আমরা জাত হিসেবে কী নই?
ক) অশান্ত খ) শান্ত
গ) শৌখিন গ) অভদ্র
১৭। মন গঙ্গার তোলা জল কোনটি?
ক) ধর্মীয় শাস্ত্র
খ) সাহিত্যিক রচনা
গ) দর্শন-বিজ্ঞান
ঘ) গবেষণা গ্রন্থ
১৮। মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন কে?
ক) লেখক খ) শিক্ষক
গ) বন্ধু ঘ) কবি
১৯। শিষ্যকে বিদ্যার সাধনায় কী করতে হয়?
ক) নোট করতে হয় খ) নিজে অর্জন করতে হয়
গ) মুখস্থ করতে হয় ঘ) প্রাইভেট পড়ে অর্জন করতে হয়
২০। আমরা জাত হিসেবে কেন—
ক) ভদ্র নই
খ) পড়ুয়া নই
গ) শৌখিন নই ঘ) অভদ্র নই
২১। যে জাতি মনে বড় নয়, সে জাতি কিসে বড় নয়?
ক) ধনে খ) জ্ঞানে
গ) লেখাপড়ায়
ঘ) ব্যক্তিত্বে
২২। কারা সবাইকে সমান করতে চেয়েছিলেন?
ক) ডেমোক্রেসির শিষ্যরা
খ) ডেমোক্রেসির গুরুরা
গ) ডেমোক্রেসির নীতিনির্ধারকরা
ঘ) ডেমোক্রেসির সাহিত্যিকরা
২৩। ‘গতাসু’ শব্দের আভিধানিক অর্থ কী?
ক) মৃত খ) মরণশীল
গ) গতানুগতিক ঘ) গতকাল
২৪। ‘বই পড়া’ প্রবন্ধটি কোথায় পঠিত হয়েছিল?
ক) একটি লাইব্রেরির বার্ষিক সভায়
খ) একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে
গ) একটি আলোচনাসভায়
ঘ) একটি জনসভায়
২৫। স্বশিক্ষিত লোকমাত্রই কেমন?
ক) বিদ্বান খ) সাহসী
গ) সুশিক্ষিত ঘ) স্বাবলম্বী
২৬। কিসের দ্বারা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই-ই দূর হতে পারে?
ক) ব্যবসায়
খ) সাহিত্যচর্চা
গ) উপাসনা
ঘ) খেলাধুলা
২৭। কী ছাড়া সাহিত্যচর্চার উপায় নেই?
ক) বই কেনা
খ) লাইব্রেরি প্রতিষ্ঠা করা
গ) বইয়ের দোকান দেওয়া ঘ) বই পড়া
২৮। লাইব্রেরিকে স্কুল-কলেজের ওপর স্থান দেওয়ার কারণ কী?
ক) বিজ্ঞানচর্চার জন্য
খ) ধর্মীয় চর্চার জন্য
গ) পরীক্ষায় ভালো ফলাফল না করা
ঘ) স্বশিক্ষিত হওয়ার সুযোগ পাওয়া
২৯। স্কুল-কলেজের শিক্ষা মারাত্মক কেন?
ক) স্বশিক্ষিত হওয়ার সুযোগ নেই বলে
খ) পাঠ মুখস্থ করানো হয় বলে
গ) গুটি কয়েকটি বই পড়ানো হয় বলে
ঘ) উচ্চশিক্ষায় অবদান রাখে বলে
৩০। ‘কারদানি’ বলতে কী বোঝায়?
ক) গাড়ি রাখার জায়গা খ) বাহাদুরি
গ) খ্যাতি
ঘ) সুনাম
৩১। সাহিত্যচর্চা কেন আবশ্যক বলে লেখক মনে করেন?
ক) জাতির উন্নতির জন্য
খ) জ্ঞানের জন্য
গ) মানসিক উৎকর্ষের জন্য
ঘ) প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য
৩২। ‘আমার বিশ্বাস, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না।’— ‘বই পড়া’ প্রবন্ধে লেখকের এ মতামতকে সমর্থন করে নিচের কোন বাক্যটি?
ক) আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই
খ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
গ) যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়
ঘ) ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়
৩৩। বই পড়ার অভ্যাস বাড়াতে হলে কী করা উচিত বলে তুমি মনে করো?
ক) নিয়মিত স্কুলে যাওয়া
খ) শিক্ষকের আদেশ মেনে নেওয়া
গ) লাইব্রেরি প্রতিষ্ঠা করা
ঘ) নিয়মিত বই পড়া
৩৪। ‘বই পড়া’ প্রবন্ধের মূল উপজীব্য কী?
ক) দেশের ভুল শিক্ষাপদ্ধতি ব্যাখ্যা করা
খ) সাহিত্যচর্চার প্রতি গুরুত্বারোপ
গ) জনগণকে বই কেনার প্রতি উদ্বুদ্ধ করা
ঘ) ঘরে ঘরে লাইব্রেরি গড়ে তোলা
৩৫। ‘আমার উত্তর সকলে মুখে মুখে মানলেও কাজে মানে না’—এখানে যে কাজের কথা বলা হয়েছে—
i. বইপড়া সর্বশ্রেষ্ঠ শখ
ii. লাইব্রেরি মনের হাসপাতাল
iii. লাইব্রেরির স্থান স্কুল-কলেজের ওপরে
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
৩৬। ‘বই পড়া’ প্রবন্ধে প্রাবন্ধিক শিক্ষাব্যবস্থার ত্রুটি বলতে তুলে ধরেছেন—
i. মুখস্থ করা
ii. সার্টিফিকেট অর্জন করা
iii. জোর করে বিদ্যা গেলানো
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নবম শ্রেণির ছাত্র সজীবকে তার বাবা ঢাকার একটি প্রসিদ্ধ স্কুলে ভর্তি করিয়ে দেন। আবাসিক স্কুলটির বৈশিষ্ট্য হলো চব্বিশ ঘণ্টা শিক্ষকের তত্ত্বাবধানে রেখে ছাত্রদের পাঠ্য বই ও বিভিন্ন নোট মুখস্থ করানো। প্রতিবছর স্কুলটি থেকে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে। সজীবের বাবা সজীবকে ঐ নামকরা স্কুলে ভর্তি করাতে পেরে খুবই খুশি।
৩৭। ‘বই পড়া’ প্রবন্ধ অনুসারে অনুচ্ছেদে উল্লিখিত নামকরা স্কুলটি থেকে পাস করা শিক্ষার্থীদের লব্ধ শিক্ষা—
ক) পূর্ণাঙ্গ খ) অপূর্ণাঙ্গ
গ) যথার্থ গ) ক্ষতিকর
৩৮। ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে উল্লিখিত স্কুলে ভর্তি হওয়ার কারণ সজীব হয়ে উঠবে—
i. নির্জীব ii. জীর্ণ-শীর্ণ iii. ক্ষীণপ্রাণ
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নবম শ্রেণির ছাত্র রনি নিজে নিজে শিক্ষা গ্রহণ করে। তার সহপাঠীদের কোচিং সেন্টারের পেছনে ছুটতে দেখেও তাদের দলভুক্ত না হয়ে নিজের পাঠ নিজে তৈরি করে। সে অবসর সময়ে জ্ঞান-বিজ্ঞানের নানা বই পড়ে। এ জন্য সে লাইব্রেরিতে গমন করে।
৩৯। ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে রনির নিজের পাঠ নিজে তৈরি করার সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত?
ক) স্বশিক্ষা
খ) সুশিক্ষা
গ) প্রকৃত শিক্ষা ঘ) পূর্ণাঙ্গ শিক্ষা
৪০। ‘বই পড়া’ প্রবন্ধের আলোকে রনির এ প্রচেষ্টা অব্যাহত থাকলে সে রূপান্তরিত হবে একজন—
i. স্বশিক্ষিত ব্যক্তিরূপে
ii. সুশিক্ষিত ব্যক্তিরূপে
iii. জ্ঞানী ব্যক্তিরূপে
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii
ঘ) র, ii ও iii
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১. খ ২. ক ৩. গ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. গ ২১. খ ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. গ ২৬. খ ২৭. ঘ ২৮. ঘ ২৯. ক ৩০. খ ৩১. ঘ ৩২. খ ৩৩. গ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. ঘ ৩৯. ক ৪০. ঘ।