সপ্তম অধ্যায়
পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব
জ্ঞানমূলক প্রশ্ন
১। পদার্থ কী?
উত্তর : যা জায়গা দখল করে, যার ওজন আছে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে এমন সবই পদার্থ।
২। পানি কয়টি অবস্থায় থাকতে পারে?
উত্তর : পানি তিনটি অবস্থায় থাকতে পারে।
বিজ্ঞাপন
৩। গলনাঙ্ক কাকে বলে?
উত্তর : যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয়, ওই তাপমাত্রাকে পদার্থের গলনাঙ্ক বলে।
৪। সাধারণ লবণের গলনাঙ্ক কত?
উত্তর : সাধারণ লবণের গলনাঙ্ক ৮০১ ডিগ্রি সেলসিয়াস।
৫। পানির গলনাঙ্ক কত?
উত্তর : পানির গলনাঙ্ক শূন্য (০হ্ন) ডিগ্রি সেলসিয়াস।
৬। স্ফুটনাঙ্ক কী?
উত্তর : যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকেই ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়।
৭। মোমের ফ্রিজিং পয়েন্ট কত?
উত্তর : মোমের ফ্রিজিং পয়েন্ট ৫৭ ডিগ্রি সেলসিয়াস।
৮। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কিসের ওপর নির্ভরশীল?
উত্তর : গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আন্তঃআণবিক শক্তির ওপর নির্ভরশীল।
৯। শীতলীকরণ কী?
উত্তর : কোনো বস্তুর তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াই হলো শীতলীকরণ।
১০। আয়তন কী?
উত্তর : কোন বস্তু যতটুকু জায়গা দখল করে সেটিই ওই বস্তুর আয়তন।
১১। তাপ পরিবাহিতা কাকে বলে?
উত্তর : কোনো বস্তুর তাপ পরিবহন করার ক্ষমতাকে ওই বস্তুর তাপ পরিবাহিতা বলে।
১২। প্লাস্টিক কোন ধরনের পদার্থ?
উত্তর : প্লাস্টিক এক ধরনের অধাতব পদার্থ।
১৩। দৃঢ়তা কী?
উত্তর : বল প্রয়োগে কোনো বস্তুর আকার পরিবর্তন না হওয়ার ধর্মকে দৃঢ়তা বলে।
১৪। আঘাতে ঝনঝন আওয়াজ করে কোন পদার্থ?
উত্তর : আঘাতে ঝনঝন আওয়াজ করে ধাতব পদার্থ।
১৫। শব্দ কোন ধরনের পদার্থ?
উত্তর : শব্দ কোনো পদার্থ নয়। এটি এক প্রকার শক্তি।