১। দালাল তার কাজের বিনিময়ে কী পায়?
ক. মুনাফা খ. বেতন
গ. কমিশন ঘ. মজুরি
২। ভোগ্য পণ্যের বণ্টনপ্রণালী দীর্ঘ হওয়ার কারণ—
i. ক্রেতার সংখ্যা
ii. ক্রেতার অবস্থান
iii. পণ্যসম্ভার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। কোন স্তরে কম্পানি গবেষণামূলক কাজ এবং বাজার সম্পর্কে জানার জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে?
ক. পণ্য উন্নয়ন স্তর খ. সূচনা স্তর
গ. প্রবৃদ্ধি স্তর ঘ. পূর্ণতা স্তর
৪।
পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?
ক. সীমিত লেনদেন খ. কমঝুঁকি
গ. অধিক মূলধন ঘ. ক্ষুদ্র সংগঠন
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আভা কম্পানি নিজস্ব কারখানায় বিভিন্ন ধরনের জুতা তৈরি করে। এরা নিজেদের কম্পানির জুতা দেশের বিভিন্ন বড় শহরগুলোতে নিজস্ব শোরুমের মাধ্যমে ভোক্তাদের কাছে বিক্রয় করে। এর ফলে কম্পানির তুলনামূলক লাভ বেশি হয়।
৫।
আভা কোন ধরনের বিপণি?
ক. বাট্টা খ. পরিকল্পিত
গ. বহু শাখা ঘ. বিভাগীয়
৬। আভা কম্পানির লাভের কারণ হলো—
i. কম উপরি ব্যয়
ii. মধ্যস্থ ব্যবসায়ীদের পরিহার
iii. নিজস্ব ব্যবস্থাপনা ও পরিচালনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। স্বল্পকালীন বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টাকে কী বলে?
ক. বিজ্ঞাপন খ. বিক্রয় প্রসার
গ. ব্যক্তিক বিক্রয় ঘ. জনসংযোগ
৮। সুপার স্টোরের বৈশিষ্ট্য হলো—
i. ক্ষুদ্রায়তনের প্রতিষ্ঠান
ii. বৃহদায়তনের প্রতিষ্ঠান
iii. খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯।
১০,০০০ টাকার পণ্য ক্রয় করলে ১০% ছাড়, এটা কোন ধরনের বাট্টা?
ক. নগদ খ. পরিমাণগত
গ. মৌসুমি ঘ. সুবিধাদি
১০। বাজারজাতকরণ কী?
ক. পণ্য উৎপাদন
খ. পণ্য ভোগ
গ. পণ্যের ভ্যালু সৃষ্টি
ঘ. গ্রাহকদের সন্তুষ্টি বিধান
১১। আধুনিক বিপণনের জনক কে?
ক. Gary Armstrong খ. Philip Kotter
গ. H Fayol ঘ. W J Stanton
১২। বাজারজাতকরণে বাজার কিসের সঙ্গে সম্পৃক্ত?
ক. ক্রেতা খ. স্থান
গ. দ্রব্য ঘ. বিক্রেতা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কোরিয়ার নাগরিক আফনান চাকরি সূত্রে খুলনায় বসবাস করেন। তাঁর বাংলাদেশি সহকর্মীরা দুপুরে ভাত খেলেও তিনি ফাস্টফুড খান।
এ ছাড়াও নানা ক্ষেত্রে বাংলাদেশিদের সঙ্গে তাঁর ভিন্নতা পরিলক্ষিত হয়।
১৩। আফনানের ভাতের পরিবর্তে ফাস্টফুড খাওয়া বাজারজাতকরণের কোন মৌলিক ধারণাটির প্রকাশ ঘটেছে?
ক. অভাব খ. প্রয়োজন
গ. চাহিদা ঘ. ক্রেতা-ভ্যালু
১৪। আফনানের ফাস্টফুড খাওয়ার কারণ হলো—
i. নিজস্ব সংস্কৃতি
ii. অভাব
iii. ব্যক্তির ব্যক্তিত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণয়ন করা হয়?
ক. ১৯১১ খ. ১৯৫৬
গ. ১৯৬৪ ঘ. ১৯৮২
১৬। বিক্রয়কর্মীর গৃহীত কলাকৗশলকে কী বলে?
ক. বিক্রয়িকতা খ. ব্যক্তিক বিক্রয়
গ. বিক্রয় প্রসার ঘ. বিক্রয় ব্যবস্থাপনা
উত্তর : ১. গ ২. ঘ ৩. ক ৪. গ ৫. গ
৬. গ ৭. খ ৮. গ ৯. ক ১০. গ ১১. খ
১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. খ ১৬. ক।