সপ্তম অধ্যায়
মানব শারীরতত্ত্ব
চলন ও অঙ্গচালনা
বহু নির্বাচনী প্রশ্ন
১। করোটিতে কতটি অস্থি আছে?
ক) ২৯টি খ) ৩০টি
গ) ৩১টি ঘ) ৩৫টি
২। করোটিকার কোন অস্থিটি ফোরামেন অব ম্যাগনাম বহন করে?
ক) ফ্রন্টাল খ) প্যারাইটাল
গ) অক্সিপিটাল ঘ) এথময়েড
৩। মানুষের করোটিকার অস্থি কোনটি?
ক) স্ফোনয়েড খ) জাইগোম্যাটিক গ) ভোমার ঘ) প্যালাটাইন
৪।
মানুষের মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কয়টি?
ক) ৮ খ) ১২
গ) ১৪ ঘ) ৩৩
৫। মুখমণ্ডলীয় অস্থি—
i. ভোমার ii. প্যালাটাইন
iii. প্যারাইটাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। কোন কশেরুকার সেন্ট্রাম বৃক্ক আকৃতির?
ক) সারভাইক্যাল খ) থোরাসিক
গ) লাম্বার ঘ) স্যাক্রাম
৭। মানুষের মেরুদণ্ডে লাম্বার কশেরুকার সংখ্যা—
ক) ৪ খ) ৫
গ) ৬ ঘ) ৭
৮।
বক্ষদেশীয় কশেরুকা কয়টি?
ক) ৫ খ) ৭
গ) ১২ ঘ) ১৪
৯। মানুষের গ্রীবা দেশীয় কশেরুকা কয়টি?
ক) ৪টি খ) ৫টি
গ) ৭টি ঘ) ১২টি
১০। অ্যাক্সিস কশেরুকার বৈশিষ্ট্য কোনটি?
ক) অস্থিটি দেখতে আংটির মতো
খ) সেন্ট্রাম ও স্পাইনাল প্রসেস অনুপস্থিত
গ) সেন্ট্রামের সম্মুখ প্রান্তে ডোন্টোয়েড প্রসেস থাকে
ঘ) ভার্টিব্রাল ফোরামেন বড় ও গোলাকার
নিচের চিত্রটি লক্ষ করো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১১। চিত্রে উল্লিখিত অস্থির বৈশিষ্ট্য—

i. ভার্টিব্রাল ফোরামেন বড়
ii. ট্রান্সভার্স ফোরামেন থাকে
iii. ওডোন্টোয়েড প্রসেস থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২।
করোটিকার অস্থি সংখ্যা কতটি?
ক) ৮ খ) ১৪
গ) ২৫ ঘ) ২৯
১৩। কোন অস্থিতে জুগুলার নচ থাকে?
ক) হিউমেরাস খ) স্টার্নাম
গ) স্ক্যাপুলা ঘ) ক্ল্যাভিকল
১৪। জিফয়েড প্রসেস কোথায় অবস্থিত?
ক) স্ক্যাপুলা খ) স্যাক্রাম
গ) স্টার্নাম ঘ) অ্যাটলাস
১৫। পর্শুকার কোন অংশটি কশেরুকার সঙ্গে যুক্ত?
ক) টিউবারকল
খ) অ্যাঙ্গেল
গ) শ্যাফট
ঘ) কোস্টাল কার্টিলেজ
১৬। আদর্শ পর্শুকার অংশ—
i. শ্যাফট ii. ম্যানুবিয়াম iii. টিউবারকল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭।
থোরাসিকের যে কশেরুকাগুলো আদর্শ কশেরুকার অন্তর্ভুক্ত
i. ৩য় ii. ৫ম
iii. ৭ম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮। মানুষের বক্ষ অস্থিচক্র গঠিত হয়—
i. এক জোড়া স্ক্যাপুলা নিয়ে
ii. এক জোড়া ম্যানুব্রিয়াম নিয়ে iii. এক জোড়া ক্ল্যাভিকল নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। বক্ষ পিঞ্জরের অস্থিগুলোর প্রান্তভাগে কোন তরুণাস্থি থাকে?
ক) হায়ালিন খ) শ্বেততন্তুময়
গ) পীততন্তুময় ঘ) চুনময়
২০। বক্ষ অস্থিচক্রের অস্থি হলো—
ক) স্টার্নাম খ) ইশ্চিয়াম
গ) পর্শুকা ঘ) ক্ল্যাভিকল
২১। বক্ষপিঞ্জর গঠনকারী অস্থির সংখ্যা কয়টি?
ক) ২১টি খ) ২৫টি
গ) ৩১টি ঘ) ৩৫টি
২২। গ্নিনয়েড গহ্বর কোথায় থাকে?
ক) অগ্রপদে খ) পশ্চাৎপদে
গ) বক্ষাস্থি চক্রে ঘ) শ্রোণিচক্রে
২৩। থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য—
i. সেন্ট্রাম মাঝারি ও হৃৎপিণ্ড আকৃতির ii. ভার্টিব্রাল ফোরামেন বড় ও ত্রিকোনা
iii. স্পাইনাল প্রসেস লম্বা ও সরু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। এক্সিস কোন অঞ্চলের কশেরুকা?
ক) উদয় দেশীয় খ) গ্রীবাদেশীয়
গ) বক্ষদেশীয় ঘ) শ্রোণিদেশীয়
২৫। করোটির সর্ববৃহৎ অস্থির নাম—
ক) হাইওয়েড অস্থি খ) ম্যান্ডিবল
গ) রামাস ঘ) ম্যাক্সিলা
উত্তর : ১. ক ২. গ ৩. ক ৪. গ ৫. ক ৬.গ ৭. খ ৮. গ ৯. গ ১০. গ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. ঘ ২১. খ ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. খ।