ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২, ১৭ মহররম ১৪৪৭

এসএসসি প্রস্তুতি ২০২৪ বাংলা প্রথম পত্র

  • মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
শেয়ার
এসএসসি প্রস্তুতি ২০২৪ বাংলা প্রথম পত্র

প্রবন্ধ
‘মানুষ মুহম্মদ (স.)’
মোহাম্মদ ওয়াজেদ আলী

বহু নির্বাচনী প্রশ্ন
১। ‘আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই...’–এ উক্তিতে প্রকাশ পেয়েছে মহানবি (স.) এর—
i. আত্মপরিচয়
ii. সামান্যতা    
iii. স্বাতন্ত্র্যবোধ
নিচের কোনটি সঠিক?
ক) i    খ) ii    
গ) iii    ঘ) i, ii ও iii
২। ‘আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যার নিত্যকার আহার্য।’–মহানবি (স.)-এর এই উক্তিতে প্রকাশ পেয়েছে তাঁর–
i. অকপট সত্য ভাষ্য    
ii. অনাড়ম্বর জীবনযাপন
iii. নিজের প্রতি তুচ্ছতাবোধ
নিচের কোনটি সঠিক?
ক) i    খ) i ও ii    
গ) i ও iii    ঘ) i, ii ও iii
৩।

‘হযরত আবুবকর (রা.) গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হইল।’—এ বাক্যে ‘চৈতন্য’ শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে?
ক) বোধোদয়    খ) জ্ঞান ফেরা    গ) জেগে ওঠা     ঘ) সজাগ হওয়া
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
‘তুমি আঘাত দিলেও আমি বলি তোমার বন্ধু ভাই
তোমার সুখ কেমনে হবে সে পথ খুঁজি সর্বদাই।’
৪। উদ্দীপকের ভাবটি তোমার পঠিত কোন রচনার বিষয়বস্তুকে প্রতিফলিত করে?
ক) শিক্ষা ও মনুষ্যত্ব    
খ) মানুষ মুহম্মদ (স.)    
গ) মমতাদি    
ঘ) নিমগাছ
৫।
উল্লিখিত রচনায় প্রকাশ পেয়েছে–
i. মহানুভবতা
ii. পরোপকারিতা    
iii. ক্ষমাশীলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) ii ও iii    গ) i ও iii    ঘ) i, ii ও iii
৬। ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর।’–এ উক্তিতে হযরত মুহম্মদ (স.)-এর কোন গুণটি প্রকাশ পেয়েছে?
ক) সহনশীলতা    খ) উদারতা    গ) মহানুভবতা    ঘ) বিচক্ষণতা
৭। রাসুলল্লাহ (স.)-এর পীড়ার খবর শুনে বহু লোকের জমায়েত হওয়ার কারণ কী ছিল?
ক) যুদ্ধে যাওয়া    
খ) নিমন্ত্রণে    
গ) রাসুলের প্রতি ভালোবাসা    
ঘ) বক্তৃতা শোনা
৮।
‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে সুমহান আদর্শ বলতে কী বোঝানো হয়েছে?
ক) অভূতপূর্ব প্রতিশোধ    খ) মহানুভব দৃষ্টিভঙ্গি    গ) নিঃশর্ত ক্ষমা প্রদর্শন    ঘ) উচ্চ মানসিকতা
৯। ‘তায়েফ’ সৌদি আরবের কোন অঞ্চলে অবস্থিত?
ক) উত্তরাঞ্চলে    খ) পূর্বাঞ্চলে    গ) দক্ষিণাঞ্চলে    ঘ) পশ্চিমাঞ্চলে
১০। ‘মানুষ মুহম্মদ (স.)’ এটি কী ধরনের রচনা?
ক) ছোটগল্প    খ) উপন্যাস     গ) আত্মজীবনীমূলক    ঘ) প্রবন্ধ
১১। ‘সমাচ্ছন্ন’ শব্দটির অর্থ কী?
ক) বিক্ষিপ্তভাবে    
খ) অভিভূত    
গ) পরিপূর্ণভাবে    
ঘ) অন্ধকারে নিমজ্জিত
নিচের উদ্দীপকটি পড়ে ১২ নং প্রশ্নের উত্তর দাও :
‘যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ
আমি দেই তারে বুক ভরা গান।’
১২।
উদ্দীপক মহানবি (স.)-এর কোন আচরণের সাথে সংগতিপূর্ণ?
ক) হুদায়বিয়ার সন্ধি
খ) তায়েফবাসীর জন্য দোয়া
গ) মদিনাবাসীর জন্য প্রার্থনা        ঘ) মক্কাবাসীকে ক্ষমা
১৩। ব্যক্তিজীবনে হযরত মুহম্মদ (স.)-এর সাথে হযরত আবুবকরের সম্পর্ক—
ক) কিয়ৎ ঘনিষ্ঠ    
খ) মোটামুটি ঘনিষ্ঠতা    
গ) সারা জীবনের বিশ্বস্ত সহচর
ঘ) ঘনিষ্ঠহীন আত্মীয়তা
১৪। হুদায়বিয়ার সন্ধিতে হযরতের শান্তিপ্রিয়তার সুযোগে—
i. মুসলমানের ঘাড়ে অপমানের শর্ত চাপিয়ে দেয়
ii. মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়
iii. যুদ্ধ বন্ধের কৌশল চাপিয়ে দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) ii ও iii    গ) i ও iii    ঘ) i, ii ও iii
১৫। নিচের কোন বক্তব্যে হযরত মুহম্মদ (স.)-এর সাদাসিধা জীবনযাপনের চিত্রের প্রকাশ ঘটে?
ক) মুহম্মদ (স.) একজন রাসুল বৈ আর কিছু নয়
খ) জন্মদুখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন
গ) আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই    
ঘ) ব্যঙ্গবিদ্রুপে বারবার তিনি উপহাসিত হইয়াছেন
১৬। কোথায় সত্য প্রচার করতে গেলে হযরত মুহম্মদ (স.) প্রস্তরাঘাতে আহত হন?
ক) মক্কায়    খ) তায়েফে    গ) জেদ্দায়    ঘ) দামেস্কে
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও :
ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী।
১৭। উদ্দীপকে হযরত মুহাম্মদ (স.)-এর চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে?
ক) ক্ষমাশীলতা    খ) বিচক্ষণতা    গ) অনাড়ম্বতা    ঘ) সাম্যবাদিতা
১৮। উল্লিখিত বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় যে বাক্যে–
i. স্বেচ্ছায় দারিদ্র্যের কণ্টক মুকুট মাথায় পরিলেন
ii. হযরত আপনাকে দশজনের মধ্যে একজন গণনা করিলেন
iii. আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii
১৯। হযরত মুহম্মদ (স.)-কে অনুকরণীয় ও বরণীয় বলার কারণ, তাঁর—
ক) সাহসিকতা    
খ) মানবীয় গুণাবলি    
গ) আদর্শবাদিতা        
ঘ) ন্যায়বিচার
২০। মহানবী (স.)-এর পূর্বে কোন রাসুল মারা গিয়েছিল?
ক) কোনো রাসুলই না
খ) হযরত ঈসা (আ.)    
গ) হযরত ইব্রাহিম (আ.)    
ঘ) সকল রাসুল
২১। না না, তাহা কখনোই সম্ভব নহে। মুহম্মদ (স.)-এর পক্ষে কোনটি সম্ভব ছিল না?
ক) শত্রুদের সাথে বন্ধুত্ব করা        খ) শত্রুদের অভিসম্পাত করা
গ) শত্রুদের সাথে সন্ধি করা        ঘ) শত্রুদের প্রতিরোধ করা
২২। কার শিথিল অঙ্গ মাটিতে লুটাইল?
ক) হযরত আবুবকরের    খ) হযরত ওমরের    গ) হযরত আয়েশার    ঘ) হযরত ওসমানের
২৩। মহানবী (স.)-এর অন্তর থেকে উদিত হয়নি–
ক) ঘৃণা    খ) বিরক্তি    গ) অভিশাপ    ঘ) সব কয়টি
২৪। ‘স্থিতধী’ শব্দের অর্থ কী?
ক) বুদ্ধি    খ) স্থিরবুদ্ধিসম্পন্ন    গ) অস্থিরতা    ঘ) স্থিরবুদ্ধিহীন
২৫। উম্মে মা’বদ হযরত মুহম্মদ (স.)-কে কী দিয়ে আপ্যায়ন করলেন?
ক) ছাগীদুগ্ধ    খ) খেজুর    গ) রুটি    ঘ) শুষ্ক মাংস
২৬। আঘাতে জর্জরিত হযরত মুহম্মদ (স.) কাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন?
ক) মুনাফিকদের    খ) ইহুদিদের জন্য    গ) কাফেরদের জন্য    ঘ) পৌত্তলিকদের জন্য
২৭। হযরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শোনা গিয়েছিল কোন যুদ্ধে?
ক) বদর যুদ্ধে    খ) খন্দকের যুদ্ধে    গ) খয়বরের যুদ্ধে    ঘ) আহযাব যুদ্ধে
২৮। হযরতের মৃত্যুশয্যার পার্শ্বে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন কে?
ক) বীরবাহু ওমর    খ) মহামতি আবুবকর    গ) আয়েশা (রা.)    ঘ) উম্মে মা’বদ
২৯। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে সাফা পর্বতের উল্লেখ করা হয়েছে কোন প্রসঙ্গে?
ক) এই পর্বতে হযরত মুহম্মদ (স.) আত্মগোপন করেছিলেন  
খ) এই পর্বতে বিবি হাজেরা পানির সন্ধানে এসেছিলেন
গ) এই পর্বতে হযরত মুহম্মদ (স.) নবুয়তপ্রাপ্ত হন     
ঘ) এই পর্বতের পাশে বসে হযরত দীক্ষা দান করেছিলেন
৩০। ‘মানুষ মুহম্মদ (স.)’ লিখেছেন কে?
ক) এস ওয়াজেদ আলী
খ) ওয়াজেদ আলী খান
গ) মোহাম্মদ ওয়াজেদ আলী    
ঘ) ওয়াজেদ আলী মিয়া
 
উত্তর : ১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. গ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. খ ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. ক ২৬. ঘ ২৭. গ ২৮. খ ২৯. ঘ ৩০. গ।

মন্তব্য

সম্পর্কিত খবর

পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

    অনামিকা মণ্ডল, সহকারী শিক্ষক, পাজরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিরপুর, পিরোজপুর
শেয়ার
পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বিদ্যালয়ের ক্যাম্পাসে পাঠ্যবই পড়ছে একজন ছাত্রী। ছবি : মোহাম্মদ আসাদ

অষ্টম অধ্যায়

নারী-পুরুষ সমতা

বহু নির্বাচনী প্রশ্ন

[পূর্বপ্রকাশের পর]

২২।       বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’—উক্তিটি করেছেন?

  ক. বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন

  খ. কবি নজরুল ইসলাম

  গ. সুফিয়া কামাল  
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

  উত্তর : খ. কবি নজরুল ইসলাম

২৩।       কোন দিন আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়?

  ক. ৮ই জানুয়ারি    খ. ৮ই ফেব্রুয়ারি

  গ. ৮ই মার্চ  ঘ. ৮ই এপ্রিল

  উত্তর : গ. ৮ই মার্চ

২৪।       বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন?

  ক. ১৯২২    খ. ১৯৩২

  গ. ১৯৪২    ঘ. ১৯৫২

  উত্তর : খ. ১৯৩২

২৫।

       জার্মান নারী সমাজতাত্ত্বিকের নাম কী?

  ক. ক্লারা জেটকিন  খ. কারা জ্যাকসন

  গ. হিলারি ক্লিনটন   ঘ. কারা জাইকা

  উত্তর : ক. ক্লারা জেটকিন

২৬। নারী-পুরুষের সামাজিক ও অর্থনৈতিক ব্যবধান কমাতে ১৯৭৭ সাল থেকে বিশ্বব্যাপী কী পালিত হচ্ছে?

  ক. সামাজিক দিবস খ. অর্থনৈতিক দিবস

  গ. আন্তর্জাতিক নারী দিবস
ঘ. অধিকার দিবস

  উত্তর : গ. আন্তর্জাতিক নারী দিবস

২৭।       কোন সংস্থার মতে বাংলাদেশে প্রতি ঘণ্টায় একজন নারী নির্যাতনের শিকার হচ্ছে?

  ক. ইউনিসেফ খ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  গ. বিশ্বশ্রম সংঘ    ঘ. ইউনেসকো

  উত্তর : খ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা

২৮।       ১৯০৮ সালে কোন শহরে হাজার হাজার নারী শ্রমিক প্রতিবাদ সমাবেশ করে?

  ক. লন্ডন খ. নিউইয়র্ক

  গ. বার্লিন ঘ. মস্কো

  উত্তর : খ. নিউইয়র্ক

২৯।

      বেগম রোকেয়ার জীবনাদর্শ অনুযায়ী ছাড়া নারী জাতির দুঃখ-দুদর্শা দূর হবে না?

  ক. বিয়ে ছাড়া খ. পর্দা ছাড়া

  গ. রান্না ছাড়া ঘ. শিক্ষা ছাড়া

    উত্তর : ঘ. শিক্ষা ছাড়া

 

মন্তব্য

ভর্তির খোঁজখবর : রাজশাহী বিশ্ববিদ্যালয়

শেয়ার
ভর্তির খোঁজখবর : রাজশাহী বিশ্ববিদ্যালয়

ইঞ্জিনিয়ারিং ও কৃষি কলেজ/ইনস্টিটিউট

২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং ও কৃষি কলেজ/ইনস্টিটিউটগুলোর বিভিন্ন বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আবেদন

বিজ্ঞপ্তি অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ বা ইনস্টিটিউটের কর্তৃপক্ষ নিজ দায়িত্বে এই ভর্তির আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করবে। এই ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরাই শুধু ভর্তি হতে পারবে। বাছাইকৃত শিক্ষার্থীদের কাছ থেকে সনদ, ট্রান্সক্রিপ্টসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করবে অধিভুক্ত কলেজগুলো।

পরে আইসিটি সেন্টার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের এই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করবে।

 

যোগ্যতা

২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধিভুক্ত কলেজগুলোর জন্য ২০২২ ও তৎপরবর্তী বছরের এইচএসসি/সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। পদার্থ, রসায়ন ও গণিত/জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি/সমমানের পরীক্ষায় কৃতকার্য হতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ ৩.০০সহ সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/কৃষি/ফিশারিজ/ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স/হেলথ (আইএইচটি ম্যাটস)/নার্সিং ডিগ্রিধারী শিক্ষার্থীদের জন্য ৪ স্কেলকে ৫ স্কেলে
রূপান্তর করে উপরোক্ত যোগ্যতা নির্ধারণ করতে হবে। ডিপ্লোমা পরীক্ষায় জিপিএ ৪.০০ স্কেলে ২.৫ এর কম হলে আবেদন করতে পারবে না। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি/সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।

আবেদনকারীর সংখ্যা নির্ধারিত আসন থেকে বেশি হলে সংশ্লিষ্ট অধিকর্তার তত্ত্বাবধানে কলেজ/ইনস্টিটিউট কর্তৃপক্ষ বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে অনুমোদিত আসনে শিক্ষার্থী মনোনয়ন করবে।

 

ফি

ভর্তির আবেদন ফি ৩৩০ টাকা। অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সীমা ৩১ জুলাই রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

ওয়েবসাইট
www.ru.ac.bd

মন্তব্য

সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র

    সজল কুমার দাস, সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, টাঙ্গাইল
শেয়ার
সপ্তম শ্রেণি : বাংলা প্রথম পত্র
অঙ্কন : শেখ মানিক

গদ্য

পিতৃপুরুষের গল্প

হারুন হাবীব

জ্ঞানমূলক প্রশ্ন

১।        আমাদের পিতৃপুরুষ কারা?

  উত্তর : ভাষাশহীদরা আমাদের পিতৃপুরুষ।

২।        বাঙালি জাতির প্রথম শহীদ কারা?

  উত্তর : ভাষা আন্দোলনের শহীদরা বাঙালি জাতির প্রথম শহীদ।

৩।        অন্তু ও কাজল মামা কত মিনিট নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাল?

  উত্তর : এক মিনিট নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল।

৪।        স্বাধীনতার জন্য যে যুদ্ধ করা হয় তার নাম কী?
উত্তর : স্বাধীনতার জন্য যে যুদ্ধ করা হয় তার নাম মুক্তিযুদ্ধ।

৫।        চাপ চাপ রক্তে কোথাকার মাটি ভিজে গেছে?

  উত্তর : শহীদ মিনার প্রাঙ্গণের মাটি ভিজে গেছে।

৬।        মুক্তিযুদ্ধ রণাঙ্গনে কোন লেখক সংবাদদাতা হিসেবে কাজ করেছেন?

  উত্তর : কথাসাহিত্যিক হারুন হাবীব মুক্তিযুদ্ধ রণাঙ্গনে সংবাদদাতা হিসেবে কাজ করেছেন।

৭।        হারুন হাবীব জন্মগ্রহণ করেন কত সালে?
উত্তর : হারুন হাবীব জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালে।

৮।        ১৯৭১ সালে কাজল মামা কোথায় পড়ত?

  উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত।

৯।

       কাজল মামা গ্রামে কেন থাকতে পছন্দ করত?
উত্তর : গ্রামে থাকতে তার খুব ভালো লাগত।

১০।       কাজল মামা গ্রামে এসে কী কী কাজ করেছিল?
উত্তর : মিছিল মিটিং করেছিল, রাইফেল জোগাড় করে ট্রেনিং দিয়েছিল।

১১।       অন্তু কী কারণে কাজল মামাকে চিঠি লিখেছিল?
উত্তর : কাজল মামাকে চিঠি লিখেছিল যাতে সে একুশে ফেব্রুয়ারি ঢাকা আসে এবং যুদ্ধের গল্প শোনায়।

১২।       কাজল মামা ঢাকায় কখন এসে পৌঁছেছিল?
উত্তর : ভোরবেলায় এসে পৌঁছেছিল।

১৩।       অন্তু কাজল মামার সঙ্গে কোথায় যেতে চেয়েছিল?
উত্তর : অন্তু কাজল মামার সঙ্গে শহীদ মিনারে যেতে চেয়েছিল।

১৪।       সাতমসজিদ রোডের নামকরণের ইতিহাস কী?
উত্তর : সাতমসজিদ রোডের নাম সাতগম্বুজ মসজিদের নামে রাখা হয়েছে, যেটি মোগল আমলে তৈরি হয়েছিল।

১৫।       কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখন পড়তে শুরু করেছিল?

  উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে শুরু করেছিল ১৯৭১ সালের আগে।

১৬।       কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথায় থাকত?
উত্তর : হাজী মুহম্মদ মুহসীন হলে থাকতেন।

১৭।       শহীদ মিনারে কেন ফুল দেওয়ার কথা
ছিল?
উত্তর : শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি ভাষাশহীদদের স্মরণে ফুল দেওয়ার কথা ছিল।

১৮।       কাজল মামা অন্তুদের বাড়িতে কত তারিখ আসে?

  উত্তর : কাজল মামা অন্তুদের বাড়িতে ১৯ তারিখ আসে।

১৯।       কাজল মামা অন্তুদের বাড়িতে কত দিন থাকবে?
উত্তর : কাজল মামা অন্তুদের বাড়িতে ৫ দিন থাকবে।

২০।       অন্তু ও কাজল মামা কোথা থেকে রিকশায় উঠল?
উত্তর : মোহাম্মদপুর নূরজাহান রোড থেকে রিকশায় উঠল।

২১।       ঢাকা শহরের পূর্বনাম কী ছিল?

  উত্তর : জাহাঙ্গীরনগর।

২২।       কারা বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল?

  উত্তর : পাকিস্তানের সামরিক শাসকরা বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল।

২৩।       একুশে ফেব্রুয়ারির শহীদরা কেন বাঙালির প্রথম শহীদ?

  উত্তর : একুশে ফেব্রুয়ারির শহীদরা বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য নিজেদের প্রাণ দিয়েছিলেন।

২৪।       মুক্তিযুদ্ধ আর যুদ্ধের মধ্যে পার্থক্য কী?

  উত্তর : যুদ্ধ রাজা-রাজা বা দেশ-দেশের মধ্যে হয়, কিন্তু মুক্তিযুদ্ধ একটি জাতির স্বাধীনতার জন্য হয়।

২৫।       কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কোন সময়ের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল?

  উত্তর : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল।

২৬।       ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে কী ঘটেছিল?
উত্তর: ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে পাকিস্তানি পুলিশ বাঙালির ভাষার দাবির বিরুদ্ধে গুলি চালিয়ে অনেককে হত্যা করেছিল।

২৮। অন্তুর মামার নাম কী?
উত্তর : অন্তুর মামার নাম কাজল।

২৯। অন্তু প্রত্যেক দিন রাত কয়টা নাগাদ ঘুমিয়ে পড়ে?
উত্তর : অন্তু প্রত্যেক দিন রাত ৯টা-সাড়ে ৯টায় নাগাদ ঘুমিয়ে পড়ে।

৩০।       তিতিক্ষা শব্দের অর্থ কী?

    উত্তর : তিতিক্ষা শব্দের অর্থ সহনশীলতা।

 

মন্তব্য

এইচএসসির প্রস্তুতি : ভূগোল প্রথম পত্র

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
এইচএসসির প্রস্তুতি : ভূগোল প্রথম পত্র
অঙ্কন : মাসুম

মডেল প্রশ্ন

বহু নির্বাচনী প্রশ্ন

১।        সেনাবাহিনী কোন ধরনের মানচিত্র ব্যবহার করে?

  ক. স্থানীয়   খ. প্রাকৃতিক   

  গ. মৌজা                 ঘ. দেয়াল

২।        প্রতিভূ অনুপাত স্কেলে থাকে

  i. হর অংশ 
ii. লব অংশ

  iii. পূর্ণ অংশ

  নিচের কোনটি সঠিক?

  ক. i iii         খ. iii     

  গ. ii iii        ঘ. i, ii iii

৩।        কোন ধরনের মাপনীর সাহায্যে দুটি স্থানের দূরত্ব সহজেই মাপা যায়?

  ক. তুলনামূলক খ. কর্ণীয়  

  গ. সরল              ঘ. উলম্ব

৪।

       মানচিত্র ছোট বা বড় করা যায় কোনটির সাহায্যে?

  ক. ওপিসোমিটার    খ. স্পিডোমিটার

  গ. ন্যানোমিটার     ঘ. পেন্টোগ্রাফ

৫।        মানচিত্র সংকোচন ও প্রসারণ করতে কয়টি পদ্ধতি ব্যবহৃত হয়?

  ক. ৪                খ. ৩   

  গ. ২                ঘ. ১

৬।        নিরক্ষীয় অঞ্চলে সূর্য কিভাবে কিরণ দেয়?

  ক. তীর্যকভাবে     খ. সমান্তরালভাবে

  গ. সোজাসুজি          ঘ. লম্বভাবে

  নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  আবহাওয়ার বিভিন্ন উপাদানের ওপর সমুদ্রস্রোতের প্রভাব রয়েছে। আর্দ্রতা ও বৃষ্টিপাতের প্রভাবের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়।

৭।        উদ্দীপকে উল্লিখিত বৃষ্টির জন্য কোন স্রোত দায়ী?

  ক. উপসাগরীয়     খ. উষ্ণ উপসাগরীয়

  গ. দক্ষিণ নিরক্ষীয়   ঘ. উত্তর নিরক্ষীয়

৮।        উক্ত স্রোতের প্রবাহের কারণে

  i. যাত্রী ও পণ্য পরিবহন সুবিধা হয়

  ii. সার্বিক বাণিজ্যের জন্য সহায়ক

  iii. হ্রদের সৃষ্টি হয়

  নিচের কোনটি সঠিক?

  ক. i iii         খ. iii     

  গ. ii iii        ঘ. i, ii iii

৯।        মৌসুমি স্রোত কোন মহাসাগরে দেখা যায়?

  ক. আটলান্টিক     খ. উত্তর    

  গ. প্রশান্ত  ঘ. ভারত

১০।

       সমুদ্রস্রোত সৃষ্টির কারণ

  i. বায়ুপ্রবাহ  
ii. উষ্ণতার তারতম্য

  iii. পৃথিবীর আবর্তন

  নিচের কোনটি সঠিক?

  ক. i iii         খ. iii     

  গ. ii iii        ঘ. i, ii iii

১১।       বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

  ক. ডিসেম্বর       খ. জানুয়ারি

  গ. ফেব্রুয়ারি  ঘ. মার্চ

১২।       বাংলাদেশের উষ্ণতম ঋতু কোনটি?

  ক. শীতকাল           খ. শরৎকাল

  গ. গ্রীষ্মকাল           ঘ. বসন্তকাল

১৩।       বাংলাদেশের জলবায়ু

  i.  অপরিবর্তনশীল   ii. উষ্ণ ও আর্দ্র

  iii. সমভাবাপন্ন

  নিচের কোনটি সঠিক?

  ক. i iii         খ. iii     

  গ. ii iii        ঘ. i, ii iii

১৪।       শীতকালে সূর্যরশ্মি কিভাবে পতিত হয়?

  ক. তির্যকভাবে      খ. লম্বভাবে

  গ. সমান্তরালভাবে   ঘ. সোজাসুজি

১৫।

      বাংলাদেশের ওপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

  ক. মকরক্রান্তি  খ. মেরু 

  গ. নিরক্ষরেখা     ঘ. কর্কটক্রান্তি

১৬।       জলবায়ুর ভিন্নতার কারণ

  i. উচ্চতার কারণ   ii. অক্ষাংশগত অবস্থান

  iii. জনসংখ্যাগত অবস্থান

  নিচের কোনটি সঠিক?

  ক. i iii         খ. iii     

  গ. ii iii        ঘ. i, ii iii

১৭।       সমুদ্র সমতল থেকে ওপরের দিকে বায়ুর ঘনত্ব কেমন হয়?

  ক. স্থির থাকে          খ. বৃদ্ধি পায়

  গ. হ্রাস পায়          ঘ. গতি বৃদ্ধি পায়

১৮।       স্থানীয় বায়ু হলো

  i. বোরা  ii. চিনুক

  iii. বিরুলা
নিচের কোনটি সঠিক?

  ক. i iii         খ. iii     

  গ. ii iii        ঘ. i, ii iii

১৯।       পশ্চিমা বায়ু কোন ধরনের বায়ু?

  ক. নিয়ত বায়ু          খ. বাণিজ্যিক বায়ু

  গ. স্থানীয়             ঘ. সাময়িক বায়ু

২০।       ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে কী বায়ু বলে?

  ক. মৌসুমি বায়ু         খ. অয়ন বায়ু

  গ. স্থানীয়             ঘ. সাময়িক বায়ু

২১।       বায়ুমণ্ডলের স্তর কয়টি?

  ক. ৪           খ. ৫  

  গ. ৬          ঘ. ৭

২২।       স্বাভাবিক অবস্থায় কত মিটার উচ্চতায় ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়?

  ক. ১৫৬         খ. ১৬৬  

  গ. ১৭০         ঘ. ১৮৮

২৩। বায়ুমণ্ডলের গ্যাসগুলোর মধ্যে সর্বাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস কোনটি?

  ক. কার্বন ডাই-অক্সাইড        
খ. অক্সিজেন গ. নাইট্রোজেন                  ঘ. আর্গন

২৪।       বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রবিদ্যুৎ দেখা যায়?

  ক. ট্রপোস্ফিয়ার     খ. স্ট্রাটোস্ফিয়ার

  গ. মেসোস্ফিয়ার        ঘ. এক্সোস্ফিয়ার

২৫।       বায়ুদূষণের সচল উৎস কোনটি?

  ক. পরিবেশ            খ. খনিজ   

  গ. মানুষ         ঘ. যানবাহন

২৬।       জৈবিক বিচূর্ণীভবন কত ধরনের?

  ক. ৫           খ. ৪   

  গ. ৩          ঘ. ২

২৭।       নিচের কোনটি নদীর প্রাথমিক অবস্থা?

  ক. মধ্যগতি            খ. নিম্নগতি  

  গ. ঊর্ধ্বগতি           ঘ. অতি নিম্নগতি

  উদ্দীপকের আলোকে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

  গিরিজনি আলোড়নের ফলে এই পর্বতের সৃষ্টি হয়েছে। ভূত্বক ভূ-অভ্যন্তরের সঙ্গে সমানতালে সংকুচিত হতে না পারায় পৃথিবীর বিভিন্ন অংশের শিলাগুলোর মধ্যে চাপের পার্থক্য হয় এবং ভূত্বকের কোনো কোনো স্থান সংকুচিত হয়।

২৮।       উদ্দীপকের পর্বতটি কোন ধরনের?

  ক. আগ্নেয়       খ. ল্যাকোলিথ   

  গ. ক্ষয়জাত           ঘ. ভঙ্গিল

২৯।       উদ্দীপকে উল্লিখিত পর্বতটির বৈশিষ্ট্য

  i. ভূ-অভ্যন্তরে গলিত লাভা

  ii. ভূভাগের স্থান পরিবর্তন

  iii. ভূত্বকে ভাঁজের সৃষ্টি

  নিচের কোনটি সঠিক?

  ক. i iii         খ. iii     

  গ. ii iii        ঘ. i, ii iii

৩০।       ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার?

  ক. ২৭         খ. ১৭  

  গ. ৭           ঘ. ৭৭

 

  উত্তর : ১. খ ২. খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ঘ
৭. খ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. ক ২১. খ ২২. খ ২৩. খ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. গ ২৮. ঘ ২৯. গ ৩০. খ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ