দশম অধ্যায় : সমন্বয়
বহু নির্বাচনী প্রশ্ন
১। ফ্লোরিজেন-এর কাজ কোনটি?
ক. অঙ্কুরোদগমে সাহায্য করা
খ. বীজহীন ফল উৎপাদন
গ. পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তর করা
ঘ. ফল পাকাতে সাহায্য করা
২। ধানের বাকানি রোগের জীবাণু কোনটি?
ক. ভাইরাস খ. ছত্রাক
গ. ব্যাকটেরিয়া ঘ. প্রোটোজোয়া
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের
উত্তর দাও :
রাহুল প্রচণ্ড গরমে প্রতিদিন ডাবের পানি পান করে। ইদানীং তার শরীরে পটাসিয়ামের ঘাটতি না থাকলেও ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে।
৩। উদ্দীপকের ফলটিতে কোনটি বিদ্যমান?
ক. ইথিলিন খ. অক্সিন
গ. জিবেরেলিন ঘ. সাইটোকাইনিন
৪। উদ্দীপকে রাহুলের শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষায় কোনটি ভূমিকা রাখে?
i. থাইমাস গ্রন্থি ii. থাইরয়েড গ্রন্থি
iii. প্যারাথাইরয়েড গ্রন্থি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটির আলোকে ৫ ও ৬ নম্বর প্রশ্নের
উত্তর দাও :
উদ্ভিদের প্রতিটি কোষই হরমোন উৎপন্ন করতে সক্ষম। এটা কোনো পুষ্টি দ্রব্য নয়, তবে ক্ষুদ্র মাত্রায় উৎপন্ন হয়ে কোষে বিভিন্নতা সৃষ্টি ও দেহের উন্নয়নে ভূমিকা রাখে।
৫। কোনটি ফাইটোহরমোন নয়?
ক. ইনসুলিন খ. অক্সিন
গ. ইথিলিন ঘ. সাইটোকাইনিন
৬। কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. ইথিলিন খ. সাইটোকাইনিন
গ. অক্সিন ঘ. অ্যাবসিসিক এসিড
৭। ইথিলিন ফাইটোহরমোনটি—
i. গ্যাসীয় পদার্থ
ii. বার্ধক্য বিলম্বিত করে
iii. ফল পাকাতে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮।
কৃত্রিমভাবে ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়?
ক. ইথিলিন খ. ফরমালিন
গ. ফ্লোরিজেন ঘ. অক্সিজেন
নিচের উদ্দীপক হতে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
আলো-অন্ধকারের ছন্দের ভিত্তিতে পুষ্পধারী উদ্ভিদের প্রকারভেদ নিচে দেওয়া হলো :

৯। পুষ্পায়নে B গ্রুপের উদ্ভিদে দৈনিক গড়ে কত ঘণ্টা আলো প্রয়োজন?
ক. ৪-৮ ঘণ্টা খ. ৮-১২ ঘণ্টা
গ. ১২-১৬ ঘণ্টা ঘ. ১৬-২০ ঘণ্টা
১০। C গ্রুপের উদ্ভিদ হলো—
i. চন্দ্রমল্লিকা ii. শশা iii. সূর্যমুখী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ, i. ii ও iii
১১। পুষ্পায়নে বড় দিনে উদ্ভিদে দৈনিক গড়ে কত ঘণ্টা আলো প্রয়োজন?
ক. ৮-১২ ঘণ্টা খ. ১২-১৬ ঘণ্টা
গ. ১৬-২০ ঘণ্টা ঘ. ১৮-২০ ঘণ্টা
১২। কোনটি আলোক নিরপেক্ষ উদ্ভিদ?
ক. শশা ও সূর্যমুখী খ. ঝিঙ+া ও শসা
গ. ডালিয়া ও লেটুস
ঘ. চন্দ্রমল্লিকা ও ঝিঙা
লেখচিত্রটি ভালো করে লক্ষ করো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৩।
লেখচিত্রের কোন ধাপে অঙ্কুরিত বীজে ফুল আসবে?
ক. অ খ. ই
গ. ঈ ঘ. উ
১৪। ফুল ধারণে ঋ-এর জন্য প্রয়োজন—
i. ঝিঙা ii. ডালিয়া iii. চন্দ্রমল্লিকা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ ৭. খ
৮. ক ৯. গ ১০. গ ১১. খ ১২. ক ১৩. গ ১৪. গ।