<p>অষ্টম অধ্যায়<br /> পর্যাবৃত্ত গতি</p> <p><br /> বহু নির্বাচনী প্রশ্ন<br /> [পূর্বপ্রকাশের পর]<br /> ১৩। সেকেন্ড দোলকের কম্পাঙ্ক−<br /> ক) ০.5 Hz      খ) 1 Hz  <br /> গ) 2 Hz      ঘ) 4 Hz<br /> ১৪। সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়−<br /> ক) মুক্তিবেগ      <br /> খ) পাহাড়ের উচ্চতা  <br /> গ) মহাকর্ষীয় ধ্রুবক     <br /> ঘ) পৃথিবীর আবর্তন বেগ<br /> ১৫। দোলক ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে যা ঘটে তা হলো, ঘড়িটি−<br /> i. সময় লাভ করবে     <br /> ii. সময় হারাবে  <br /> iii. ধীরে চলবে<br /> নিচের কোনটি সঠিক?<br /> ক) ii      খ) iii  <br /> গ) ii ও iii      ঘ) i, ii ও iii<br /> ১৬। সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কোনো কণার ক্ষেত্রে−<br /> i. কণার বেগ সাম্যাবস্থানে সর্বোচ্চ হয়  <br /> ii. সরণ বৃদ্ধির সাথে বেগ হ্রাস পেতে থাকে  iii. বিস্তারের প্রান্তে বেগ শূন্য হয়।<br /> নিচের কোনটি সঠিক?<br /> ক) i      খ) iii  <br /> গ) ii ও iii      ঘ)  i, ii ও iii<br /> ১৭। সরল ছন্দিত গতিসম্পন্ন কোনো কণার ত্বরণ কোন রাশিটির সমানুপাতিক−<br /> ক) বল      খ) পর্যায়কাল  <br /> গ) সরণ      ঘ) বেগ<br /> ১৮। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল−<br /> ক) শূন্য হবে      খ) অপরিবর্তিত থাকবে  গ) অর্ধেক হবে      ঘ) অসীম হবে<br /> ১৯। সরল ছন্দিত স্পন্দনে স্পন্দনশীল কোনো কণার দোলনকাল বল ধ্রুবকের−<br /> ক) সমানুপাতিক    <br /> খ) বর্গের সমানুপাতিক  <br /> গ) বর্গের ব্যস্তানুপাতিক<br /> ঘ)  বর্গমূলের ব্যস্তানুপাতিক<br /> ২০। সরল ছন্দিত স্পন্দনরত কণার বেগ−<br /> i. মধ্যবিন্দুতে সর্বোচ্চ  <br /> ii. সর্বোচ্চ সরণে শূন্য  <br /> iii. সাম্যাবস্থায় সর্বনিম্ন<br /> নিচের কোনটি সঠিক?<br /> ক) i ও ii      খ) ii ও iii  <br /> গ) i ও iii      ঘ) i, ii ও iii<br /> ২১। সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য নয় কোনটি−<br /> ক) কণার সরণ সাইনের বা কোসাইনের অপেক্ষক<br /> খ)  বলের দিক সাম্যবিন্দু অভিমুখী<br /> গ)  সাম্যবিন্দুতে গতিশক্তি সবচেয়ে কম  <br /> ঘ)  ত্বরণের মান সরণের বিপরীতমুখী<br /> ২২। সরল দোলকের সাম্যাবস্থায় সর্বোচ্চ হয়−<br /> ক) ত্বরণ      খ) সরণ  <br /> গ) বেগ      ঘ) প্রত্যয়নী বল<br /> ২৩। দোলক ঘড়ির ক্ষেত্রে গ্রীষ্মকালের জন্য সঠিক কোনটি?<br /> ক) দৈর্ঘ্য কমে যায়  <br /> খ) ঘড়ি দ্রুত চলে  <br /> গ) ঘড়ি ধীরে চলে  <br /> ঘ) দোলনকাল অপরিবর্তিত থাকে<br /> ২৪। একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য চার গুণ বাড়ালে দোলনকাল−<br /> ক) দ্বিগুণ হবে      খ) চার গুণ কমবে  <br /> গ) দ্বিগুণ কমবে      ঘ) চার গুণ বাড়বে<br /> ২৫। নিচের কোনটি দোলকের ব্যবহার নয়?<br /> ক) অভিকর্ষীয় ত্বরণ নির্ণয়  <br /> খ) পাহাড়ের উচ্চতা নির্ণয়  <br /> গ) সময়  নির্ণয়      ঘ) দৈর্ঘ্য নির্ণয়<br /> ২৬। দোলক পিণ্ডের ব্যাস কমানো হলে−<br /> ক) দোলক দ্রুত চলবে  <br /> খ) দোলক আস্তে চলবে  <br /> গ) দোলনকাল বাড়বে  <br /> ঘ) কোনো পরিবর্তন হবে না<br /> ২৭। সরল দোলকে ফাঁপা দোলক প্লিকে পারদ দ্বারা অর্ধপূর্ণ করা হলে এর দোলনকাল কী হবে?<br /> ক) হ্রাস পাবে      খ) বৃদ্ধি পাবে  <br /> গ) অপরিবর্তিত থাকবে  <br /> ঘ) পূর্বাপেক্ষা দ্বিগুণ হবে</p> <p>উত্তর : ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক ২১. গ ২২. গ ২৩. গ ২৪. ক ২৫. ঘ ২৬. ক ২৭. খ।</p>