসক্তির মতো সামাজিক সমস্যার উৎপত্তি কোথায়?
ক. ভারতীয় উপমহাদেশে
খ. পাশ্চাত্যে গ. প্রাচ্যে ঘ. দক্ষিণ আমেরিকায়
১৫। আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কত তারিখে?
ক. ১২ জুন খ. ১৫ জুন
গ. ১৬ জুন ঘ. ২০ জুন
১৬। বিবাহ নামক সামাজিক রীতি সমাজে প্রচলিত—
i. বংশরক্ষায় ii. পরিবার গঠনে
iii. জনসংখ্যা বৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭। দেশের কোন অঞ্চলে বাল্যবিবাহের মতো প্রবণতা বেশি লক্ষ করা যায়?
ক. শহর অঞ্চলে খ. গ্রাম অঞ্চলে
গ. প্রান্তিক এলাকায় ঘ. মফস্বলে
১৮। বাল্যবিবাহ আইন প্রণীত হয় কত সালে?
ক. ১৮২৯ খ. ১৯২৯
গ. ১৯২৪ ঘ. ১৯৩৫
১৯। বিবাহের প্রথম ও প্রধান শর্ত কী?
ক. পাত্রের পছন্দ খ. পাত্রীর পছন্দ
গ. কাবিননামা ঘ. উভয়ের বয়স
২০। যৌতুক প্রথা দূরীকরণে সমাজকর্মীর ভূমিকা—
i. সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আইনি সহায়তা প্রদান
ii. প্রচারাভিযান করা ররর. অর্থ প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় কত সালে?
ক. ২০০০ খ. ২০০২
গ. ২০০৫ ঘ. ২০০৭
২২। খাদ্যের পুষ্টিমান মূলত কয়টির বিষয়ের ওপর নির্ভর করে?
ক. একটি খ. দুইটি
গ. তিনটি ঘ. চারটি
২৩। পুষ্টি কী?
ক. জৈবিক প্রক্রিয়া খ. খাদ্য
গ. খাদ্যের উপাদান ঘ. স্থ্থল হওয়া
২৪। পুষ্টিহীনতার অন্যতম কারণ কোনটি?
ক. খাদ্যের বেশি দাম খ. বেকারত্ব
গ. দারিদ্র্য ঘ. নিরাপত্তার অভাব
২৫। একটি শিশুর জন্মের সময় আদর্শ ওজন কত?
ক. ২৫০০ গ্রাম খ. ২০০০ গ্রাম
গ. ৩০০০ গ্রাম ঘ. ১৫০০ গ্রাম
২৬। কিসের দুর্বলতার কারণে বেকারত্ব বৃদ্ধি পায়?
ক. ধর্মীয় রীতি খ. শিক্ষাব্যবস্থা
গ. রাজনৈতিক ব্যবস্থা
ঘ. যাতায়াত সমস্যা
২৭। জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা—
i. অপরাধ প্রবণতা ii. শিল্পদূষণ
iii. শিল্পদূষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮। নির্ভরশীল জনসংখ্যাকে কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়?
ক. বয়স খ. শিক্ষাগত যোগ্যতা
গ. কর্মদক্ষতা ঘ. শারীরিক শক্তি
২৯। কিসের ভিত্তিতে একটি দেশের সামগ্রিক বিষয় প্রস্ফুটিত হয়?
ক. শিক্ষা খ. রাজনীতি
গ. মাতৃমৃত্যুর হার ঘ. সংস্কৃতি
৩০। একটি সমাজের জন্য অনাকাঙ্ক্ষিত বিষয়—
i. বিশৃঙ্খলা ii. অশান্ত
iii. উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. গ ২. খ ৩. খ ৪. খ ৫. ক ৬. ক ৭. গ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. গ ২৩. ক ২৪. গ ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. ক ২৯. খ ৩০. ক।