kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

অষ্টম শ্রেণি : বিজ্ঞান

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা

২২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচতুর্থ অধ্যায়

উদ্ভিদের বংশ বৃদ্ধি

জ্ঞানমূলক প্রশ্ন

[পূর্ব প্রকাশের পর]

১৫। প্রজনন প্রধানত কয় প্রকার?

     উত্তর : প্রজনন প্রধানত দুই প্রকার।

 

১৬। ফল কাকে বলে?

     উত্তর : নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশসহ যে অঙ্গ গঠন করে তাকে ফল বলে।

১৭। সম্পূর্ণ ফুল কাকে বলে?

     উত্তর : উদ্ভিদের শাখা-প্রশাখার শীর্ষে বৃতি, দল, পুংকেশর, স্ত্রীকেশর ও গর্ভাশয় নিয়ে যে বিশেষ অঙ্গ গঠিত হয় তাকে সম্পূর্ণ ফুল বলে।

১৮। বৃতি কী?

     উত্তর : ফুলের সবচেয়ে বাইরের স্তবককে বৃতি বলে।

 

১৯। নিষিক্তকরণের পূর্বশর্ত কী?

     উত্তর : জননকোষ অর্থাৎ গ্যামেট সৃষ্টি নিষিক্তকরণের পূর্বশর্ত।

 

২০। জনন কাকে বলে?

     উত্তর : যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে জনন বলে।সাতদিনের সেরা