বহু নির্বাচনী প্রশ্ন
বাগধারা
১। ‘আমড়া কাঠের ঢেঁকি’ বাগধারাটির অর্থ কী?
ক) মন্দ লোক
খ) অলস ব্যক্তি
গ) অপদার্থ
ঘ) ভীষণ বিপদ
২। ‘রুই-কাতলা’ বাগধারাটির অর্থ কী?
ক) নেতৃস্থানীয় ব্যক্তি
খ) কৃপণ ব্যক্তি
গ) অলস ব্যক্তি ঘ) খেলোয়াড়
৩। ‘নিতান্ত মন্দভাগ্য’ বোঝাতে বাগধারার ব্যবহার কোনটি?
ক) আটকপালে খ) ইঁদুর কপালে
গ) ছাপোষা ঘ) ব্যাঙের আধুলি
৪।
‘উড়নচণ্ডী’ বাগধারার অর্থ—
ক) উচ্ছৃঙ্খল খ) অমিতব্যয়ী
গ) নির্বোধ ঘ) গোঁয়ার
৫। ‘উড়ো চিঠি’ দ্বারা কী বোঝায়?
ক) বিমানযোগে আসা পত্র খ) ডাকযোগে আসা পত্র
গ) বেনামি পত্র ঘ) গোপনীয় পত্র
৬। কোন বাগধারাটির অর্থ ‘প্রহার’?
ক) অর্ধচন্দ্র
খ) এলোপাতাড়ি
গ) উড়নচণ্ডী
ঘ) উত্তম-মধ্যম
৭। ‘এসপার ওসপার’— বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
ক) সংঘর্ষ
খ) তাগাদা
গ) মীমাংসা
ঘ) কিছু একটা
৮।
সুসময় ও সৌভাগ্য বোঝাতে কোন বাগধারার ব্যবহার হয়?
ক) সুখের পায়রা খ) সোনায় সোহাগা
গ) মানিক জোড় ঘ) একাদশে বৃহস্পতি
৯। ‘শাঁখের করাত’ কোন বাগধারা দ্বারা প্রকাশ পায়?
ক) উভয় সংকট
খ) চাঁদের হাট
গ) পোয়াবারো
ঘ) রাহুর দশা
১০। কোন বাগধারাটি ‘আগ্রহ’ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) মাথা ব্যথা
খ) মাথা খাওয়া
গ) মাথা দেওয়া
ঘ) মাথা ধরা
১১। ‘পুনরায় আরম্ভ’ অর্থে কোন বাগধারাটি ব্যবহার করা যাবে?
ক) গণেশ উল্টানো খ) কেঁচে গণ্ডুষ
গ) অমাবস্যার চাঁদ ঘ) গলগ্রহ
১২।
‘কুল কাঠের আগুন’—এর প্রকৃত অর্থ কী?
ক) কাঠের পুতুল খ) তীব্র জ্বালা
গ) কূপমণ্ডূক ঘ) কেতাদুরস্ত
১৩। ‘কৈ মাছের প্রাণ’— বাগধারাটির অর্থ কী?
ক) নীরোগ শরীর
খ) প্রভাবশালী
গ) যা সহজে মরে না ঘ) ধামাধরা
১৪। ‘অতিবৃদ্ধ’ বাগধারার অর্থ কী?
ক) কাছাঢিলা খ) কানপাতলা
গ) ঘাটের মরা
ঘ) ভূষণ্ডির কাক
১৫। ‘আক্কেল সেলামি’ বাগধারাটিতে কী বোঝায়?
ক) বড়দের সম্মান করা খ) বড়দের সম্মান না করা
গ) নির্বুদ্ধিতার দণ্ড ঘ) ট্রেন ভাড়া
১৬। ‘সাক্ষীগোপাল’ বাগধারার অর্থ কী?
ক) গোপাল ভাঁড়
খ) নিষ্ক্রিয় দর্শক
গ) আনন্দের হাট
ঘ) আধুনিকতা
১৭।
‘অন্ধ অনুকরণ’—এর বাগধারা কী?
ক) গৌরচন্দ্রিকা খ) গড্ডলিকা প্রবাহ
গ) চর্বিত চর্বণ ঘ) হ্রস্বদীর্ঘ জ্ঞান
১৮। ‘গদাইলশকরি চাল’—কথাটির অর্থ কী?
ক) অতি ধীরগতি খ) আভিজাত্য
গ) আধুনিকতা ঘ) আমন চাল
১৯। ‘গোল্লায় যাওয়া’ বাগধারাটির অর্থ কী?
ক) নষ্ট হওয়া খ) অসৎ কাজ
গ) খারাপ কাজে যাওয়া ঘ) দোষের কাজ করা
২০। ‘গোবর গণেশ’— বাগধারাটির অর্থ কী?
ক) গোবরের মতো আবর্জনা খ) প্রতারক
গ) চালাক ঘ) মূর্খ
২১। নির্বোধ অথচ হঠকারী বোঝাতে কোন বাগধারাটি ব্যবহার হয়?
ক) গোঁয়ারগোবিন্দ খ) গোবরগণেশ
গ) কাছাঢিলা ঘ) ইঁদুরকপালে
২২। ‘গোঁফখেজুরে’ কোন অর্থে প্রয়োগ করা হয়?
ক) খুব চৌকস অর্থে খ) নিতান্ত অলস অর্থে
গ) বড় গোঁফ আছে অর্থে ঘ) চাটুকার অর্থে
২৩। ‘জিলাপির প্যাঁচ’ বাগধারার অর্থ কী?
ক) সহজ সরল
খ) কুটিলতা
গ) আনন্দ
ঘ) মন্দ ভাগ্য
২৪। ‘চোখের বালি’—অর্থ কী?
ক) চোখে বালি পড়া খ) চক্ষুশূল গ) খুব প্রিয় ঘ) চশমখোর
২৫। ‘চাঁদের হাট’—অর্থ কী?
ক) অদৃশ্য বস্তু খ) মগের মুলুক
গ) বিরাট আয়োজন ঘ) আনন্দের প্রাচুর্য
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
১. গ ২. ক ৩. খ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. খ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. ঘ ২১. ক ২২. খ ২৩. খ ২৪. খ ২৫. ঘ।