বহু নির্বাচনী প্রশ্ন
১। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কী বলে?
ক) কৃৎ প্রত্যয়
খ) তদ্ধিত প্রত্যয় গ) কৃদন্ত শব্দ
ঘ) তদ্ধিতান্ত পদ
২। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কী বলে?
ক) প্রত্যয় খ) প্রকৃতি গ) মৌলিক শব্দ
ঘ) তদ্ধিতান্ত শব্দ
৩। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ?
ক) খেলনা খ) নাগর গ) গমন ঘ) পড়া
৪।
নিচের কোনটির নিজস্ব অর্থ আছে?
ক) প্রত্যয় খ) উপসর্গ গ) শব্দ ঘ) বচন
৫। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ?
ক) ভাজি খ) বিবাহিত গ) দৈনিক ঘ) পাগলামি
৬। নিচের কোন শব্দটি ‘উয়া’ প্রত্যয়যোগে গঠিত?
ক) লাগোয়া খ) ঘরোয়া গ) পড়ুয়া ঘ) বাড়িওয়ালা
৭। অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
ক) কানাই খ) গেঁয়ো গ) চোরা ঘ) বেতো
৮।
শব্দ ও ধাতুর পরে কী ধরনের শব্দ যুক্ত হয়ে প্রত্যয় হয়?
ক) পরিপূর্ণ খ) সম্পূর্ণ গ) অর্থহীন ঘ) অর্থযুক্ত
৯। ‘পাঠক’ শব্দটির প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) পঠ্+অক
খ) পাঠ+অক
গ) পঠ+অক
ঘ) পাঠ্+অক
১০। ‘দোলনা’ শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) দোল+না
খ) দুল্+না
গ) দুল্+অনা
ঘ) দোলন+আ
১১। যেসব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদের বলে—
ক) কৃৎ প্রত্যয়
খ) তদ্ধিত প্রত্যয় গ) অনুসর্গ
ঘ) শব্দ বিভক্তি
১২।
ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক) স্ত্রী প্রত্যয়
খ) কৃৎ প্রত্যয়
গ) সংস্কৃত প্রত্যয়
ঘ) তদ্ধিত প্রত্যয়
১৩। কৃৎ প্রত্যয় সাধিত পদকে কী বলে?
ক) ক্রিয়া পদ খ) প্রকৃতি গ) ক্রিয়া প্রকৃতি
ঘ) কৃদন্ত পদ
১৪। ‘জয়’ শব্দটির প্রকৃতি-প্রত্যয় হলো—
ক) জি+অল খ) জী+অ গ) জিও+অল ঘ) জীও+অ
১৫। উপজীবিকা অর্থে ‘ইয়া’ প্রত্যয় যুক্ত শব্দ কোনটি?
ক) জেলে খ) মেটে গ) বেলে ঘ) খুনে
১৬। প্রত্যয়ের নিজস্ব কী নেই?
ক) অর্থ খ) সংজ্ঞা গ) শব্দ গঠনের ক্ষমতা
ঘ) শব্দ বিশ্লেষণের ক্ষমতা
১৭।
‘শৈশব’ শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত শব্দ?
ক) অব খ) অট
গ) অক ঘ) অ
১৮। ‘ঢাকাই’ শব্দটির প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) ঢাক+আই
খ) ঢাক+আঈ
গ) ঢাকা+আই
ঘ) ঢাকা+আও
১৯। ‘পাকড়াও’ শব্দটির প্রকৃতি-প্রত্যয়—
ক) পাক+ড়াও
খ) পাকড়+আও
গ) পাকা+রাও
ঘ) পাকা+ড়াও
২০। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
ক) ভাষা সংক্ষেপণ
খ) শব্দের মিলন
গ) নতুন শব্দ গঠন
ঘ) বাক্যে অলংকরণ
২১। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কী?
ক) কারক খ) বিভক্তি গ) যতি ঘ) প্রকৃতি
২২। ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক) স্ত্রী প্রত্যয়
খ) কৃৎ প্রত্যয়
গ) সংস্কৃত প্রত্যয়
ঘ) তদ্ধিত প্রত্যয়
২৩। কৃৎ প্রত্যয়ের প্রকৃতিকে বলে—
ক) ধাতু
খ) ক্রিয়া প্রকৃতি
গ) নাম প্রকৃতি
ঘ) প্রাতিপদিক
২৪। ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কী বলে?
ক) উপধা খ) গুণ
গ) বৃদ্ধি ঘ) ইৎ
২৫। কোনো কোনো ক্ষেত্রে কৃৎ প্রত্যয় যোগ করলে কৃৎ প্রকৃতির আদি স্বর পরিবর্তিত হয়। এ পরিবর্তনকে কী বলে?
ক) উপধা খ) ইৎ
গ) টি
ঘ) গুণ বা বৃদ্ধি
২৬। উক্ত এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) বপ্ +ক্ত খ) বচ্ +ক্ত গ) উচ্ +ক্ত ঘ) উপ্ +ত
২৭। ‘শান্তি’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো—
ক) শাম+তি খ) শম+তি গ) শান্ত+ই ঘ) শম্+ক্তি
২৮। ‘করণীয়’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) কর+নীয় খ) ক+রণীয় গ) কৃ+অনীয়
ঘ) কর+অনীয়
২৯। নিচের কোন তদ্ধিতান্ত পদটি ‘ইমন’ প্রত্যয়যোগে গঠিত?
ক) মেঘলা খ) গুণিন গ) নীলিমা ঘ) কুলীন
৩০। ‘নীলিমা’ শব্দের প্রকৃতি-প্রত্যয় হচ্ছে—
ক) নীল+ইমা খ) নীল+ইমন গ) নীল+ঈশন ঘ) নীল+ মা
৩১। কোনটিতে ‘উপজীবিকা’ অর্থে ‘এ’ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে?
ক) ভাদুরে খ) পাথুরে গ) বেলে ঘ) জেলে
৩২। প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক) সুশ্রী খ) সফল গ) জেলে ঘ) মহাত্মা
৩৩। ‘কর্তব্য’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) কৃত+ব্য খ) কৃ+তৃচ গ) কৃ+তব্য ঘ) কৃৎ+তব্য
৩৪। কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে?
ক) নিমাই খ) কেষ্টাচোরা গ) মুটে ঘ) কানাই
৩৫। ‘ডিঙি’ শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয়?
ক) বৃহদার্থে খ) ক্ষুদ্রার্থে গ) সমার্থে ঘ) ভিন্নার্থে
৩৬। কোনটি আদরার্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক) বোনাই খ) কেষ্টা গ) নিমাই ঘ) গিন্নিপনা
৩৭। ‘জাত’ অর্থে ‘আই’ প্রত্যয় যোগ হয়েছে কোনটিতে?
ক) মিঠাই খ) পাবনাই গ) মোগলাই ঘ) নিমাই
৩৮। কোন শব্দে প্রত্যয় ‘উপজীবিকা’ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) গেঁয়ো খ) মেছো গ) টেকো ঘ) গেছো
৩৯। বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?
ক) ডিঙা খ) বাঘা গ) হাতা ঘ) জলা
৪০। ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) মহি+মা খ) মহা+ইমা গ) মহা+ইমন
ঘ) মহৎ+ইমন
উত্তর :
১. ক) কৃৎ প্রত্যয়
২. ঘ) তদ্ধিতান্ত শব্দ
৩. খ) প্রকৃতি
৪. গ) শব্দ
৫. ক) ভাজি
৬. গ) পড়ুয়া
৭. গ) চোরা
৮. গ) অর্থহীন
৯. ক) পঠ্+অক
১০. গ) দুল্+অনা
১১. খ) তদ্ধিত প্রত্যয়
১২. খ) কৃৎ প্রত্যয়
১৩. ঘ) কৃদন্ত পদ
১৪. ক) জি+অ
১৫. ক) জেলে
১৬. ক) অর্থ
১৭. ঘ) অ
১৮. গ) ঢাকা+আই
১৯. খ) পাকড়+আও
২০. গ) নতুন শব্দ গঠন
২১. ঘ) প্রকৃতি
২২. খ) কৃৎ প্রত্যয়
২৩. খ) ক্রিয়া প্রকৃতি
২৪. ঘ) ইৎ
২৫. ঘ) গুণ বা বৃদ্ধি
২৬. খ) বচ্+ক্ত
২৭. ঘ) শম্+ক্তি
২৮. গ) কৃ+অনীয়
২৯. গ) নীলিমা
৩০. খ) নীল+ইমন
৩১. ঘ) জেলে
৩২. গ) জেলে
৩৩. গ) কৃ+তব্য
৩৪. খ) কেষ্টা চোরা
৩৫. ক) বৃহদার্থে
৩৬. গ) নিমাই
৩৭. খ) পাবনাই
৩৮. খ) মেছো
৩৯. খ) যাদব
৪০. ঘ) মহৎ+ইমন