ষষ্ঠ অধ্যায়
সমাজকর্মের পদ্ধতি
প্রথম পরিচ্ছেদ
ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি
বহু নির্বাচনী প্রশ্ন
১। ইংরেজি ‘Method’ শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
ক) লাতিন খ) গ্রিক গ) ফরাসি ঘ) রোমান
২। সমাজকর্ম পদ্ধতি কয়টি?
ক) ৪টি খ) ৫টি গ) ২টি ঘ) ৩টি
৩। ‘পদ্ধতি বলতে কোন লক্ষ্য অর্জনের জন্য একটি সচেতন ও সুপরিকল্পিত উপায়কে বোঝায়’—উক্তিটি কার?
ক) রিচার্ড ওয়েস্টলার খ) এইচ বি ট্রেকার গ) ম্যাকাইভার ঘ) চার্লস ডিকেন্স
৪।
বিজ্ঞাপন
ক) ব্যক্তি সমাজকর্ম খ) দল সমাজকর্ম গ) সমষ্টি উন্নয়ন ঘ) সমাজকর্ম গবেষণা
৫। ব্যক্তি সমাজকর্মের ‘আত্মা’ হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক) উপাদান খ) প্রক্রিয়া গ) নীতিমালা
ঘ) র্যাপো
৬। ‘Social Case Work : A Problem Solving Process’ গ্রন্থের লেখক কে?
ক) এইচ এইচ পার্লম্যান খ) জোয়ান লুইস ভিভস গ) বেঞ্জামিন থমসন ঘ) এনা এল ডয়েস
৭। র্যাপোকে ব্যক্তি সমাজকর্মের ‘প্রাণ’ বলেছেন—
ক) Rex A Skidmore & Others
খ) Felix P Biestek গ) C H Cooly ঘ) Samner
৮। কোন পদ্ধতিকে সমাজকর্ম পদ্ধতির ‘জননী’ বলা হয়?
ক) ব্যক্তি সমাজকর্ম খ) দল সমাজকর্ম গ) সমষ্টি সমাজকর্ম ঘ) সমাজকর্ম গবেষণা
৯। ব্যক্তি সমাজকর্ম সমস্যাযুক্ত ব্যক্তিদের সাহায্য করে—
i. প্রতিভার বিকাশ ঘটিয়ে ii. স্বাবলম্বী করার মাধ্যমে iii. মানসিক চাহিদা পূরণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
১০। ব্যক্তি সমাজকর্মের পেশাগত জ্ঞানের অধিকারী কে?
ক) দলীয় প্রতিনিধি খ) পেশাদার প্রতিনিধি গ) সরকারি প্রতিনিধি ঘ) মনোনীত প্রতিনিধি
১১। সমাজকর্মের প্রথম মৌলিক পদ্ধতি হিসেবে ব্যক্তি সমাজকর্মের ধারণা দেন কে?
ক) এইচ এইচ পার্লম্যান খ) মেরি রিচমন্ড
গ) বেঞ্জামিন থমসন ঘ) এনা এল ডয়েস
১২। সমাজকর্ম পদ্ধতি বলতে বোঝায়—
ক) লক্ষ্য অর্জনের জন্য গৃহীত আইন খ) সমস্যা সমাধানের বিশেষ পদ্ধতি
গ) লক্ষ্য অর্জনের জন্য সচেতন ও পরিকল্পিত উপায় ঘ) সমস্যা সমাধানের আইনগত পদ্ধতি
১৩। ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
১৪। সাহায্যার্থীর সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনে সহায়তা করে—
ক) আত্মসচেতনতা খ) আত্মনিয়ন্ত্রণ অধিকার গ) ব্যক্তি স্বাতন্ত্রীকরণ ঘ) সামাজিক ন্যায়বিচার
১৫। সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতি কয়টি?
ক) ৬টি খ) ৫টি গ) ৪টি ঘ) ৩টি
১৬। সমাজকর্মের ভাষায় ব্যক্তিকে কী বলা হয়?
ক) ক্লায়েন্ট
খ) রোগী
গ) প্রতিনিধি
ঘ) সমস্যাগ্রস্ত
১৭। সমাজকর্মে পদ্ধতি বলতে বোঝায়—
i. কাজ সম্পাদনের সহজ উপায়
ii. কাজ সম্পাদনের সুশৃঙ্খল উপায়
iii. কাজ সম্পাদনের পরিকল্পিত উপায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
১৮। ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের প্রথম স্তর কোনটি?
ক) সমস্যা নির্ণয় খ) মনঃসামাজিক অনুধ্যান গ) সমাধান ঘ) পেশাগত সম্পর্ক তৈরি
১৯। কে ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়াকে ‘ব্যক্তি সমাজকর্মের দেহ’ বলেছেন?
ক) Rex A Skidmore & Others খ)Felix P Biestek গ) C H Cooly ঘ) Samner
২০। ‘পদ্ধতি হলো কতগুলো সাধারণ নীতিমালা অনুশীলন বা নীতিমালার ক্রম এবং অনুশীলনের সাধারণ কৌশলের নাম। ’—এটি কার উক্তি?
ক) W A Friedlander খ) H B Trecker
গ) Herbert Bisno ঘ) Robert L Barker
২১। ‘Introduction to Social Work Method’ গ্রন্থটির রচয়িতা কে?
ক) W A Friedlander খ) H B Trecker
গ) Charles S Levy ঘ) Hussain and Alauddin
২২। সমাজকর্মের সর্বপ্রথম ও সর্বপ্রাচীন পদ্ধতি কোনটি?
ক) ব্যক্তি সমাজকর্ম খ) দল সমাজকর্ম
গ) সমষ্টি সমাজকর্ম ঘ) সমাজকর্ম প্রশাসন
২৩। ‘What is Social Case Work’ গ্রন্থটির রচয়িতা কে?
ক) Mary E Richmond খ) H B Trecker গ) Charles S Levy ঘ) Hussain and Alauddin
২৪। H H Perlman ব্যক্তি সমাজকর্মের কয়টি উপাদানের কথা বলেছেন?
ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি
২৫। ব্যক্তি সমাজকর্মে মূল উপাদান—
ক) সমস্যা খ) প্রক্রিয়া গ) প্রতিষ্ঠান ঘ) ব্যক্তি
উত্তর : ১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. খ ৮. ক ৯. ক ১০. খ ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. ঘ ২০. গ ২১. ঘ ২২. ক ২৩. ক ২৪. খ ২৫. ঘ।