নবম অধ্যায়
আমাদের জীবনে প্রযুক্তি
সংক্ষিপ্ত প্রশ্ন
[পূর্ব প্রকাশের পর]
৩৪। বিজ্ঞানীদের তৈরি ইঞ্জিন ব্যবহৃত হয় এমন তিনটি উদাহরণ দাও।
উত্তর : বিজ্ঞানীদের তৈরি ইঞ্জিন ব্যবহৃত হয় এমন তিনটি উদাহরণ হলো—
i. কলকারখানা
ii. রেলগাড়ি
iii. জাহাজ
৩৫। আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষকে কিভাবে সাহায্য করছে?
উত্তর : আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষকে স্বল্পসময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে।
৩৬। কৃষিতে সবচেয়ে বড় বিপ্লব ঘটে কখন?
উত্তর : কৃষিতে সবচেয়ে বড় বিপ্লব ঘটে বিংশ শতাব্দীর শেষ দিকে।
৩৭। বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে কী কী ব্যবহার করা হয়?
উত্তর : বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়।
৩৮। রাসায়নিক পদার্থ ফসল উৎপাদনে কী ভূমিকা রাখে?
উত্তর : রাসায়নিক পদার্থ ফসল উৎপাদনে ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে ভূমিকা পালন করে।
৩৯। জৈব প্রযুক্তি কী?
উত্তর : মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহার হলো জৈব প্রযুক্তি।
৪০। আধুনিক প্রযুক্তির তিনটি উদাহরণ লেখো।
উত্তর : আধুনিক প্রযুক্তির তিনটি উদাহরণ হলো—
i. কম্পিউটার
ii. মোবাইল ফোন
iii. টেলিভিশন
৪১। জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ফসলের তিনটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর : জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ফসলের তিনটি বৈশিষ্ট্য হলো—
i. অধিক পুষ্টিসমৃদ্ধ
ii. রোগ ও পোকামাকড় প্রতিরোধী
iii. অধিক ফলনশীল
দশম অধ্যায়
আমাদের জীবনে তথ্য
বহু নির্বাচনী প্রশ্ন
১।
বর্তমান যুগকে বলা হয়—
ক) প্রাচীন যুগ
খ) মধ্যম যুগ
গ) তথ্য-প্রযুক্তির যুগ
ঘ) আধুনিক যুগ
২। বর্তমান যুগে প্রতি মুহূর্ত কিসের ওপর নির্ভরশীল?
ক) কম্পিউটার খ) টেলিভিশন গ) তথ্য-প্রযুক্তি ঘ) চিঠি
৩। ইন্টারনেট ব্যবহার করে আমরা নিচের কোন কাজটি করতে পারি?
ক) ভিডিও কনফারেন্স
খ) রেলগাড়ি চালনা
গ) বিমান চালনা
ঘ) মোটরগাড়ি চালনা
৪। কোনটি তথ্য-প্রযুক্তির কাজ?
ক) তথ্য ধারণ
খ) তথ্য সংরক্ষণ
গ) তথ্য বিশ্লেষণ
ঘ) সবগুলোই
৫। আধুনিক পৃথিবীকে কী বলা হয়?
ক) রসায়ন প্রযুক্তির পৃথিবী
খ) জৈব প্রযুক্তির পৃথিবী
গ) তথ্য-প্রযুক্তির পৃথিবী
ঘ) কৃষি প্রযুক্তির পৃথিবী
৬। তথ্য-প্রযুক্তিতে তথ্যকে বলা হয়?
ক) উৎপাদন
খ) প্রক্রিয়াকরণ
গ) ওয়েব পেজ
ঘ) কাঁচামাল
৭। তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
ক) বাস
খ) থার্মোমিটার
গ) মোবাইল ফোন
ঘ) ঘড়ি
৮। তুমি নিজ বাড়ি থেকে দূরে কোনো বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নিচের কোন প্রযুক্তি ব্যবহার করবে?
ক) ইন্টারনেট খ) টেলিভিশন গ) রেডিও ঘ) প্রজেক্টর
৯। সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি?
ক) গুগল খ) পিপীলিকা গ) ফেসবুক ঘ) টেলিফোন
১০। তথ্য-প্রযুক্তি আমাদের লাঘব করেছে—
ক) বুদ্ধিগত কাজ খ) কায়িক শ্রম গ) যাতায়াত ঘ) কৃষিশ্রম
১১। কোনটি তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে নতুন বিপ্লব এনেছে?
ক) রেডিও
খ) টেলিভিশন
গ) টেলিফোন
ঘ) ইলেকট্রনিক কম্পিউটার
১২। তথ্য আমাদের কিভাবে সাহায্য করে?
ক) নতুন কিছু শিখতে
খ) পারস্পরিক সম্পর্ক নষ্ট করতে
গ) অসচেতন হতে
ঘ) ঘুমাতে
১৩। যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ একে অপরের সাথে তথ্য আদান-প্রদান করতে পারে তাকে কী বলে?
ক) তথ্য সংগ্রহ
খ) তথ্য বিনিময়
গ) তথ্য সংরক্ষণ
ঘ) তথ্য বিপ্লব
১৪। কথাবার্তার মাধ্যমে মনোভাব আদান-প্রদান করার প্রক্রিয়াকে কী বলে?
ক) তথ্য বিনিময়
খ) যোগাযোগ
গ) আদান-প্রদান
ঘ) সামাজিকীকরণ
১৫। ইন্টারনেট অর্থ কী?
ক) বিশাল নেটওয়ার্ক
খ) ক্ষুদ্র নেটওয়ার্ক
গ) মাছ ধরার জাল
ঘ) মাঝারি নেটওয়ার্ক
উত্তর : ১. গ ২. গ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. গ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. ক।