kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

ষষ্ঠ শ্রেণি : বিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা

৩০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেষষ্ঠ শ্রেণি : বিজ্ঞান

অঙ্কন : প্রসূন

জ্ঞা ন মূ ল ক  প্র শ্ন

পঞ্চম অধ্যায়

সালোকসংশ্লেষণ

১।   সালোকসংশ্লেষণ কাকে বলে?

     উত্তর : যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই-অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ বলে।

২।   পৃথিবীতে সকল শক্তির উৎস কী?

     উত্তর : পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য।

৩।   সালোকসংশ্লেষণে প্রয়োজনীয় উপাদান কী কী?

     উত্তর : সালোকসংশ্লেষণে প্রয়োজনীয় উপাদানগুলো হলো সৌরশক্তি, পানি, কার্বন ডাই-অক্সাইড ও ক্লোরোফিল।

৪।   সালোকসংশ্লেষণে কোন গ্যাস উৎপন্ন হয়?

     উত্তর : সালোকসংশ্লেষণে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।

৫।   সালোকসংশ্লেষণ কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?

     উত্তর : সালোকসংশ্লেষণ দুটি পর্যায়ে সম্পন্ন হয়।

৬।   জীবনের কর্মচাঞ্চল্যের মূলে আছে কী?

     উত্তর : জীবনের কর্মচাঞ্চল্যের মূলে আছে খাদ্য।

৭।   হাইড্রিলা কী?

     উত্তর : হাইড্রিলা হলো একটি জলজ উদ্ভিদ, যা দ্বারা সালোকসংশ্লেষণে অক্সিজেন

     নির্গমন পরীক্ষা করা হয়।

 

৮।   কোন রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়?

     উত্তর : সবুজ রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়।

৯।   উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?

     উত্তর : উদ্ভিদ সালোকসংশ্লেষণ নামের জৈব রাসায়নিক প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।

১০। সালোকসংশ্লেষণে উৎপন্ন উপাদান কোনটি?

     উত্তর : সালোকসংশ্লেষণে উৎপন্ন উপাদানটি হলো গ্লুকোজ বা শর্করা।

 

১১। সালোকসংশ্লেষণ কী ধরনের প্রক্রিয়া?

     উত্তর : সালোকসংশ্লেষণ শারীরবৃত্তীয় জটিল প্রক্রিয়া।

১২। সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে?

     উত্তর : সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি হয়েছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়।

১৩। শ্বসনের ফলে কী হয়?

     উত্তর : শ্বসনের ফলে শক্তি নির্গত হয়।

১৪। মানবসভ্যতা ধ্বংসের মুখে পড়বে কী বন্ধ হলে?

     উত্তর : মানবসভ্যতা ধ্বংসের মুখে পড়বে সালোকসংশ্লেষণ বন্ধ হলে।

১৫। উদ্ভিদের কোন অঙ্গকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করা হয়?

     উত্তর : উদ্ভিদের পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করা হয়।

১৬। উদ্ভিদে কিসের মাধ্যমে গ্যাসীয় পদার্থের আদান-প্রদান সহজে ঘটে?

     উত্তর : উদ্ভিদের পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোকসংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান-প্রদান সহজে ঘটে।

১৭। জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়?

     উত্তর : জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোকসংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয়।

১৮।  সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শোষিত ও উৎপন্ন পদার্থ কী?

     উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়।

 

ষষ্ঠ অধ্যায়

সংবেদী অঙ্গ

১। স্ক্লেরা কী?

     উত্তর : অক্ষিগোলকের বাইরের সাদা, শক্ত ও পাতলা স্তরটি হলো স্ক্লেরা।

২।   সংবেদী অঙ্গ কাকে বলে?

     উত্তর : যেসব অঙ্গের দ্বারা আমরা স্বাদ গ্রহণ, গরম, ঠাণ্ডা, তাপ, চাপ ইত্যাদি অনুভব করি সেগুলোকে সংবেদী অঙ্গ বলে।

৩।   চোখের লেন্সের গঠন কেমন?

     উত্তর : চোখের লেন্সের গঠন দ্বি-উত্তল।

৪।   পিনা কী?

     উত্তর : মাংস ও কোমলাস্থি দিয়ে গঠিত কানের বাইরের অংশটি হলো পিনা।

৫।   ত্বক কী?

     উত্তর : ত্বক হচ্ছে প্রাণী দেহের সর্ববৃহৎ বহিঃআবরণ ও সংবেদনশীল অঙ্গ।

৬।   স্যাকুলাস কী?

     উত্তর : অন্তঃকর্ণের শামুকের মতো পেঁচানো নালিকার প্রকোষ্ঠই হলো স্যাকুলাস।

৭।   কোথায় রড এবং কোন নামের দুই ধরনের কোষ রয়েছে?

     উত্তর : রেটিনায় রড ও কোন নামের দুই ধরনের কোষ রয়েছে।

৮।   আইরিশ কী?

     উত্তর : কর্নিয়ার পেছনে কালো গোলাকার পর্দাই হলো আইরিশ।